Which word is an antonym of "tangential"?
A
Artful
B
Relevant
C
Secondary
D
Flamboyant
উত্তরের বিবরণ
Tangential এমন একটি বিশেষণ যা বোঝায় কোনো বিষয়কে সামান্য স্পর্শ করা বা প্রান্তিকভাবে সম্পর্কিত থাকা। এটি মূল প্রসঙ্গের সাথে সরাসরি যুক্ত নয়, বরং গৌণ বা আনুষঙ্গিকভাবে সম্পর্কিত।
-
Tangential (Adjective)
English Meaning: Hardly touching a matter
Bangla Meaning: স্পর্শিনী; স্পর্শকতুল্য; স্পর্শক-সংক্রান্ত -
Correct Answer: Relevant
-
Synonyms: Incidental (নৈমিত্তিক; আনুষঙ্গিক), Secondary (অমুখ্য; গৌণ), Peripheral (প্রান্তিক), Inapplicable (অপ্রযোজ্য)
-
Antonyms: Relevant (প্রাসঙ্গিক), Pointed (স্পষ্ট), Suitable (উপযুক্ত), Central (কেন্দ্রীয়), Apposite (উপযোগী)
-
Other Forms:
-
Tangent (noun): স্পর্শ করে কিন্তু ভেদ করে না এমন সরলরেখা; (জ্যামিতি) স্পর্শক; (লাক্ষণিক) হঠাৎ মূল কর্মপন্থা বা চিন্তাধারা থেকে সরে যাওয়া
-
Tangent force (noun): স্পর্শিনী-বল
-
Tangential velocity (noun): স্পর্শিনী বেগ
-
-
Other Options:
-
Artful: ধূর্ত; চতুর; প্রতারণাপূর্ণ; সেয়ানা
-
Flamboyant: উজ্জ্বল বর্ণশোভিত; চিত্রবিচিত্র; জাঁকালো; বর্ণাঢ্য
-
-
Example Sentences:
-
Utility is maximized at the point where the budget line is tangential to an indifference curve.
-
Their romance is tangential to the book's main plot.
-
-
Source:
0
Updated: 1 month ago
Which character best represents “satire on social climbing”?
Created: 2 months ago
A
Mr. Bennet
B
Mr. Collins
C
Mr. Wickham
D
Caroline Bingley
Mr. Collins হাস্যকরভাবে সমাজে ওঠার চেষ্টা করে Lady Catherine-এর তোষামোদ করে। তার অহেতুক বক্তৃতা Austen-এর বিদ্রূপকে আরও তীক্ষ্ণ করে। Austen তাকে ব্যবহার করেছেন social climbing-এর ব্যঙ্গচিত্র হিসেবে, যাতে পাঠক বুঝতে পারে কীভাবে ভণ্ডামি ও অন্ধ আনুগত্য সমাজে মর্যাদা পাওয়ার পথ বলে মনে করা হতো।
0
Updated: 2 months ago
Who is the main villain in 'Othello'?
Created: 1 month ago
A
Brabantio
B
Cassio
C
Iago
D
Emilia
Othello
-
লেখক: William Shakespeare
-
ধরণ: Tragedy
-
অঙ্ক: পাঁচ
-
লেখা: ১৬০৩–০৪, প্রকাশ: ১৬২২
মুখ্য চরিত্রসমূহ:
-
Othello (প্রধান চরিত্র, Venice এর Moorish সেনাপতি)
-
Desdemona (Othello এর স্ত্রী)
-
Brabantio (Desdemona এর পিতা)
-
Iago (প্রতারক, খলনায়ক)
-
Cassio (Lieutenant)
-
Emilia
সংক্ষিপ্ত বিবরণ:
-
Othello গোপনে Desdemona কে বিয়ে করে, যা Brabantio মেনে নেননি।
-
সেনাবাহিনীতে Cassio কে নিয়োগ দেওয়ায় Iago ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে Othello এর মনে সন্দেহের বীজ বপন করে।
-
Iago, Desdemona এর রুমাল Cassio এর কাছে রেখে প্রমাণ তৈরি করে যে Desdemona বিশ্বাসঘাতকতা করছে।
-
ঈর্ষার অন্ধ Othello Desdemona কে হত্যা করে। পরে সত্য জানতে পেরে অনুশোচনায় Othello আত্মহত্যা করে।
-
Iago ধরা পড়ে এবং শাস্তি ভোগ করে।
William Shakespeare (1564–1616)
-
জন্ম: April 26, 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: April 23, 1616, Stratford-upon-Avon
-
Byname: Bard of Avon বা Swan of Avon
-
পরিচিত: English poet, dramatist, actor, English national poet
-
রচনা: 37 Plays
উৎস:
0
Updated: 1 month ago
To put the cart before the horse -
Created: 3 months ago
A
to offer a person what he cannot eat
B
to force a person to do something
C
to raise obstacle
D
to reverse the natural order of things
Put the cart before the horse
English Meaning: Doing something in the wrong order / doing something before its proper time.
Bangla Meaning: যা আগে করা উচিত, সেটা না করে পরের কাজ আগে করা / কাজের সঠিক ধারাবাহিকতা না মেনে উল্টোভাবে করা।
Example Sentence (English):
Aren’t you putting the cart before the horse by deciding what to wear for the wedding before you've even been invited?
Example Sentence (Bangla):
তোমাকে এখনো বিয়েতে দাওয়াতই দেওয়া হয়নি, অথচ তুমি এখনই ভাবছো কী পরবে – এটা তো অনেকটা আগে ঘোড়া না জুড়ে গাড়ি ঠেলে দেওয়ার মতো!
Source: Live MCQ Lecture.
0
Updated: 3 months ago