অর্গানিক চা বা ভেষজ চা হলো সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে উৎপাদিত চা, যেখানে কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক বা কৃত্রিম উপাদান ব্যবহার করা হয় না। অর্গানিক চা চাষে রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহৃত হয় না।
-
বাংলাদেশে অর্গানিক চায়ের চাষ শুরু হয় পঞ্চগড় জেলার তেতুঁলিয়ায়
-
২০০০ সালে কাজী অ্যান্ড কাজী টি এস্টেটে চায়ের আবাদ শুরু হয়
-
উৎপাদন কার্যক্রম শুরু হয় ২০০৪ সালে
-
বর্তমানে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলায় ক্ষুদ্র ও বৃহৎ পরিসরে অর্গানিক চায়ের চাষ হচ্ছে
উল্লেখ্য, দেশে বর্তমানে নিবন্ধিত চা বাগানের সংখ্যা: ১৭০টি (আগস্ট, ২০২৫ অনুযায়ী)
-
মৌলভীবাজার জেলায়: ৯০টি চা বাগান
-
সিলেট জেলায়: ১৯টি চা বাগান
-
পঞ্চগড় জেলায়: ১০টি চা বাগান
-
রাঙ্গামাটি জেলায়: ২টি চা বাগান