Which word is an antonym of "tangential"?
A
Artful
B
Relevant
C
Secondary
D
Flamboyant
উত্তরের বিবরণ
Tangential এমন একটি বিশেষণ যা বোঝায় কোনো বিষয়কে সামান্য স্পর্শ করা বা প্রান্তিকভাবে সম্পর্কিত থাকা। এটি মূল প্রসঙ্গের সাথে সরাসরি যুক্ত নয়, বরং গৌণ বা আনুষঙ্গিকভাবে সম্পর্কিত।
-
Tangential (Adjective)
English Meaning: Hardly touching a matter
Bangla Meaning: স্পর্শিনী; স্পর্শকতুল্য; স্পর্শক-সংক্রান্ত -
Correct Answer: Relevant
-
Synonyms: Incidental (নৈমিত্তিক; আনুষঙ্গিক), Secondary (অমুখ্য; গৌণ), Peripheral (প্রান্তিক), Inapplicable (অপ্রযোজ্য)
-
Antonyms: Relevant (প্রাসঙ্গিক), Pointed (স্পষ্ট), Suitable (উপযুক্ত), Central (কেন্দ্রীয়), Apposite (উপযোগী)
-
Other Forms:
-
Tangent (noun): স্পর্শ করে কিন্তু ভেদ করে না এমন সরলরেখা; (জ্যামিতি) স্পর্শক; (লাক্ষণিক) হঠাৎ মূল কর্মপন্থা বা চিন্তাধারা থেকে সরে যাওয়া
-
Tangent force (noun): স্পর্শিনী-বল
-
Tangential velocity (noun): স্পর্শিনী বেগ
-
-
Other Options:
-
Artful: ধূর্ত; চতুর; প্রতারণাপূর্ণ; সেয়ানা
-
Flamboyant: উজ্জ্বল বর্ণশোভিত; চিত্রবিচিত্র; জাঁকালো; বর্ণাঢ্য
-
-
Example Sentences:
-
Utility is maximized at the point where the budget line is tangential to an indifference curve.
-
Their romance is tangential to the book's main plot.
-
-
Source:
0
Updated: 1 month ago
Identify the determiner: It is not your fault.
Created: 1 month ago
A
It
B
Not
C
Your
D
Fault
‘It is not your fault.’ এখানে determiner হলো ‘your’, যা noun ‘fault’-কে নির্দেশ করছে।
Determiner:
-
Determiner হলো সেই শব্দ যা noun-এর নির্দেশক, নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা, পরিমাণ, সংখ্যা, মালিকানা বা না-বাচকতা নির্দেশ করে।
-
Determiner-এর প্রধান কাজ হলো noun বা pronoun কে নির্ধারণ করা।
Determiner-এর বিভিন্ন প্রকার:
-
Articles: a, an, the
-
Demonstrative: this, these, that, those
-
Possessive: my, your, his, her, etc.
-
Interrogative: what, which, whose, etc.
-
Quantifier: some, any, many, much, more, less, few, fewer, little, a lot of, several, no, etc.
-
General Ordinals: last, next, other, the other, etc.
-
Cardinal Numerals: one, two, three, four, etc.
-
Ordinal Numeral: first, second, third, fourth, etc.
Source:
0
Updated: 1 month ago
Synonym of 'Equivocate' -
Created: 2 months ago
A
Prevaricate
B
Vacillate
C
Confront
D
Both A & B
Equivocate [verb]
-
English Meaning: To speak in a way that is intentionally not clear and confusing to other people, especially to hide the truth.
-
Bangla Meaning: দ্ব্যর্থবাক্য ব্যবহার করা; বাক্চাতুরী করা।
-
Synonyms: Prevaricate (অসত্য বা আংশিক অসত্য বলা), Vacillate (দ্বিধা করা), Temporize (গড়িমসি করা), Fudge (অর্থহীন অজুহাত দেওয়া), Hedge (এড়ানো), Quibble (কথার মারপ্যাঁচ করা)।
-
Antonyms: Confront (মুখোমুখি হওয়া), Tell the truth (সত্য বলা), Be frank (স্পষ্টবাদী হওয়া), Speak your mind (আসল কথা বলা), Be blunt (সরাসরি বলা)।
-
Example Sentences:
-
The law students squirmed and equivocated to avoid confronting my question.
-
The applicant seemed to be equivocating when we asked him about his last job.
-
Source: Live MCQ Lecture.
0
Updated: 2 months ago
Who is credited with the famous quote, "Fools rush in where angels fear to tread"?
Created: 2 months ago
A
Alexander Pope
B
Jonathan Swift
C
John Milton
D
William Shakespeare
“Fools rush in where angels fear to tread” উক্তির রচয়িতা Alexander Pope। এটি মানুষের অযথা সাহসিকতা ও বিবেচনাহীন সিদ্ধান্ত গ্রহণের প্রবণতাকে প্রকাশ করে।
An Essay on Criticism (1711) কবিতার মধ্যে এই লাইন এসেছে। Pope মাত্র ২২ বছর বয়সে এটি রচনা করেন।
Alexander Pope (1688–1744) ছিলেন ইংরেজি কবি ও ব্যঙ্গরচয়িতা, যিনি শিক্ষামূলক এবং ব্যঙ্গাত্মক কবিতার জন্য প্রসিদ্ধ।
বিখ্যাত রচনা ও কোটস:
-
An Essay on Criticism, The Rape of the Lock, The Dunciad, An Essay on Man
-
“A little Learning is a dangerous Thing”
-
“To err is human, to forgive, divine”
-
“The proper study of mankind is man”
উত্তর: ক) Alexander Pope
0
Updated: 2 months ago