দেশের প্রথম অর্গানিক চা উৎপাদন শুরু হয় কোন জেলায়?
A
কুড়িগ্রাম
B
পঞ্চগড়
C
মৌলভীবাজার
D
সিলেট
উত্তরের বিবরণ
অর্গানিক চা:
- অর্গানিক বা ভেষজ চা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কোনোরকম ক্ষতিকর রাসায়নিক ও কৃত্রিম উপাদান ছাড়া উৎপাদন প্রক্রিয়া।
- অর্গানিক চা চাষে রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহৃত হয় না।
- বাংলাদেশে পঞ্চগড় জেলার তেতুঁলিয়ায় সর্বপ্রথম অর্গানিক চায়ের চাষ শুরু হয়।
- ২০০০ সালে কাজী অ্যান্ড কাজী টি এস্টেটে চায়ের আবাদ শুরু হয়।
- উৎপাদন শুরু হয় ২০০৪ সালে।
- বর্তমানে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলায় ক্ষুদ্র ও বৃহৎ পরিসরে অর্গানিক চায়ের চাষ হচ্ছে।
উল্লেখ্য,
- দেশে বর্তমানে নিবন্ধিত চা বাগান ১৭০ টি। [আগস্ট,২০২৫]
- মৌলভীবাজার জেলায় অবস্থিত ৯০টি চা বাগান,
- সিলেট জেলায় অবস্থিত ১৯টি চা বাগান,
- পঞ্চগড় জেলায় অবস্থিত ১০ টি চা বাগান,
- রাঙ্গামাটি জেলায় অবস্থিত ০২টি
উৎস: প্রথম আলো ও জাতীয় তথ্য বাতায়ন।

0
Updated: 1 day ago
উত্তরা ইপিজেড কোথায় অবস্থিত?
Created: 1 day ago
A
রংপুর
B
নীলফামারী
C
ঢাকা
D
খুলনা
• উত্তরা ইপিজেড:
- এটি একমাত্র কৃষি ভিত্তিক ইপিজেড।
- উত্তরা ইপিজেড নীলফামারী জেলার সদর উপজেলার সংগলশী ইউনিয়নে অবস্থিত।
- প্রতিষ্ঠা জুলাই, ১৯৯৯ এবং উদ্বোধন জুলাই, ২০০১।
- বাংলাদেশের প্রথম ইপিজেড হলো চট্টগ্রাম ইপিজেড,
- এটি ১৯৮৩ সালে যাত্রা শুরু করে।
- দ্বিতীয় ইপিজেড হলো ঢাকা ইপিজেড, এটি ঢাকার সাভারে অবস্থিত।
- বাংলাদেশে বর্তমানে মোট ৮টি সরকারি ইপিজেড রয়েছে।
- যথা: চট্টগ্রাম, ঢাকা, মোংলা, কুমিল্লা, ঈশ্বরদী, উত্তরা, আদমজী ও কর্ণফুলী ইপিজেড।

0
Updated: 1 day ago
বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশী পরিচয়ে পরিচিত হবেন - সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে?
Created: 5 days ago
A
৫নং
B
৬নং
C
৭নং
D
৯নং
বাংলাদেশের সংবিধানের ৬নং অনুচ্ছেদ অনুযায়ী, দেশের জনগণ জাতি হিসেবে বাঙালী এবং নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন।
অন্য অনুচ্ছেদসমূহের সংক্ষিপ্ত বিবরণ:
-
অনুচ্ছেদ ৫: রাজধানী সংক্রান্ত বিধান।
-
অনুচ্ছেদ ৭: সংবিধানের প্রাধান্য নিশ্চিতকরণ।
-
অনুচ্ছেদ ৯: জাতীয়তাবাদ সম্পর্কিত বিধান।

0
Updated: 5 days ago
২০২৬ ফুটবল বিশ্বকাপে কয়টি দল অংশগ্রহণ করবে?
Created: 2 weeks ago
A
৪৮টি
B
৪২টি
C
৩২টি
D
২৬টি
২০২৬ ফিফা বিশ্বকাপ – প্রধান তথ্য
-
আয়োজক দেশ: কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র (প্রথমবার তিনটি দেশে অনুষ্ঠিত হবে)।
-
অংশগ্রহণকারী দল: ৪৮টি দেশ।
-
নকআউট পর্ব: ৩২ দল নিয়ে শুরু হবে (প্রথমবার)।
-
সময়সীমা: ৩০-৩২ দিনের পরিবর্তে হবে ৩৯ দিন।
-
ম্যাচ সংখ্যা: ৬৪ থেকে বেড়ে ১০৪টি ম্যাচ।
-
উদ্বোধন: ১১ জুন ২০২৬, আজতেকা স্টেডিয়াম (মেক্সিকো)।
-
ফাইনাল: ১৯ জুলাই ২০২৬, মেটলাইফ স্টেডিয়াম (নিউ জার্সি, যুক্তরাষ্ট্র)।
-
ফিফা সভাপতি (মে ২০২৫): জিয়ান্নি ইনফান্তিনো।
ভবিষ্যৎ বিশ্বকাপ আয়োজন
-
২০৩০ ফিফা বিশ্বকাপ
-
মূল আয়োজক: মরক্কো, স্পেন ও পর্তুগাল।
-
বিশেষ আয়োজন: শতবর্ষ উপলক্ষে একটি করে ম্যাচ হবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে।
-
বৈশিষ্ট্য: প্রথমবারের মতো তিন মহাদেশে আয়োজন।
-
-
২০৩৪ ফিফা বিশ্বকাপ
-
আয়োজক: সৌদি আরব।
-
আসর সংখ্যা: ২৫তম বিশ্বকাপ।
-
উৎস: ফিফা ওয়েবসাইট, প্রথম আলো।

0
Updated: 2 weeks ago