কোনটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস?
A
বাঁধনহারা
B
মৃত্যুক্ষুধা
C
কুহেলিকা
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
‘বাঁধনহারা’ হলো কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস (১৯২৭)।
-
এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস, যাতে ১৮টি পত্র অন্তর্ভুক্ত।
-
কাজী নজরুল ইসলাম করাচীতে অবস্থানকালে এই উপন্যাস রচনা শুরু করেন।
-
উপন্যাসটি মুসলিম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
-
নায়ক: নুরুল হুদা
-
অন্যান্য চরিত্র: রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা প্রমুখ
-
এছাড়াও কাজী নজরুল ইসলাম মৃত্যুক্ষুধা ও কুহেলিকা নামে আরও দুটি উপন্যাস রচনা করেছেন।
0
Updated: 1 month ago
কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন?
Created: 2 months ago
A
আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে
B
ষোড়শ শতকের শেষার্ধে ও সপ্তদশ শতকের প্রথমার্ধে
C
সপ্তদশ শতকের শেষার্ধে ও সপ্তদশ শতকের প্রথমার্ধে
D
উনিশ শতকের শেষার্ধে ও বিংশ শতকের প্রথমার্ধে
কবিওয়ালা ও শায়ের
আঠার শতকের শেষ দিকে এবং উনিশ শতকের শুরুতে, কলকাতার সমাজে বড় ধরনের সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের প্রভাব পড়ে। এই পরিস্থিতিতে হিন্দু সমাজে কবিওয়ালা এবং মুসলিম সমাজে শায়ের উদ্ভব ঘটে।
প্রধান কবিওয়ালদের মধ্যে উল্লেখযোগ্য:
-
গোঁজলা গুই
-
হুরু ঠাকুর
-
এন্টনি ফিরিঙ্গি
সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
0
Updated: 2 months ago
’উজবুক’ কোন ভাষা থেকে আগত শব্দ?
Created: 1 month ago
A
আরবি ভাষা
B
ফার্সি ভাষা
C
হিন্দি ভাষা
D
তুর্কি ভাষা
বাংলা একাডেমি প্রণীত আধুনিক বাংলা অভিধান অনুসারে, ‘উজবুক’ শব্দটি তুর্কি ভাষা থেকে গৃহীত এবং এটি একটি বিশেষণ পদ। শব্দটির অর্থ হলো—
-
আহাম্মক
-
বোকা
-
নির্বোধ
তুর্কি ভাষা থেকে গৃহীত গুরুত্বপূর্ণ কিছু শব্দ
-
সওগাত
-
বাবুর্চি
-
বেগম
-
কাবু
-
কাঁচি
-
তোপ
-
কুর্নিশ
-
কোর্মা
-
চাকু
-
চোগা
-
তকমা
উৎস:
0
Updated: 1 month ago
প্রমথ চৌধুরী রচিত প্রবন্ধগ্রন্থ নয় কোনটি?
Created: 2 months ago
A
আমাদের শিক্ষা
B
নানা কথা
C
আহুতি
D
রায়তের কথা
‘আহুতি’
‘আহুতি’ প্রমথ চৌধুরী রচিত একটি গল্পগ্রন্থ, যা ১৯১৯ সালে প্রকাশিত হয়।
প্রমথ চৌধুরী
-
বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক প্রমথ চৌধুরী ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন।
-
তিনি বাংলা সাহিত্যে ইতালীয় সনেটের সূচনা করেন।
-
ফরাসি সনেটরীতি যেমন ট্রিয়লেট, তের্জারিমা ইত্যাদিও তিনিই প্রথম বাংলায় প্রচলন করেন।
-
১৯১৪ সালে তাঁর সম্পাদনায় প্রকাশিত মাসিক সবুজপত্র বাংলা চলিত গদ্যরীতির প্রতিষ্ঠায় অন্যতম প্রধান ভূমিকা রাখে। এটি তাঁর জীবনের শ্রেষ্ঠ কীর্তি হিসেবে বিবেচিত।
-
পরবর্তীতে ‘বীরবল’ ছদ্মনামে সবুজপত্র পত্রিকায় ব্যঙ্গরসাত্মক প্রবন্ধ ও গল্প লিখে বাংলা সাহিত্যে ‘বীরবলী ধারা’ সৃষ্টি করেন।
-
চলিত রীতিতে তাঁর প্রথম গদ্যরচনা ছিল ‘বীরবলের হালখাতা’, যা ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
প্রমথ চৌধুরীর গ্রন্থসমূহ
প্রবন্ধগ্রন্থ
-
নানা কথা
-
আমাদের শিক্ষা
-
রায়তের কথা
-
নানাচর্চা
-
প্রবন্ধ সংগ্রহ
-
বীরবলের হালখাতা
-
তেল নুন লকড়ি
গল্পগ্রন্থ
-
চার ইয়ারী কথা
-
আহুতি
-
নীললোহিত
-
গল্পসংগ্রহ
কাব্যগ্রন্থ
-
সনেট পঞ্চাশৎ
-
পদচারণ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago