What does "Cock and bull story" mean?
A
A romantic story
B
A historical story
C
A believable story
D
An implausible story
উত্তরের বিবরণ
Cock-and-bull story একটি idiom, যা বোঝায় আজগুবি বা অবিশ্বাস্য ধরনের গল্প, সাধারণত অজুহাত বা ব্যাখ্যার জন্য ব্যবহৃত হয়। এটি এমন একধরনের কাহিনি যা শুনতে অবাস্তব এবং বিশ্বাসযোগ্য মনে হয় না।
-
Cock-and-bull story (Idiom)
English Meaning: An implausible story used as an explanation or excuse
Bangla Meaning: আষাঢ়ে গল্প; আজগুবি গল্প -
Correct Answer: An implausible story
-
Other Options:
ক) A romantic story → সম্পর্কহীন (এটি মূলত love story)
খ) A historical story → সম্পর্কহীন (এটি আসল ঘটনাকে বোঝায়)
গ) A believable story → বিপরীত অর্থ প্রকাশ করে (কারণ cock-and-bull story অবিশ্বাস্য) -
Example Sentence:
-
Nobody believes this cock-and-bull story about the sacking incident.
-
-
Source:

0
Updated: 1 day ago
The agreement _________ the two companies was finalized last week.
Created: 2 days ago
A
between
B
within
C
with
D
in
• Complete sentence: The agreement between the two
companies was finalized last week.
- Bangla Meaning: গত সপ্তাহে দুই কোম্পানির মধ্যে
চুক্তিটি চূড়ান্ত করা হয়েছে।
• দুইটি বস্তু বা ব্যাক্তির ক্ষেত্রে between বসে।
- যেমন: There is a
strong friendship between Taskia and Naziha.
• দুইয়ের অধিক বস্তু বা
ব্যাক্তির ক্ষেত্রে among ব্যবহার হয়।
- যেমন: The cookies
were shared among the children at the party.
- যেহেতু প্রশ্নে দুইজনের মধ্যে "the two
companies" বুঝিয়েছে,
তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে-
between.
Example Sentences:
- There is a deep bond between Sara and Amira.
- A strong rivalry exists between the two schools.
- The negotiations between the countries ended peacefully.
- There is mutual respect between the teacher and her students.

0
Updated: 2 days ago
"A bolt from the blue" refers to:
Created: 1 month ago
A
A slow and gradual change
B
A planned and expected event
C
A sudden and shocking surprise
D
A natural disaster like lightning
Correct Answer: A sudden and shocking surprise
A bolt from the blue (idiom)
English Meaning:
-
A sudden and unexpected event or piece of news.
-
A complete surprise.
Bangla Meaning:
(১) অপ্রত্যাশিত ঘটনা বা খবর; বিনা মেঘে বজ্রপাত।
(২) সম্পূর্ণরূপে বিস্মিত হওয়া।
Other Options:
ক) A slow and gradual change → ধীরে ধীরে ঘটে এমন কিছুর বিপরীত।
খ) A planned and expected event → “Bolt from the blue” মানে অপ্রত্যাশিত কিছু, পূর্ব পরিকল্পিত নয়।
গ) A natural disaster like lightning → আক্ষরিক অর্থে নয়, রূপক অর্থে ব্যবহৃত হয়।
Example Sentences:
-
The news of his accident was like a bolt from the blue.
-
The job came like a bolt from the blue.
Source: Live MCQ lecture

0
Updated: 1 month ago
The line "Life is but a walking shadow" is taken from which play by Shakespeare?
Created: 4 days ago
A
King Lear
B
Romeo and Juliet
C
The Merchant of Venice
D
Macbeth
“Life is but a walking shadow” লাইনটি নেওয়া হয়েছে William Shakespeare-এর বিখ্যাত ট্র্যাজেডি Macbeth থেকে। এটি Shakespeare-এর অন্যতম ছোট ট্র্যাজেডি, যেখানে ক্ষমতার লোভ, নৈতিক বিচ্যুতি এবং এর ফলাফলের ভয়ঙ্কর পরিণতি ফুটে ওঠে।
-
Macbeth হলো Shakespeare-এর লেখা একটি ছোট ট্র্যাজেডি, যার কেন্দ্রীয় চরিত্র Macbeth, স্কটল্যান্ডের রাজা Duncan-এর বিশ্বস্ত general।
-
নাটকের মূল বিষয়: King Duncan-এর হত্যা এবং এর ফলে ঘটে যাওয়া ঘটনা।
-
লেখা হয়েছে ১৬০৭ সালের দিকে, প্রথম প্রকাশিত ১৬২৩ সালে।
প্রধান চরিত্রসমূহ:
-
Macbeth
-
Lady Macbeth
-
King Duncan
-
Banquo
-
Macduff
-
Malcolm
-
The Three Witches
সারসংক্ষেপ:
-
স্কটল্যান্ডের সেনানায়ক Macbeth তিন ডাইনের থেকে ভবিষ্যদ্বাণী শুনে রাজা হওয়ার লোভে পড়ে।
-
Lady Macbeth-এর প্ররোচনায় সে King Duncan-কে হত্যা করে সিংহাসনে বসে।
-
ক্ষমতায় ওঠার পর অপরাধ ঢাকতে একের পর এক খুন চালায়।
-
হত্যার ভয়, সন্দেহ ও অপরাধবোধে Macbeth এবং Lady Macbeth মানসিকভাবে ভেঙে পড়ে; Lady Macbeth পাগল হয়ে আত্মহত্যা করে।
-
শেষ পর্যন্ত Macbeth যুদ্ধের ময়দানে মারা যায়।
-
নাটকটি দেখায়, কীভাবে ক্ষমতার আকাঙ্ক্ষা এবং নৈতিক বিচ্যুতি মানুষের ধ্বংস ডেকে আনতে পারে।
প্রসিদ্ধ উদ্ধৃতি:
-
“Fair is foul, and foul is fair.”
-
“All the perfumes of Arabia will not sweeten this little hand.”
-
“Life is but a walking shadow.”
William Shakespeare (April 26, 1564 – April 23, 1616)
-
Stratford-upon-Avon, England-এ জন্মগ্রহণ।
-
Byname: Bard of Avon বা Swan of Avon
-
একজন ইংরেজি poet, dramatist, এবং actor।
-
প্রায়শই ইংরেজির জাতীয় কবি বলা হয় এবং সর্বকালের শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে গণ্য।
-
মোট ৩৭টি নাটক রচনা করেছেন।
উল্লেখযোগ্য কাজ:
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Titus Andronicus, Antony and Cleopatra, Coriolanus, Romeo and Juliet
Tragi-comedy: The Merchant of Venice, The Winter's Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, Love's Labour's Lost, A Comedy of Errors, The Taming of the Shrew, Much Ado About Nothing, All's Well That Ends Well, A Midsummer Night's Dream, The Merry Wives of Windsor
Historical Plays: Julius Caesar, Henry IV Part I & II, Henry V, Henry VI Part I-III, Henry VIII, King John, Richard II, Richard III

0
Updated: 4 days ago