Which word is an antonym of "tangential"?
A
Artful
B
Relevant
C
Secondary
D
Flamboyant
উত্তরের বিবরণ
Tangential এমন একটি বিশেষণ যা বোঝায় কোনো বিষয়কে সামান্য স্পর্শ করা বা প্রান্তিকভাবে সম্পর্কিত থাকা। এটি মূল প্রসঙ্গের সাথে সরাসরি যুক্ত নয়, বরং গৌণ বা আনুষঙ্গিকভাবে সম্পর্কিত।
-
Tangential (Adjective)
English Meaning: Hardly touching a matter
Bangla Meaning: স্পর্শিনী; স্পর্শকতুল্য; স্পর্শক-সংক্রান্ত -
Correct Answer: Relevant
-
Synonyms: Incidental (নৈমিত্তিক; আনুষঙ্গিক), Secondary (অমুখ্য; গৌণ), Peripheral (প্রান্তিক), Inapplicable (অপ্রযোজ্য)
-
Antonyms: Relevant (প্রাসঙ্গিক), Pointed (স্পষ্ট), Suitable (উপযুক্ত), Central (কেন্দ্রীয়), Apposite (উপযোগী)
-
Other Forms:
-
Tangent (noun): স্পর্শ করে কিন্তু ভেদ করে না এমন সরলরেখা; (জ্যামিতি) স্পর্শক; (লাক্ষণিক) হঠাৎ মূল কর্মপন্থা বা চিন্তাধারা থেকে সরে যাওয়া
-
Tangent force (noun): স্পর্শিনী-বল
-
Tangential velocity (noun): স্পর্শিনী বেগ
-
-
Other Options:
-
Artful: ধূর্ত; চতুর; প্রতারণাপূর্ণ; সেয়ানা
-
Flamboyant: উজ্জ্বল বর্ণশোভিত; চিত্রবিচিত্র; জাঁকালো; বর্ণাঢ্য
-
-
Example Sentences:
-
Utility is maximized at the point where the budget line is tangential to an indifference curve.
-
Their romance is tangential to the book's main plot.
-
-
Source:

0
Updated: 1 day ago
A 'pilgrim' is a person who undertakes a journey to a -
Created: 1 month ago
A
Mosque
B
A new country
C
Holy place
D
Bazar
Pilgrim (Noun)
অর্থ: এমন একজন মানুষ যে ধর্মীয় কারণে কোনো পবিত্র স্থানে ভ্রমণ করে।
বাংলায়: তীর্থযাত্রী।
প্রতিশব্দ:
ভক্ত, বিশ্বাসী, যাত্রী, পথচারী।
উদাহরণ:
হাজার হাজার মুসলিম তীর্থযাত্রী মক্কায় গিয়েছিল।

0
Updated: 1 month ago
Synonym of “Elated”?
Created: 1 month ago
A
Sad
B
Cheerful
C
Angry
D
Slow
Correct Answer: খ) Cheerful
Elated (Adj)
-
Bangla Meaning: অনুপ্রাণিত হওয়া
-
English Meaning: marked by high spirits; exultant
Cheerful (Adj)
-
Bangla Meaning: আনন্দদায়ক বা আনন্দব্যঞ্জক; মনোরম
-
English Meaning: full of good spirits; merry
Other Options:
-
Sad – দুঃখজনক; affected with or expressive of grief or unhappiness
-
Angry – ক্রুদ্ধ; feeling or showing anger
-
Slow – ধীর, মন্থর; mentally dull
Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary

0
Updated: 1 month ago
Who wrote The Second Coming?
Created: 2 weeks ago
A
Robert Frost
B
John Keats
C
Percy Bysshe Shelley
D
William Butler Yeats
The Second Coming
-
লেখক: William Butler Yeats
-
ধরণ: Two-stanza blank verse poem
-
বিষয়: ভবিষ্যদ্বাণীমূলক কবিতা, বিশ্বযুদ্ধ পরবর্তী বিশৃঙ্খলা ও সভ্যতার অনিশ্চয়তা
William Butler Yeats
-
Irish poet, playwright, writer
-
আধুনিক ইংরেজি সাহিত্যের প্রধান ব্যক্তিত্ব
-
আয়ারল্যান্ডের ঐতিহ্য ও রাজনীতি দ্বারা প্রভাবিত
-
জন্মভূমির প্রতি ভালোবাসা তার কবিতায় প্রতিফলিত
-
Ireland-এর National Poet
-
Nobel Prize in Literature: 1923 (প্রথম Irish)
Notable Poems:
-
No Second Troy
-
The Second Coming
-
A Prayer for My Daughter
-
The Tower, Easter 1916
-
September 1913
-
The Stolen Child
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
The Man Who Dreamed of Fairyland
-
An Irish Airman Foresees His Death

0
Updated: 2 weeks ago