নিচের কোনটি বাংলাদেশের তফসিলভুক্ত বিশেষায়িত ব্যাংক?
A
জনতা ব্যাংক
B
রুপালী ব্যাংক
C
বাংলাদেশ কৃষি ব্যাংক
D
অগ্রণী ব্যাংক
উত্তরের বিবরণ
• তালিকাভুক্ত (Scheduled) ব্যাংক
- বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ অনুযায়ী ব্যাংকগুলো তালিকাভুক্ত থাকে।
- মোট তালিকাভুক্ত ব্যাংক: ৬২টি। [মে, ২০২৫]
• বিশেষায়িত ব্যাংক (SDBs): মোট ৩টি।
- বাংলাদেশ কৃষি ব্যাংক,
- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক,
- প্রবাসী কল্যাণ ব্যাংক।
অপরদিকে,
- রুপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক এগুলো রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক।
• ব্যক্তিমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক (PCBs):
- মোট: ৪৩টি।
- প্রচলিত পদ্ধতির ব্যাংক: ৩৩টি (সুদ ভিত্তিক)।
- ইসলামি শরিয়াভিত্তিক ব্যাংক: ১০টি (লাভ-লোকসান ভাগাভাগির ভিত্তিতে পরিচালিত)
- ডিজিটাল বাণিজ্যিক ব্যাংক: মোট: ১টি।
- অবস্থা: এখনও বাণিজ্যিক কার্যক্রমের অনুমতি পায়নি
- বিদেশি বাণিজ্যিক ব্যাংক (FCBs): মোট: ৯টি।
• বাংলাদেশে বর্তমানে ৫টি অতালিকাভুক্ত ব্যাংক রয়েছে:
- আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক,
- কর্মসংস্থান ব্যাংক,
- গ্রামীণ ব্যাংক,
- জুবিলি ব্যাংক,
- পল্লী সঞ্চয় ব্যাংক।

0
Updated: 1 day ago
চতুর্দশ সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত করা হয়?
Created: 5 days ago
A
৬৫ বছর
B
৬৬ বছর
C
৬৭ বছর
D
৬৮ বছর
চতুর্দশ সংশোধনী বাংলাদেশের সংবিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে, যা বিচার, সংসদীয় নারী প্রতিনিধিত্ব এবং সরকারি প্রথার ক্ষেত্রে প্রভাব ফেলে।
প্রধান তথ্যগুলো হলো:
-
চতুর্দশ সংশোধনী আইন ২০০৪ সালের ১৬ মে সংসদে পাস হয়।
-
সংবিধানে বিভিন্ন বিধান সংযোজন করা হয়। উল্লেখযোগ্য বিষয়গুলো:
-
সংসদে সংরক্ষিত নারী আসন ৩০ থেকে ৪৫ এ বৃদ্ধি করা হয়, যা পরবর্তী দশ বছর বলবৎ থাকবে।
-
সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স ৬৫ থেকে ৬৭ বছর বৃদ্ধি করা হয়।
-
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি তাদের স্ব স্ব কার্যলয়সহ সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসে প্রদর্শন বাধ্যতামূলক করা হয়।
-

0
Updated: 5 days ago
বাংলাদেশে মূল্য সংযোজন কর চালু হয় কবে থেকে?
Created: 1 day ago
A
১৯৯১ সালে
B
১৯৯৫ সালে
C
১৯৯৬ সালে
D
১৯৮৯ সালে
মূল্য সংযোজন কর:
- কোন পণ্য বা সেবার ক্ষেত্রে তার উৎপাদন ও বণ্টনের প্রতিটি পর্যায় শেষে সংযোজিত মূল্যের ওপর শতকরা হারের কর।
- বাংলাদেশে মূল্য সংযোজন কর একটি পরোক্ষ কর।
- মূল্য সংযোজন কর চালু হয় ১ জুলাই ১৯৯১ সালে।
- সকল পন্য ও সেবার উপর ১৫% মূল্য সংযোজন কর আরোপ হয়।
- আমদানি ও সরবরাহের ক্ষেত্রে মূল্য সংযোজন কর ১৫%।
- পন্য বা সেবার সর্বশেষ ভোক্তা মূল্য সংযোজন কর দাতা।
- রপ্তানির ক্ষেত্রে মূল্য সংযোজন কর ০%।

0
Updated: 1 day ago
মারমা জাতিগোষ্ঠী গ্রামকে তাদের ভাষায় কী বলে?
Created: 1 week ago
A
রোয়া
B
পুঞ্জি
C
রোয়াজা
D
কার্বারি
মারমা
-
বাংলাদেশের পার্বত্য অঞ্চলের নৃগোষ্ঠীগুলোর মধ্যে জনসংখ্যার দিক থেকে মারমাদের অবস্থান দ্বিতীয়।
-
অধিকাংশ মারমা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় বসবাস করেন। 'মারমা' শব্দটি ‘ম্রাইমা’ থেকে উদ্ভূত।
-
পার্বত্য অঞ্চলে বোমাং সার্কেলের অন্তর্ভুক্ত মারমা সমাজের প্রধান বোমাং চিফ বা বোমাং রাজা।
-
প্রত্যেক মৌজায় বিভিন্ন গ্রাম থাকে, এবং গ্রামবাসী গ্রামের প্রধান মনোনীত করে।
-
মারমারা গ্রামকে তাঁদের ভাষায় ‘রোয়া’ এবং গ্রামের প্রধানকে ‘রোয়াজা’ বলে।
-
মারমাদের জীবিকার প্রধান উপায় কৃষি, এবং তাদের চাষাবাদের প্রধান পদ্ধতি জুম।
-
মারমারা বৌদ্ধ ধর্মাবলম্বী এবং এই ধর্মের অনুষ্ঠানাদি উদযাপন করে।
তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ৮ম শ্রেণি।

0
Updated: 1 week ago