উড়োজাহাজের গতি নির্ণয়াক যন্ত্র-
A
ক্রনোমিটার
B
ট্যাকোমিটার
C
হাইগ্রোমিটার
D
ওডোমিটার
উত্তরের বিবরণ
উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র - ট্যাকোমিটার।
- সমুদ্রের দ্রাঘিমা পরিমাপক যন্ত্র - ক্রনোমিটার।
- মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র - ওডোমিটার।
- বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র - হাইগ্রোমিটার।
উৎস: ব্রিটানিকা
0
Updated: 3 months ago
কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
Created: 3 months ago
A
০° সেন্টিগ্রেড
B
১০° সেন্টিগ্রেড
C
৪° সেন্টিগ্রেড
D
১০০° সেন্ট্রিগ্রেড
পানির ঘনত্ব তাপমাত্রার পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়।
-
৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বাধিক থাকে।
-
০ ডিগ্রি সেলসিয়াসে পানি জমে বরফে রূপান্তরিত হয়।
-
১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়।
-
এই অবস্থায় পানির ঘনত্ব প্রায় ১ গ্রাম প্রতি সেন্টিমিটার ঘনত্ব (বা ১০০০ কেজি প্রতি ঘনমিটার) হয়ে থাকে।
-
১ ঘনমিটার পানির ওজন ১০০০ কেজি হয়।
-
চাপে প্রমাণ হিসাবে ৭৬০ মিমি পারদ চাপের অধীনে পানি ১০০ ডিগ্রি সেলসিয়াসে বাষ্পে রূপান্তরিত হয়।
উৎস:বিজ্ঞান, নবম-দশম শ্রেণি, বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 3 months ago
কোনো বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
Created: 3 months ago
A
খনির ভেতর
B
পাহাড়ের ওপর
C
মেরু অঞ্চলে
D
বিষুব অঞ্চলে
একটি বস্তু যত বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকৃষ্ট হয়, তাকেই ঐ বস্তুর ওজন বলা হয়। ওজন নির্ভর করে অভিকর্ষজ ত্বরণের ওপর।
অভিকর্ষজ ত্বরণ (g) যে স্থানে বেশি, সেখানে বস্তুর ওজনও তুলনামূলকভাবে বেশি হয়। মেরু অঞ্চলে g-এর মান নিরক্ষীয় অঞ্চলের তুলনায় বেশি হওয়ায়, ঐ স্থানে বস্তুগুলোর ওজনও বেশি হয়।
বিপরীতে, পৃথিবীর কেন্দ্রে g-এর মান শূন্য হওয়ায়, সেখানে কোনো বস্তুর ওজন থাকবে না, অর্থাৎ ওজন হবে শূন্য।
উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি
0
Updated: 3 months ago
জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে-
Created: 3 months ago
A
নিউক্লিয়াস
B
নিউক্লিওলাস
C
ক্রোমোজোম
D
নিউক্লিওপ্লাজম
জীবের বংশগত বৈশিষ্ট্য বহনকারী গঠন হলো ক্রোমোসোম। জীবদেহের যেসব উপাদান বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, সেগুলোকে বংশগতি বস্তু বলা হয়। এই বস্তুর প্রধান উপাদান হলো DNA।
DNA-র নির্দিষ্ট অংশ যা কোনো একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, সেটিকে জিন বলা হয়। উন্নত জীবের কোষে DNA প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে ক্রোমোসোম গঠন করে।
এই ক্রোমোসোমই জনন কোষের মাধ্যমে পরবর্তী প্রজন্মে বংশগত বৈশিষ্ট্য বহন করে নিয়ে যায়। তাই বলা হয়, ক্রোমোসোম হলো বংশগতি বস্তুর ধারক ও বাহক এবং এটিকে বংশগতির প্রধান উপাদান হিসেবে ধরা হয়।
উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 3 months ago