শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস নয় কোনটি?
A
শেষ প্রশ্ন
B
শেষের পরিচয়
C
বড়দিদি
D
বিন্দুর ছেলে
উত্তরের বিবরণ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন অমর কথাশিল্পী।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত বিখ্যাত গল্পগুলো:
-
মহেশ
-
বিলাসী
-
সতী
-
রামের সুমতি
-
মামলার ফল
-
ছবি
-
বিন্দুর ছেলে ইত্যাদি
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস:
-
দেনা-পাওনা
-
বড়দিদি
-
বিরাজবৌ
-
পণ্ডিতমশাই
-
পরিণীতা
-
চন্দ্রনাথ
-
দেবদাস
-
চরিত্রহীন
-
গৃহদাহ
-
পথের দাবী
-
শেষ প্রশ্ন
-
শেষের পরিচয়
0
Updated: 1 month ago
'ইন্দ্রনাথ' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র?
Created: 1 month ago
A
শ্রীকান্ত
B
পল্লীসমাজ
C
পণ্ডিতমশাই
D
পথের দাবী
শ্রীকান্ত উপন্যাস
-
রচয়িতা: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
-
ধরণ: আত্মজৈবনিক উপন্যাস
-
প্রকাশ:
-
চারটি খণ্ডে প্রকাশিত
-
প্রথম খণ্ড: মাসিক ভারতবর্ষে (১৯১৬-১৭), শিরোনাম: শ্রীকান্তের ভ্রমণ কাহিনি, লেখকের নাম মুদ্রিত হয় “শ্রীশ্রীকান্ত শর্মা”
-
দ্বিতীয় ও তৃতীয় খণ্ডও ভারতবর্ষে প্রকাশিত
-
চতুর্থ খণ্ড: বিচিত্র পত্রিকায় প্রকাশিত
-
-
উল্লেখযোগ্য চরিত্র: শ্রীকান্ত, ইন্দ্রনাথ, রাজলক্ষ্মী
অন্যান্য সম্পর্কিত উপন্যাস:
-
পল্লীসমাজ:
-
প্রধান চরিত্র: রমা, রমেশ, বেণী, বলরাম
-
গ্রামীণ জীবনের সামাজিক ও নৈতিক দিক ফুটে উঠেছে
-
-
পণ্ডিতমশাই:
-
চরিত্র কেন্দ্র: বৃন্দাবন ও কুসুম
-
গ্রাম বাংলার পটভূমিতে মনস্তাত্ত্বিক টানাপোড়েন ও অনিশ্চয়তা চিত্রিত
-
-
পথের দাবী:
-
মূল চরিত্র: সব্যসাচী মল্লিক, ভারতী, সুমিত্রা, করুণাময়ী, বিনোদ
-
রাজনৈতিক ও সামাজিক সচেতনতার গল্প অন্তর্ভুক্ত
-
0
Updated: 1 month ago
দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন কে?
Created: 1 month ago
A
প্রমথ চৌধুরী
B
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
D
মানিক বন্দ্যোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
-
জন্ম: ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর, হুগলি জেলার দেবানন্দপুর
-
মৃত্যু: ১৯৩৮ সালের ১৬ জানুয়ারি, কলকাতা
-
পেশা ও পরিচিতি: বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী
-
রচনার বৈশিষ্ট্য:
-
পল্লীর জীবন ও সমাজের চিত্রায়ণ
-
ব্যক্তিমানুষের মন ও পল্লীর সংস্কারাচ্ছন্ন মানসিকতার সংঘাত
-
সামাজিক বৈষম্য, কুসংস্কার ও শাস্ত্রীয় অনাচারের বিরুদ্ধে উচ্চকণ্ঠ
-
-
চিত্রকর্ম: বার্মায় বসবাসকালে অঙ্কিত ‘মহাশ্বেতা’ (ওয়েল পেইন্টিং)
উল্লেখযোগ্য উপন্যাস
-
বড়দিদি
-
পরিণীতা
-
বিরাজ বৌ
-
পণ্ডিত মশাই
-
পল্লী সমাজ
-
দেবদাস
-
চরিত্রহীন
-
দত্তা
-
গৃহদাহ
-
বামুনের মেয়ে
-
দেনা পাওনা
-
পথের দাবী
-
শেষ প্রশ্ন
-
বিপ্রদাস
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago
কোনটি শরৎচন্দ্র রচিত উপন্যাস ?
Created: 1 month ago
A
ইন্দিরা
B
দেনাপাওনা
C
নৌকাডুবি
D
মালঞ্চ
‘দেনাপাওনা’ (১৯২৩) হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস।
-
কাহিনির কেন্দ্রীয় চরিত্র: জীবনানন্দ।
-
উপন্যাসটি নাট্যরূপে উপস্থাপিত হয়েছে ‘ষোড়শী’ নামে।
উল্লেখযোগ্য তথ্য:
-
‘দেনাপাওনা’ নামক ছোটগল্পের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।
-
রবীন্দ্রনাথের অন্যান্য উপন্যাস: মালঞ্চ, নৌকাডুবি।
-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস: ইন্দিরা।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৭৬-১৯৩৮):
-
জন্ম: ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর, হুগলি জেলার দেবানন্দপুরে।
-
প্রথম প্রকাশিত উপন্যাস: বড়দিদি (১৯০৭), ভারতী পত্রিকায় প্রকাশিত।
-
প্রথম প্রকাশিত গল্প: ‘মন্দির’, যার জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরস্কার লাভ।
-
রাজনৈতিক উপন্যাস: ‘পথের দাবী’ (১৯২৬), যা ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।
উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
দেনাপাওনা
-
বড়দিদি
-
বিরাজবৌ
-
পণ্ডিতমশাই
-
পরিণীতা
-
চন্দ্রনাথ
-
দেবদাস
-
চরিত্রহীন
-
গৃহদাহ
-
পথের দাবী
-
শেষ প্রশ্ন
-
শেষের পরিচয়
0
Updated: 1 month ago