পায়রা সমুদ্র বন্দর দেশের কততম সমুদ্র বন্দর?
A
প্রথম
B
দ্বিতীয়
C
চতুর্থ
D
তৃতীয়
উত্তরের বিবরণ
পায়রা বন্দর বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর এবং এটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রাবনাবাদ চ্যানেলের তীরে অবস্থিত।
-
কার্যক্রম শুরু: ১৩ আগস্ট ২০১৬ সালে সীমিত পরিসরে
-
নিয়মিত কার্যক্রম: সেপ্টেম্বর ২০১৯ থেকে কয়লা ও অন্যান্য পণ্যবাহী জাহাজ বন্দরে আগমন শুরু
-
মাস্টার প্ল্যান: নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান রয়েল হাসকনিংডিএইচভি কর্তৃক প্রস্তুত
-
মূল খনন (ক্যাপিটাল ড্রেজিং): রাবনাবাদ চ্যানেলে চলছে
উল্লেখ্য, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান সামুদ্রিক বন্দর, যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত।
-
ইংরেজ শাসনের শুরুতে ইংরেজ ও দেশীয় ব্যবসায়ীরা বার্ষিক এক টাকা সেলামি প্রদানের বিনিময়ে নিজ ব্যয়ে কর্ণফুলী নদীতে কাঠের জেটি নির্মাণ করেন
-
১৮৬০ খ্রিস্টাব্দে প্রথম দুটি অস্থায়ী জেটি নির্মিত হয়
-
১৯৫৪ সালের ২০শে... (তথ্য অসম্পূর্ণ, তবে এরপরের ইতিহাস অনুযায়ী বন্দর উন্নয়ন ও সম্প্রসারণ শুরু হয়)
0
Updated: 1 month ago
বাংলাদেশের সংবিধানে সর্বশেষ কততম সংশোধনী আনা হয়েছে?
Created: 1 month ago
A
১৫তম
B
১৬তম
C
১৭তম
D
১৮তম
বাংলাদেশের সংবিধান সর্বমোট ১৭ বার সংশোধিত হয়েছে।
বাংলাদেশের সংবিধান সম্পর্কিত তথ্য:
-
সংবিধান গণপরিষদে গৃহীত হয় ১৯৭২ সালের ৪ নভেম্বর।
-
সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
সংবিধান সংশোধন:
-
সংবিধান ১৭ বার সংশোধিত হয়েছে।
-
এর মধ্যে চারটি সংশোধনী সুপ্রিম কোর্ট দ্বারা বাতিল করা হয়েছে।
-
১৭টি সংশোধনীর মধ্যে সরকারের সময়কাল অনুসারে বণ্টন:
-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: ৪ বার
-
জিয়াউর রহমান: ২ বার
-
এরশাদ: ৪ বার
-
শেখ হাসিনার সরকার: ৩ বার
-
খালেদা জিয়ার সরকার: ৪ বার
-
বিশেষ উল্লেখ:
-
১৯৭৩ সালের ১৫ জুলাই সংসদে সংবিধানের ১ম সংশোধনী পাশ হয়।
-
সর্বশেষ, সপ্তদশ সংশোধনী পাস হয় ২০১৮ সালের ৮ জুলাই।
0
Updated: 1 month ago
রবার্ট ক্লাইভ কত সালে দ্বৈতশাসন ব্যবস্থা প্রবর্তন করেন?
Created: 1 month ago
A
১৭৬২ সালে
B
১৭৬৩ সালে
C
১৭৬৫ সালে
D
১৭৬৭ সালে
দ্বৈতশাসন ব্যবস্থা ১৭৬৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর রবার্ট ক্লাইভ প্রবর্তন করেন। এই ব্যবস্থায় রাজস্ব প্রশাসন এবং দেশের রক্ষার দায়িত্ব কোম্পানির হাতে থাকলেও, প্রশাসন ও বিচার বিভাগের দায়িত্ব নবাবের ওপর অর্পিত ছিল। দায়িত্ব বিভাজনের ফলে বাংলার জনজীবনে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অবাধ লুণ্ঠন এবং যথেচ্ছভাবে রাজস্ব আদায়ের কারণে গ্রাম্যজীবন ধ্বংসের দিকে ধাবিত হয়, এবং নবাবের হাতে পর্যাপ্ত অর্থ না থাকার কারণে প্রশাসন পরিচালনায় ব্যর্থ হন।
-
দ্বৈতশাসনে রাজস্ব প্রশাসন ও দেশ রক্ষার দায়িত্ব কোম্পানির হাতে এবং প্রশাসন ও বিচার নবাবের হাতে ছিল।
-
দায়িত্বহীনতার কারণে বাংলার জনজীবনে অরাজকতা দেখা দেয়।
-
অবাধ লুণ্ঠন ও অত্যাচারের কারণে গ্রাম্যজীবন ধ্বংস হয়।
-
নবাবের হাতে পর্যাপ্ত অর্থ না থাকার ফলে প্রশাসন পরিচালনায় ব্যর্থতা।
-
সারাদেশে বিশৃঙ্খলা ও অনিয়ম শুরু হয়।
-
এই পরিস্থিতিতে ১৭৭২ সালে ওয়ারেন হেস্টিংস দ্বৈতশাসন ব্যবস্থা রহিত করেন।
উৎস:
0
Updated: 1 month ago
কত সালে বাংলাদেশ টেলিভিশন রাষ্ট্রীয় টিভি চ্যানেলে পরিণত হয়?
Created: 1 month ago
A
১৯৭১ সালে
B
১৯৭১ সালে
C
১৯৭৩ সালে
D
১৯৭৪ সালে
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)
-
বাংলাদেশ টেলিভিশন বাংলাভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন।
-
১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর একটি পাইলট প্রকল্প হিসেবে যাত্রা শুরু।
-
১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশ (পি.ও নং-১১৫) অনুযায়ী রাষ্ট্রীয় টিভি চ্যানেল হিসেবে নামকরণ করা হয়।
-
১৯৭৫ সালের ৯ ফেব্রুয়ারি বিটিভি স্থানান্তরিত হয় রামপুরার নিজস্ব টিভি ভবনে।
-
১৯৮০ সালে শুরু হয় রঙিন সম্প্রচার।
-
সম্প্রচার সুবিধার জন্য বর্তমানে রয়েছে ১৪টি উপকেন্দ্র/রিলে কেন্দ্র।
উল্লেখযোগ্য তথ্য:
-
বিদেশে সম্প্রচার শুরু করার লক্ষ্যে ১১ এপ্রিল ২০০৪ সালে চালু হয় বিটিভি ওয়ার্ল্ড।
-
২০১২ সালের ৫ নভেম্বর থেকে বিটিভির অনুষ্ঠান টেরিস্ট্রিয়াল এবং স্যাটেলাইটের মাধ্যমে ২৪ ঘণ্টা সম্প্রচার করা হচ্ছে।
-
২০১৩ সাল থেকে আইপিটিভি, মোবাইল টিভি ও ওয়েবটিভি এর মাধ্যমে দেশে ও বিদেশে অনুষ্ঠান দেখার সুযোগ প্রদান করা হচ্ছে।
0
Updated: 1 month ago