স্বর্ণা সার আবিষ্কার করেন কে?
A
ড. আনোয়ার হোসেন
B
ড. আব্দুল খালেক
C
ড. মোবারক আহমেদ খান
D
ড. মাকসুদুল আলম
উত্তরের বিবরণ
স্বর্ণা সার হলো একটি জৈব সার, যা কৃষিতে উদ্ভিদের বৃদ্ধি ও ফলন বৃদ্ধিতে ব্যবহৃত হয়।
-
বৈজ্ঞানিক নাম: ফাইটা হারমোন ইনডিউসার
-
আবিষ্কারক: ড. সৈয়দ আব্দুল খালেক, ১৯৮৭ সালে
-
পেটেন্টপ্রাপ্ত: ১৯৯৩ সালে
উল্লেখযোগ্য অন্যান্য গবেষণা:
-
ড. মোবারক আহমেদ খান, ২০০৮ সালে পাট থেকে ঢেউটিন তৈরির পদ্ধতি আবিষ্কার করেন।
-
ড. মাকসুদুল আলম পাটের জিনোম আবিষ্কার করেন।
0
Updated: 1 month ago
যদি একটি দল টানা দুইটি জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়, তাহলে কী হবে?
Created: 1 month ago
A
সতর্কবার্তা দেওয়া হবে
B
নিবন্ধন স্থগিত হবে
C
নিবন্ধন বাতিল হবে
D
আর্থিক জরিমানা হবে
বাংলাদেশে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের কারণ হলো:
-
দলের গঠনতন্ত্র অনুযায়ী সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কমিটি কর্তৃক দলকে বিলুপ্ত ঘোষণা করা হলে, অথবা নিবন্ধন বাতিলের জন্য দলের প্রধান ও সাধারণ সম্পাদক/মহাসচিবদের সমপর্যায়ের পদাধিকারী কর্তৃক আবেদন করা হলে।
-
সরকার কর্তৃক দল নিষিদ্ধ ঘোষিত হলে।
-
কমিশনে প্রেরিত কোনো তথ্য পরপর তিন বছর প্রেরণ করতে ব্যর্থ হলে।
-
দলটি পরপর দুইটি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করলে।
0
Updated: 1 month ago
বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তন করা হয় কত সালে?
Created: 1 month ago
A
১৯৭৫ সালে
B
১৯৬০ সালে
C
১৯৫৫ সালে
D
১৯৮০ সালে
বাংলা একাডেমি পুরস্কার ১৯৬০ সালে প্রবর্তিত হয় এবং এটি বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য প্রদত্ত সম্মাননা। পুরস্কারটি সাহিত্যের বিভিন্ন শাখায় বিশিষ্ট ব্যক্তি ও গবেষকদের উৎসাহিত করার জন্য প্রদত্ত হয়।
-
কবিতা: মাসুদ খান
-
নাটক ও নাট্যসাহিত্য: শুভাশিস সিনহা
-
প্রবন্ধ/গদ্য: সলিমুল্লাহ খান
-
বিজ্ঞান: রেজাউর রহমান
-
অনুবাদ: জি এইচ হাবিব
-
গবেষণা: মুহম্মদ শামজাহান মিয়া
-
ফোকলোর: সৈয়দ জামিল আহমেদ
উৎস:
0
Updated: 1 month ago
নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হন কে?
Created: 1 month ago
A
শহিদ জামিল
B
শহিদ নূর হোসেন
C
শহিদ আসাদ
D
শহিদ মোস্তফা
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ আন্দোলন।
-
জেনারেল এরশাদের শাসনকাল ছিল ৯ বছর।
-
১৯৯০ সালে, উত্তাল ও রক্তাক্ত সপ্তাহে সেনাবাহিনী ও পুলিশের হাতে ৭০ জনের বেশি মানুষ নিহত হন।
-
নূর হোসেন এই আন্দোলনের একজন শহিদ।
-
নূর হোসেনের শহিদত্বের তিন বছর আগে ১৯৮৭ সালে এক গণআন্দোলন কঠোরভাবে দমন করা হয়।
-
১৯৮৭ সালের ১০ নভেম্বর, গণতন্ত্রের দাবিতে বুকে-পিঠে শ্লোগান লিখে রাস্তায় নামা নূর হোসেন পুলিশের গুলিতে শহিদ হন।
-
তাঁর লেখা শ্লোগান ছিল:
-
বুকে: "স্বৈরাচার নীপাত যাক"
-
পিঠে: "গণতন্ত্র মুক্তি পাক"
-
-
১৯৯০ সালের ৬ ডিসেম্বর, তীব্র গণআন্দোলনের ফলে জেনারেল এরশাদের ৯ বছরের শাসন শেষ হয়।
0
Updated: 1 month ago