"বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া-ভার,
ঐ হলো পুণ্যের যাত্রীরা খেয়া পার।" - কবিতাংশটু কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
A
সর্বহারা
B
অগ্নিবীণা
C
ভাঙার গান
D
দোলনচাঁপা
উত্তরের বিবরণ
কবিতাংশ:
"বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া-ভার, ঐ হলো পুণ্যের যাত্রীরা খেয়া পার" – কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘খেয়া পারের তরণী’ কবিতার অংশ।
কাজী নজরুল ইসলাম:
-
বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯), চুরুলিয়া গ্রাম, বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গ।
-
ডাক নাম: দুখু মিয়া।
-
বাংলা সাহিত্যে পরিচিত ‘বিদ্রোহী কবি’ নামে।
-
আধুনিক বাংলা গানের জগতে খ্যাত ‘বুলবুল’।

0
Updated: 1 day ago
"মহাশ্মশান" মহাকাব্যের রচনার পটভূমি কী?
Created: 1 month ago
A
পলাশীর যুদ্ধ
B
পানিপথের তৃতীয় যুদ্ধ
C
বক্সারের যুদ্ধ
D
ফকির বিদ্রোহ
মহাশ্মশান
-
রচয়িতা: কায়কোবাদ
-
ধরণ: মহাকাব্য
-
ঐতিহাসিক পটভূমি: তৃতীয় পানিপথের যুদ্ধ (১৭৬১)
-
বিষয়বস্তু: মহারাষ্ট্রীদের পরাজয় এবং আহমদ শাহ আবদালীর বিজয়
-
খণ্ড: তিনটি খণ্ড
-
প্রথম খণ্ড: ২৯ সর্গ
-
দ্বিতীয় খণ্ড: ২৪ সর্গ
-
তৃতীয় খণ্ড: ৭ সর্গ
-
কায়কোবাদ
-
জন্ম: ১৮৫৭, ঢাকা জেলার নবাবগঞ্জ, আগলা গ্রাম
-
মৃত্যু: ১৯৫১
-
প্রকৃত নাম: মোহাম্মদ কাজেম আল কোরেশী
-
সাহিত্যিক ছদ্মনাম: কায়কোবাদ
-
বাঙ্গালি মুসলিম কবিদের মধ্যে প্রথম সনেট রচয়িতা
-
আধুনিক বাংলাসাহিত্যের প্রথম মুসলিম কবি
-
প্রথম প্রকাশিত কাব্য: বিরহবিলাপ (১৮৭০, বয়স ১৩)
অন্যান্য কাব্যগ্রন্থ
-
কুসুম কানন
-
অশ্রুমালা
-
মহাশ্মশান
-
শিব-মন্দির

0
Updated: 1 month ago
২) 'কৃষাণের গান' কবিতার রচয়িতা কে?
Created: 1 month ago
A
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
কাজী নজরুল ইসলাম
D
জসীম উদ্দীন
কৃষাণের গান
রচয়িতা: কাজী নজরুল ইসলাম
বিষয়বস্তু:
-
কবিতাটি নজরুলের বিদ্রোহী সুর এবং শোষিত-বঞ্চিত কৃষক সমাজের প্রতি সহানুভূতির প্রকাশ।
-
এটি কৃষকদের দুর্দশা, শোষণ, এবং তাদের প্রতিরোধের আহ্বান তুলে ধরে।
-
কবিতার বিষয়বস্তু নজরুলের বিপ্লবী ও সমাজচেতনামূলক কাব্যশৈলীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
'সর্বহারা' কাব্যগ্রন্থে বিপ্লবী কবি নজরুলের কবিতা (মোট ১০টি):
১. সর্বহারা
২. কৃষাণের গান
৩. শ্রমিকের গান
৪. ধীবরদের গান
৫. ছাত্রদলের গান
৬. কাণ্ডারী হুশিয়ার
৭. ফরিয়াদ
৮. আমার কৈফিয়ত
৯. প্রার্থনা
১০. গোকুল নাগ
কৃষাণের গান (উদ্ধৃতাংশ)
ওঠ রে চাষি জগদ্বাসী ধর কষে লাঙল।
আমরা মরতে আছি – ভালো করেই মরব এবার চল॥
মোদের উঠান-ভরা শস্য ছিল হাস্য-ভরা দেশ
ওই বৈশ্য দেশের দস্যু এসে লাঞ্ছনার নাই শেষ,
ও ভাই লক্ষ হাতে টানছে তারা লক্ষ্মী মায়ের কেশ,
আজ মা-র কাঁদনে লোনা হল সাত সাগরের জল॥
ও ভাই আমরা ছিলাম পরম সুখী, ছিলাম দেশের প্রাণ
তখন গলায় গলায় গান ছিল ভাই, গোলায় গোলায় ধান,
আজ কোথায় বা সে গান গেল ভাই কোথায় সে কৃষাণ?
ও ভাই মোদের রক্ত জল হয়ে আজ ভরতেছে বোতল।
আজ চারদিক হতে ধনিক বণিক শোষণকারীর জাত
ও ভাই জোঁকের মতন শুষছে রক্ত, কাড়ছে থালার ভাত,
মোর বুকের কাছে মরছে খোকা, নাইকো আমার হাত।
আর সতী মেয়ের বসন কেড়ে খেলছে খেলা খল॥
উৎস: ‘সর্বহারা’ কাব্যগ্রন্থ

0
Updated: 1 month ago
'মা যে জননী কান্দে' কোন ধরনের রচনা?
Created: 2 months ago
A
কাব্য
B
নাটক
C
উপন্যাস
D
প্রবন্ধ
‘মা যে জননী কান্দে’ কাব্য
- ‘মা যে জননী কান্দে’ এক ধরনের গাঁথা কাব্য বা কাব্যগ্রন্থ।
- অনেকে এটিকে কাহিনী কাব্য হিসেবে চিহ্নিত করে থাকে।
-----------------
• জসীমউদ্দীন:
- কবি জসীমউদ্দীন একজন প্রখ্যাত বাঙালি কবি।
- তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন।
- তিনি বাংলাদেশে পল্লীকবি হিসেবে পরিচিত।
- কবি জসীমউদ্দীন রচিত 'নক্সী কাঁথার মাঠ' একটি বিখ্যাত গাথাকাব্য।
- এটি ১৯২৯ সালে প্রকাশিত হয়।
- E.M Millford গ্রন্থটি ''Field of the Embroidery Quilt'' শিরোনামে অনুবাদ করেন।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- বালুচর,
- রাখালী,
- নকশী কাঁথার মাঠ,
- ধানখেত,
- সোজন বাদিয়ার ঘাট,
- মাটির কান্না,
- মা যে জননী কান্দে ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago