নিচের কোনটি বাংলাদেশের তফসিলভুক্ত বিশেষায়িত ব্যাংক?
A
জনতা ব্যাংক
B
রুপালী ব্যাংক
C
বাংলাদেশ কৃষি ব্যাংক
D
অগ্রণী ব্যাংক
উত্তরের বিবরণ
বাংলাদেশে ব্যাংক খাতকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়েছে, যার মধ্যে তালিকাভুক্ত ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, ব্যক্তিমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিদেশি ব্যাংক এবং অতালিকাভুক্ত ব্যাংক উল্লেখযোগ্য।
-
তালিকাভুক্ত (Scheduled) ব্যাংক:
-
বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ অনুযায়ী ব্যাংকগুলো তালিকাভুক্ত থাকে।
-
মোট তালিকাভুক্ত ব্যাংক: ৬২টি (মে, ২০২৫ অনুযায়ী)।
-
-
বিশেষায়িত ব্যাংক (SDBs): মোট ৩টি
-
বাংলাদেশ কৃষি ব্যাংক
-
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
-
প্রবাসী কল্যাণ ব্যাংক
-
-
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক:
-
উদাহরণ: রুপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক
-
-
ব্যক্তিমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক (PCBs): মোট ৪৩টি
-
প্রচলিত পদ্ধতির ব্যাংক: ৩৩টি (সুদ ভিত্তিক)
-
ইসলামি শরিয়াভিত্তিক ব্যাংক: ১০টি (লাভ-লোকসান ভাগাভাগির ভিত্তিতে পরিচালিত)
-
ডিজিটাল বাণিজ্যিক ব্যাংক: ১টি, যা এখনও বাণিজ্যিক কার্যক্রমের অনুমতি পাননি
-
-
বিদেশি বাণিজ্যিক ব্যাংক (FCBs): মোট ৯টি
-
অতালিকাভুক্ত ব্যাংক: বাংলাদেশে বর্তমানে ৫টি
-
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক
-
কর্মসংস্থান ব্যাংক
-
গ্রামীণ ব্যাংক
-
জুবিলি ব্যাংক
-
পল্লী সঞ্চয় ব্যাংক
-
0
Updated: 1 month ago
’তথ্য অধিকার আইন’ কত সালে পাস হয়?
Created: 1 month ago
A
২০১১ সালে
B
২০০৭ সালে
C
২০০৯ সালে
D
২০১৩ সালে
তথ্য অধিকার আইন, ২০০৯ বাংলাদেশের জনগণের তথ্য অধিকার নিশ্চিত এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার উদ্দেশ্যে প্রণীত একটি গুরুত্বপূর্ণ আইন।
-
আইনটি ৬ এপ্রিল, ২০০৯ তারিখে পাশ হয়।
-
এ আইনকে তথ্য অধিকার আইন, ২০০৯ নামে অভিহিত করা হয়েছে।
-
আইন অনুযায়ী—
-
ধারা ৮, ২৪ এবং ২৫ ব্যতীত অন্যান্য ধারা ২০ অক্টোবর, ২০০৮ থেকে কার্যকর বলে গণ্য হবে।
-
ধারা ৮, ২৪ এবং ২৫ ধারা ১ জুলাই, ২০০৯ থেকে কার্যকর হবে।
-
উৎস:
0
Updated: 1 month ago
বাংলাদেশের জাতীয় সংসদের ১নং সংসদীয় আসন কোন জেলায় অবস্থিত?
Created: 1 month ago
A
পঞ্চগড়-১
B
গাইবান্ধা-১
C
নড়াইল-১
D
রংপুর-১
বাংলাদেশের জাতীয় সংসদের আসনসংক্রান্ত তথ্য
-
মোট আসন: ৩৫০ টি
-
প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আসন: ৩০০ টি
-
মহিলাদের জন্য সংরক্ষিত আসন: ৫০ টি
-
-
১নং আসন: পঞ্চগড়-১
-
বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি: প্রতিটি জেলায় মাত্র একটি সংসদীয় আসন
-
৩০০নং আসন: বান্দরবান
-
0
Updated: 1 month ago
বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত কোনটি? [আগস্ট,২০২৫]
Created: 1 month ago
A
তৈরী পোশাক শিল্প
B
চামড়াজাত পণ্য
C
কৃষি পণ্য
D
পাটজাত পণ্য
বাংলাদেশের রপ্তানি খাতের মধ্যে পোশাক শিল্প শীর্ষে থাকলেও চামড়া ও চামড়াজাত পণ্য খাতও গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং সম্প্রতি উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
-
দেশের প্রধান রপ্তানি খাত: পোশাক শিল্প
-
দ্বিতীয় প্রধান রপ্তানি খাত: চামড়া ও চামড়াজাত পণ্য
-
গত জুলাই মাসে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে রপ্তানি আয়: ১২ কোটি ৭৪ লাখ ডলার
-
একই মাসের আগের বছরের রপ্তানি আয় ছিল ৯ কোটি ৮২ লাখ ডলার
-
এই খাতের রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ২৯.৫%
-
বাংলাদেশের চামড়াজাত পণ্যের বড় বাজার: যুক্তরাষ্ট্র
0
Updated: 1 month ago