(xyz)0 এর মান কত?
A
0
B
xyz
C
x2
D
1
উত্তরের বিবরণ
প্রশ্ন: (xyz)0 এর মান কত?
সমাধান:
আমরা জানি, a0 = 1, যদি a ≠ 0 হয়।
∴ (xyz)0 = 1
0
Updated: 1 week ago
একটি খামারে মুরগি ও গরু একত্রে ৮০টি। কিন্তু তাদের পায়ের সংখ্যা ২২০টি। তা হলে কতটি মুরগি আছে?
Created: 1 month ago
A
৬০
B
৫০
C
৩০
D
৭০
প্রশ্ন: একটি খামারে মুরগি ও গরু একত্রে ৮০টি। কিন্তু তাদের পায়ের সংখ্যা ২২০টি। তা হলে কতটি মুরগি আছে?
সমাধান:
ধরি,
মুরগি আছে = ক টি
∴ গরু আছে = (৮০ - ক) টি
প্রশ্নমতে,
২ক + ৪(৮০ - ক) = ২২০
⇒ ২ক + ৩২০ - ৪ক = ২২০
⇒ ৩২০ - ২ক = ২২০
⇒ - ২ক = ২২০ - ৩২০
⇒ - ২ক = -১০০
⇒ ২ক = ১০০
∴ ক = ৫০
সুতরাং, মুরগি আছে ৫০টি।
0
Updated: 1 month ago
একটি শ্রেণীতে 42 জন ছাত্র আছে। তাদের মধ্যে 25 জন ইংরেজি এবং 20 জন বাংলা পড়তে পারে। যদি 10 জন ছাত্র উভয় ভাষাই পড়তে পারে, তবে কতজন ছাত্র ইংরেজি বা বাংলা কোনোটিই পড়তে পারে না?
Created: 1 month ago
A
8 জন
B
5 জন
C
7 জন
D
4 জন
প্রশ্ন: একটি শ্রেণীতে 42 জন
ছাত্র আছে। তাদের মধ্যে
25 জন ইংরেজি এবং 20 জন বাংলা পড়তে
পারে। যদি 10 জন ছাত্র উভয়
ভাষাই পড়তে পারে, তবে
কতজন ছাত্র ইংরেজি বা বাংলা কোনোটিই
পড়তে পারে না?
সমাধান:
ধরি, E হলো ইংরেজি পড়তে
পারা ছাত্রদের সেট এবং
B হলো বাংলা পড়তে পারা ছাত্রদের
সেট।
দেওয়া
আছে,
E = 25, B = 20 এবং E ∩
B = 10.
ইংরেজি
অথবা বাংলা পড়তে পারা ছাত্রদের
সেট হলো E∪B, এবং এর উপাদান
সংখ্যা:
E ∪
B = E + B - (E ∩ B)
= 25 + 20 - 10
= 35
যে সকল ছাত্র ইংরেজি
বা বাংলা কোনোটিই পড়তে পারে না,
তারা E ∪
B সেটের বাইরে অবস্থিত। সুতরাং, তাদের সংখ্যা হলো সার্বিক সেট
U থেকে E ∪
B এর উপাদান সংখ্যা বাদ দিলে পাওয়া
যায়।
সুতরাং,
নির্ণেয় ছাত্র সংখ্যা = U − (E ∪
B)
= 42 - 35
= 7
সুতরাং, 7 জন ছাত্র ইংরেজি
বা বাংলা কোনোটিই পড়তে পারে না।
0
Updated: 1 month ago
9x + 9x + 9x =
কত?
Created: 2 months ago
A
93x
B
2x + 1
C
32x + 1
D
32x
সমাধান:
দেওয়া আছে,
9x + 9x + 9x
= 9x(1 + 1 + 1)
= (32)x × 3
= 32x + 1
0
Updated: 2 months ago