"বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া-ভার,
ঐ হলো পুণ্যের যাত্রীরা খেয়া পার।" - কবিতাংশটু কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
A
সর্বহারা
B
অগ্নিবীণা
C
ভাঙার গান
D
দোলনচাঁপা
উত্তরের বিবরণ
কবিতাংশ:
"বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া-ভার, ঐ হলো পুণ্যের যাত্রীরা খেয়া পার" – কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘খেয়া পারের তরণী’ কবিতার অংশ।
কাজী নজরুল ইসলাম:
-
বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯), চুরুলিয়া গ্রাম, বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গ।
-
ডাক নাম: দুখু মিয়া।
-
বাংলা সাহিত্যে পরিচিত ‘বিদ্রোহী কবি’ নামে।
-
আধুনিক বাংলা গানের জগতে খ্যাত ‘বুলবুল’।
0
Updated: 1 month ago
কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?
Created: 1 month ago
A
দৈনিক ইনকিলাব
B
কুহেলিকা
C
সওগাত
D
ধূমকেতু
ধূমকেতু হলো কাজী নজরুল ইসলামের সম্পাদনায় প্রকাশিত একটি অর্ধসপ্তাহিক পত্রিকা, যা ১৯২২ সালে প্রকাশিত হয়। পত্রিকায় রবীন্দ্রনাথের বাণীও ছাপা হয় এবং ব্রিটিশ সরকারের নজরে আসার কারণে এর পূজা সংখ্যার একটি সংখ্যা বাজেয়াপ্ত করা হয় এবং নজরুল গ্রেফতার হন।
-
‘ধূমকেতু’ পত্রিকা
-
সম্পাদনা: কাজী নজরুল ইসলাম
-
প্রকাশের বছর: ১৯২২
-
বিশেষ ঘটনা: পূজা সংখ্যা (২৬ সেপ্টেম্বর ১৯২২) প্রকাশের পর ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত
-
উল্লেখযোগ্য প্রকাশনা: রবীন্দ্রনাথের বাণী — "আয় চলে আয় রে ধূমকেতু / আঁধারে বাঁধ অগ্নিসেতু-"
-
-
অন্য পত্রিকা
-
সওগাত: সচিত্র মাসিক, ১৩২৫ বঙ্গাব্দ (১৯১৮) অগ্রহায়ণ, সম্পাদনা: মোহাম্মদ নাসিরউদ্দীন, কলকাতা থেকে প্রকাশিত
-
দৈনিক ইনকিলাব: বাংলাদেশের জাতীয় দৈনিক, বাংলা ভাষায় প্রকাশিত, প্রথম প্রকাশক: এম এ মাওলানা আবদুল মান্নান
-
-
কাজী নজরুল ইসলাম
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ, বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম, পশ্চিমবঙ্গ
-
ডাক নাম: দুখু মিয়া
-
পরিচিতি: বাংলাদেশের জাতীয় কবি, বাংলা সাহিত্যে ‘বিদ্রোহী কবি’, আধুনিক বাংলা গানের জগতে বুলবুল নামে খ্যাত
-
-
কাজী নজরুল ইসলামের সংগীত বিষয়ক গ্রন্থ
-
চোখের চাতক
-
নজরুল গীতিকা
-
সুর সাকী
-
বনগীতি
-
-
উপন্যাস
-
বাঁধন-হারা
-
মৃত্যুক্ষুধা
-
কুহেলিকা
-
-
প্রবন্ধগ্রন্থ
-
দুর্দিনের যাত্রী
-
যুগবাণী
-
রুদ্র মঙ্গল
-
-
সম্পাদিত পত্রিকা
-
ধূমকেতু (১৯২২)
-
লাঙ্গল (১৯২৫), প্রধান পরিচালক
-
দৈনিক নবযুগ, যৌথ সম্পাদনা: নজরুল ও কমরেড মুজাফ্ফর আহমদ
-
0
Updated: 1 month ago
কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
Created: 2 months ago
A
অশ্রুমালা
B
মহাশ্মশান
C
বিরহ-বিলাপ
D
অমিয়ধারা
‘বিরহ-বিলাপ’ কাব্যগ্রন্থ
রচয়িতা: কায়কোবাদ
প্রকাশ: ১৮৭০
বিশেষত্ব: কায়কোবাদর প্রথম কাব্যগ্রন্থ
বিকল্প নাম: সমালোচকের মতে ‘বিরহ বিলাস’
বৈশিষ্ট্য:
কাব্যটি ক্ষুদ্র আকারের
কায়কোবাদ মাত্র তেরো বছর বয়সে প্রকাশ করেন
আজ প্রায় দুষ্প্রাপ্য
কায়কোবাদ (১৮৫৭–১৯৩৩)
জন্ম: ১৮৫৭, আগলা পূর্বপাড়া, নবাবগঞ্জ, ঢাকা জেলা
প্রকৃত নাম: কাজেম আল কোরেশী
সাহিত্যিক ছদ্মনাম: কায়কোবাদ
পরিচিতি:
বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম সনেট ও মহাকাব্য রচয়িতা
অতি অল্পবয়সে সাহিত্য প্রতিভা বিকশিত
রচিত কাব্যগ্রন্থ:
বিরহ-বিলাপ
অশ্রুমালা
মহাশ্মশান
শিবমন্দির
কুসুমকানন
অমিয়ধারা
শ্মশান-ভস্ম
মহরম শরীফ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 2 months ago
'দারিদ্র্য' কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
Created: 1 month ago
A
অগ্নিবীণা
B
সিন্ধু হিন্দোল
C
সাম্যবাদী
D
প্রলয় শিখা
কাজী নজরুল ইসলাম ও ‘সিন্ধু হিন্দোল’
-
‘দারিদ্র্য’ কবিতা:
-
কাব্যগ্রন্থ: সিন্ধু হিন্দোল
-
কবির লাইন:
“হে দারিদ্র্য, তুমি মোরে করেছো মহান্।
তুমি মোরে দানিয়াছ খ্রীষ্টের সম্মান।”
-
-
সিন্ধু হিন্দোল:
-
রচয়িতা: কাজী নজরুল ইসলাম
-
ধরণ: প্রেমকাব্য
-
উল্লেখযোগ্য কবিতা:
-
গোপন প্রিয়া
-
অনামিকা
-
বিদায়-স্মরণে
-
পথের স্মৃতি
-
উন্মনা
-
দারিদ্র্য
-
বাসন্তী
-
ফাল্গুনী
-
বধূ-বরণ
-
রাখী-বন্ধন
-
চাঁদনী রাতে
-
মাধবী-প্রলাপ ইত্যাদি
-
-
0
Updated: 1 month ago