রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয়-
A
গামা রশ্মি
B
বিটা রশ্মি
C
রঞ্জন রশ্মি
D
কসমিক রশ্মি
উত্তরের বিবরণ
রঙিন টেলিভিশনের ক্ষতিকর রঞ্জন রশ্মি এবং এর যন্ত্রাংশের বিবরণ
রঙিন টেলিভিশন থেকে ক্ষুদ্রমাত্রায় ক্ষতিকর রঞ্জন রশ্মি নির্গত হয়। রঙিন অনুষ্ঠান সম্প্রচারের জন্য রঙিন টিভির যন্ত্রপাতি মূলত সাদাকালো টেলিভিশনের মতোই, তবে এতে রং সংশ্লিষ্ট তথ্য প্রেরণ ও গ্রহণের জন্য অতিরিক্ত যন্ত্র ব্যবহার করা হয়।
রঙিন ক্যামেরার প্রতিটি রঙের জন্য — লাল, নীল ও সবুজ — আলাদা আলাদা ইলেকট্রন টিউব ব্যবহৃত হয়, যা বিভিন্ন রঙের ছবির সূক্ষ্ম বিবরণ ধারণ করে। একইভাবে, গ্রাহকের রঙিন টেলিভিশনে তিনটি ইলেকট্রন গান থাকে, প্রতিটি গান লাল, নীল ও সবুজ রঙের জন্য নির্দিষ্ট।
টেলিভিশনের পর্দায় তিন রকম ফসফরের ছোট ছোট দানা থাকে, যা আলাদা আলাদা রঙের ইলেকট্রন বীম দ্বারা আলোকিত হয়। যখন ইলেকট্রন গান থেকে নির্গত বীম ফসফরের উপর পড়ে, তখন একটি নির্দিষ্ট রঙের ফসফর কেবল সেই রঙের আলোকিত হয়। ফলে পর্দায় একই সময়ে লাল, নীল এবং সবুজ রঙের বিন্দু গড়ে উঠে এবং বিভিন্ন রঙের মিশ্রণে পূর্ণাঙ্গ রঙিন চিত্র তৈরি হয়।
যদিও টিভির পর্দা থেকে রঞ্জন রশ্মি নির্গত হয়, তবে এর পরিমাণ এতটাই কম যে তা সাধারণত কোনো সমস্যার কারণ হয় না এবং প্রায়ই উপেক্ষা করা হয়।
উৎস: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 3 months ago
বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কী ধাতু দিয়ে তৈরি?
Created: 3 months ago
A
সংকর ধাতু
B
সীসা
C
টাংস্টেন
D
তামা
বৈদ্যুতিক বাল্ব
-
বৈদ্যুতিক বাল্বের ভিতরে একটা সরু তার থাকে, যেটা টাংস্টেন নামক ধাতু দিয়ে তৈরি।
-
এই তারের দুটো প্রান্ত বাল্বের সাথে যুক্ত থাকে এবং এটাকেই ফিলামেন্ট বলা হয়।
-
যখন বাল্বে বিদ্যুৎ পৌঁছায়, তখন এই ফিলামেন্ট গরম হয়ে জ্বলে ওঠে এবং আলো দেয়।
উৎস: সাধারণ বিজ্ঞান, সপ্তম শ্রেণি।
0
Updated: 3 months ago
মূল নেই কোন উদ্ভিদে?
Created: 3 months ago
A
ফণিমনসা
B
বীরুৎ
C
মিউকর
D
সাইকাস
মিউকর হলো এক ধরনের ছত্রাক। এর মূল থাকে না, বরং মূলের পরিবর্তে রাইজয়েড (Rhizoids) থাকে যা মাটির সাথে আটকে রাখতে সাহায্য করে।
অপুষ্পক উদ্ভিদ বলতে আমরা এমন উদ্ভিদকে বুঝি যাদের মধ্যে ফুল ও ফল হয় না। এরা স্পোর বা রেণুর মাধ্যমে প্রজনন করে। অধিকাংশ অপুষ্পক উদ্ভিদের শরীরকে আমরা মূল, কাণ্ড ও পাতা হিসেবে ভাগ করতে পারি না। উদাহরণস্বরূপ, অ্যাগারিকাস, স্পাইরোগাইরা, মস এবং ফার্ন ইত্যাদি।
অন্যদিকে, কিছু উদ্ভিদ রয়েছে যেমন ফণিমনসা, বীরুৎ ও সাইকাস, যাদের সুশৃঙ্খলভাবে মূল ও কাণ্ড থাকে।
0
Updated: 3 months ago
প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে মৃদু পানি পাওয়া যায়?
Created: 3 months ago
A
সাগর
B
হ্রদ
C
নদী
D
বৃষ্টি
পৃথিবীতে মৃদু পানির প্রধান উৎস হলো বৃষ্টিপাত, যা প্রাকৃতিকভাবে বিশুদ্ধ পানি সরবরাহ করে।
-
সমুদ্রের পানিতে উচ্চমাত্রায় লবণ থাকার কারণে তা মিষ্টি পানির উৎস হিসেবে বিবেচিত হয় না।
-
যদিও নদী ও বিলের পানি মৃদু, তবুও এইসব জলাধার বৃষ্টির পানির উপর নির্ভর করে পূর্ণতা লাভ করে।
উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণী।
0
Updated: 3 months ago