What is the meaning of the phrase "by way of" in the sentence, "He came by way of Comilla"?
A
To avoid a place
B
To pass through
C
To stay permanently
D
To express disapproval
উত্তরের বিবরণ
এখানে মূল অর্থ হলো একটি নির্দিষ্ট স্থান বা পথ হয়ে গন্তব্যে পৌঁছানো। By way of একটি প্রচলিত idiom, যা মূলত ভ্রমণ বা যাতায়াতের রাস্তাকে নির্দেশ করে।
-
By way of (Idiom)
English Meaning: so as to pass through or across / via
Bangla Meaning: পথ ঘুরে / পথে -
Correct Answer: To pass through
-
Other Options:
ক) To avoid a place → এটি উল্টো অর্থ প্রকাশ করে।
গ) To stay permanently → এটি ভুল; কারণ by way of সাময়িক গমন বোঝায়, স্থায়ী থাকা নয়।
ঘ) To express disapproval → এটি সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ, ভ্রমণের সঙ্গে সম্পর্কিত নয়। -
Example Sentences:
-
He came by way of Comilla.
-
She flew to Delhi by way of Dubai.
-
-
Source:

0
Updated: 1 day ago
Fire : Burn :: Water : ?
Created: 1 month ago
A
Ash
B
Flow
C
Fly
D
Clean
Fire : Burn :: Water : ?
Correct Answer: খ) Flow
ব্যাখ্যা:
-
Fire (আগুন) কোনো কিছু poṛāy / burn করে।
-
Water (পানি) এর সাথে একই ধরনের সম্পর্ক খুঁজতে হবে।
-
Water flows / বয়ে চলে।
-
তাই analogical relation:
Fire : Burn = Water : Flow
Options:
-
ক) Ash – ছাই; ভস্ম
-
খ) Flow – বওয়া; বয়ে চলা / যাওয়া; প্রবাহিত হওয়া ✅
-
গ) Fly – উড়া; উড়াল দেওয়া; উড়ে যাওয়া
-
ঘ) Clean – নির্মল; পরিষ্কার
Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary

0
Updated: 1 month ago
He feels happy today. Here 'feels' is -
Created: 1 day ago
A
Infinitive
B
Modal verb
C
Copulative verb
D
None of these
He feels happy today.
এখানে ‘feels’ হলো — গ) Copulative verb /Linking verb.
• ‘Feels’ এখানে একটি linking verb হিসেবে কাজ করছে কারণ এটি
subject (He) এবং adjective (happy) কে সংযুক্ত করছে।
Copulative verb সাধারণত subject-এর অবস্থা বা গুণ নির্দেশ করে।
• Linking verb/ Copulative verb:
- Linking verb বা
Copulative verb হলো সেই verb যেগুলো
subject এবং subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে।
- এরা নিজেরা কোনো action (কর্ম) প্রকাশ করে না — বরং
subject-এর অবস্থা, গুণ, পরিচয়, পরিবর্তন ইত্যাদি প্রকাশ করে।
- Linking verb-এর complement হিসেবে সাধারণত
adjective বসে।
- অবশ্যই মনে রাখতে হবে
Linking/copulative verb হচ্ছে actionless.
- Adverbs can be used before linking verbs if they describe the linking verb
and not the subject.
• Examples: The car looks fast.
- Subject এবং Subjective
Complement এর মধ্যবর্তী verb কে
Linking Verb বলে।
যেমন - be, become, look, seem, remain, appear, get,
grow etc.
- Subjective Complement বলতে বুঝায়, যা কোনো Linking Verb এর পরে বসে
Subject এর দোষ, গুণ, অবস্থা, পেশা, পদ, পদবী ইত্যাদি প্রকাশ করে।
• More examples:
- My coffee remains hot.
- He became a doctor.

0
Updated: 1 day ago
The Doctor's Dilemma is -
Created: 1 month ago
A
play
B
novel
C
poem
D
short story
• The Doctor's Dilemma:
- এটি George Bernard Shaw রচিত একটি drama.
- এটি একটি four-act drama.
- ১৯১১ সালে প্রথম এই play টি প্রকাশিত হয়।
- The play satirizes the medical profession and comments wryly on the general public’s inability to distinguish between personal behavior and achievement.
• George Bernard Shaw:
- তার পুরো নাম George Bernard Shaw.
- তিনি 'Modern period' এর নাট্যকার।
- George Bernard Shaw একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
- তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার পান।
- G.B. Shaw ছিলেন Fabian Society এর একজন সদস্য।
• Famous Plays of G.B. Shaw:
- Pygmalion (Romantic play),
- Major Barbara (Social satire),
- Mrs. Warren's Profession;(play),
- Arms and the Man (Romantic comedy),
- Heartbreak House;
- Caesar and Cleopatra; (play/tragedy),
- Man and Superman; (Comedy play),
- The Doctor's Dilemma; (satire drama/play, Epilogue),
- St. Joan of Arc etc.

0
Updated: 1 month ago