What does "Call to account" mean?
A
Ignore
B
Reward
C
Criticize
D
Appreciate
উত্তরের বিবরণ
Call to account একটি idiom, যা বোঝায় কাউকে জনসম্মুখে সমালোচনা করা বা আনুষ্ঠানিকভাবে নিন্দা প্রকাশ করা। সাধারণত ভুল কাজ বা দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে এ ধরনের সমালোচনা করা হয়।
-
Call to account (Idiom)
English Meaning: To criticize publicly / to express public or formal disapproval of
Bangla Meaning: জনসম্মুখে নিন্দা করা; সমালোচনা করা; অপমান করা -
Correct Answer: To criticize publicly
-
Other Options:
ক) Ignore (উপেক্ষা করা) → এটি বিপরীত অর্থ প্রকাশ করে
খ) Reward (পুরস্কৃত করা) → দায়বদ্ধতার সঙ্গে সম্পর্কিত নয়
ঘ) Appreciate (প্রশংসা করা) → ইতিবাচক কাজ, সমালোচনার বিপরীত -
Example Sentences:
-
The government is being called to account.
-
The government is being called to account for the economic disaster.
-
-
Source:
0
Updated: 1 month ago
Which of the following is a synonym of “yield”?
Created: 1 month ago
A
Strict
B
Exhibit
C
Surrender
D
Strengthen
Yield একটি ক্রিয়া, যার অর্থ হলো আত্মসমর্পণ করা বা বিরোধিতা থেকে বিরত থাকা, পাশাপাশি প্রাকৃতিকভাবে উৎপাদন বা কোনো বস্তু সহজে বক্র বা নমনীয় হওয়া।
-
Correct Answer: Surrender
-
English Meaning:
-
(Of a substance) soft and easy to bend or move when you press it.
-
(Of a person) willing to do what others want
-
-
Bangla Meaning:
১) প্রাকৃতিক রীতিতে উৎপাদন করা বা উৎপন্ন হওয়া
২) আত্মসমর্পণ করা; বিরোধিতা করা থেকে বিরত থাকা; ত্যাগ করা; বশ্যতা স্বীকার করা -
Synonyms: Surrender (বশ্যতা স্বীকার করা), Produce (উৎপাদন করা), Return (ফিরিয়ে দেওয়া বা অনুগত হওয়া), Gentle (কোমল, নমনীয়)
-
Antonyms: Hard (কঠোর), Resistant (প্রতিরোধী), Rigid (দৃঢ়), Strict (কঠোর), Determined (স্থির সংকল্পযুক্ত)
-
Other Forms:
-
Yielding (adjective) – সহজেই বক্র বা নমনীয়; একরোখা নয়
-
Yieldingly (adverb) – নম্রভাবে বা বক্রভাবে
-
Yield (noun) – উৎপন্ন বস্তুর পরিমাণ
-
-
Other Options:
-
Exhibit – প্রদর্শন করা, জনসমক্ষে দেখানো
-
Strengthen – শক্তিশালী করা বা হওয়া
-
-
Example Sentences:
-
I know not which is most injurious to the yielding minds of the young.
-
It may, however, yield a more sequent conclusion if one minor change in the text be made.
-
0
Updated: 1 month ago
“Why, then, 'tis none to you, for there is nothing either good or bad, but thinking makes it so”. This extract is taken from the drama-
Created: 1 month ago
A
King Lear
B
Macbeth
C
As You Like It
D
Hamlet
Why, then, 'tis none to you, for there is nothing either good or bad, but thinking makes it so”.
- উল্লেখিত লাইনটি শেক্সপিয়ারের Hamlet নাটক থেকে নেওয়া।
- লাইনটি Act 2, Scene 2-এর অন্তর্ভুক্ত। Hamlet এই কথাটি Rosencrantz-কে উদ্দেশ্য করে বলে।
• Hamlet' in Shakespeare's Hamlet is a prince of - Denmark.
- Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
- তাঁর অন্যান্য tragedy গুলোর মত এটিও 5acts বিশিষ্ট।
- ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা এই tragedy টি প্রকাশিত হয় ১৬০৩ সালে।
- এর কেন্দ্রীয় চরিত্র Hamlet ছিলেন prince of Denmark যিনি জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসেন তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে যে তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
- সত্য উদঘাটনের পর বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy এর কাহিনি সামনে এগিয়ে যায় এবং শেষাংশে Hamlet এর মৃত্যুর মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে।
• The important characters of Hamlet:
- Ophelia,
- Hamlet,
- Claudius,
- Gertrude,
- Horatio,
- Polonius etc.
• Famous quotations of Hamlet:
- 'To be or not to be that is the question',
- 'Frailty, thy name is woman',
- Brevity is the soul of wit',
Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend',
'There is divinity that shapes our end'.
Source: Britannica.
0
Updated: 1 month ago
What’s the adjectival form of "Economy"?
Created: 3 months ago
A
Economic
B
Economics
C
Economize
D
Economically
• The adjective form of "Economy" is - Economic.
• Economic (Adjective)
- English meaning: [Only before noun] Connected with the trade, industry, and development of wealth of a country, an area, or a society.
- Bangla meaning: অর্থনীতি।
• অপশন আলোচনা:
- Economics (Noun) - অর্থবিদ্যা;
- Economize (Verb) - ব্যয় সংকোচ করা;
- Economic (Adjective) - অর্থনীতি;
- Economically (Adverb) - অর্থনৈতিকভাবে / অর্থনীতির দিক থেকে।
Source: Merriam-Webster Dictionary, Oxford Dictionary, English-Bangla Dictionary.
0
Updated: 3 months ago