ঘোড়াশাল সার কারখানার উৎপাদিত সারের নাম-
A
টিএসপি
B
জিপসাম
C
এমওপি
D
ইউরিয়া
উত্তরের বিবরণ
ঘোড়াশাল সার কারখানা হলো নরসিংদী জেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সরকারি সার উৎপাদন প্রতিষ্ঠান।
-
প্রতিষ্ঠানটির পূর্ণ নাম: ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানী (জিপিএফপিএলসি)
-
পূর্বের দুটি কারখানা ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিমিটেড (ইউএফএফএল) এবং পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিমিটেড (পিইউএফএফএল) ০১-০৭-২০২১ তারিখে একীভূত হয়ে জিপিএফপিএলসি গঠিত হয়।
-
উৎপাদিত সার: ইউরিয়া
উল্লেখযোগ্য তথ্য:
-
ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিমিটেড প্রতিষ্ঠিত হয় ১৯৭০ সালে নরসিংদী জেলায়।
-
পলাশ ইউরিয়া সার কারখানা প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে নরসিংদী জেলায়।
0
Updated: 1 month ago
প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় -
Created: 1 month ago
A
ভুটান
B
যুক্তরাজ্য
C
পোল্যান্ড
D
ফ্রান্স
বাংলাদেশের স্বাধীনতার পর বিশ্বের বিভিন্ন দেশ ধাপে ধাপে দেশটিকে স্বীকৃতি প্রদান করে। এই স্বীকৃতি আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা নিশ্চিত করে।
-
১৯৭১ সালের ৬ ডিসেম্বর প্রথম দেশ হিসেবে ভুটান এবং দ্বিতীয় দেশ হিসেবে ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
-
বিশ্বের তৃতীয় দেশ ও প্রথম ইউরোপীয় দেশ হিসেবে পূর্ব জার্মানি ১৯৭২ সালের ১১ জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
-
অন্যান্য দেশগুলোর স্বীকৃতি সময়সূচি:
-
পোল্যান্ড: ১৯৭২ সালের ১২ জানুয়ারি
-
যুক্তরাজ্য: ৪ ফেব্রুয়ারি, ১৯৭২
-
ফ্রান্স: ১৪ ফেব্রুয়ারি, ১৯৭২
-
স্পেন: ১২ মে, ১৯৭২
-
0
Updated: 1 month ago
বাংলাদেশের সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনালের বিধান কোন অনুচ্ছেদে উল্লেখ আছে?
Created: 1 month ago
A
১০৩নং অনুচ্ছেদ
B
১১৭নং অনুচ্ছেদ
C
১০৮নং অনুচ্ছেদ
D
১১০নং অনুচ্ছেদ
বাংলাদেশের সংবিধানের ১১৭নং অনুচ্ছেদ অনুযায়ী, প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করার ক্ষমতা সংসদের নিকট সংরক্ষিত। এই ট্রাইব্যুনালগুলো প্রজাতন্ত্রের সরকারি কর্মচারী ও রাষ্ট্রায়ত্ত সংস্থা সম্পর্কিত বিষয়গুলোতে এখতিয়ার প্রয়োগের জন্য কার্যকর।
প্রধান তথ্যগুলো হলো:
-
প্রশাসনিক ট্রাইব্যুনাল স্থাপনের উদ্দেশ্য:
-
নবম ভাগে বর্ণিত বিষয়াদি এবং প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তিদের কর্মশর্ত ও দণ্ড সম্পর্কিত বিষয়।
-
যে কোনো রাষ্ট্রায়ত্ত উদ্যোগ বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের পরিচালনা, ব্যবস্থাপনা এবং সম্পত্তির অর্জন ও বণ্টন।
-
-
সংসদের ক্ষমতা: আইনের মাধ্যমে এক বা একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল স্থাপন করা।
অন্য সংবিধানিক প্রাসঙ্গিক অনুচ্ছেদ:
-
১০৩নং অনুচ্ছেদ: আপিল বিভাগের এখতিয়ার সংজ্ঞা।
-
১০৮নং অনুচ্ছেদ: সুপ্রিম কোর্টকে "কোর্ট অফ রেকর্ড" হিসেবে সংজ্ঞায়িত।
-
১১০নং অনুচ্ছেদ: অধস্তন আদালত থেকে হাইকোর্টে মামলা স্থানান্তর সংক্রান্ত বিধান।
0
Updated: 1 month ago
SEZ-এর পূর্ণরূপ কী?
Created: 1 month ago
A
Standard Economic Zone
B
Special Economic Zone
C
Strategic Economic Zone
D
Sustainable Economic Zone
SEZ:
- SEZ-এর পূর্ণরূপ: Special Economic Zone.
⇒ একটি দেশের নির্দিষ্টভাবে চিহ্নিত সেই সকল অঞ্চল যেগুলি দেশের আন্যান্য অঞ্চলের তুলজ অর্থনীতি ও বাণিজ্যের ক্ষেত্রে প্রচলিত সরকারী নীতি নিয়মের ব্যাপারে অধিক সুযোগ সুবিধা ভোগ করে তাদের SEZ বলে।
- উদ্দেশ্য:
(i) দেশে বিনিয়োগ বৃদ্ধি করা,
(ii) রপ্তানী বৃদ্ধি করা,
(iii) সরকারী নিয়মনীতির জটিলত নেই বলে বিনিয়োগকারীদের উৎসাহ বোধ করা।
(iv) উৎপাদনমূলক ও পরিষেবামূলক শিল্পে সুলঙ্গে আন্তর্জাতিক গুণমানের পণ্য উৎপাদন করা।
(v) সহজে বৈদেশিক মুদ্রা অর্জন করা ও দেশের অর্থনৈতি উন্নতি তরান্বিত করা।
0
Updated: 1 month ago