কোনটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস?
A
বাঁধনহারা
B
মৃত্যুক্ষুধা
C
কুহেলিকা
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
‘বাঁধনহারা’ হলো কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস (১৯২৭)।
-
এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস, যাতে ১৮টি পত্র অন্তর্ভুক্ত।
-
কাজী নজরুল ইসলাম করাচীতে অবস্থানকালে এই উপন্যাস রচনা শুরু করেন।
-
উপন্যাসটি মুসলিম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
-
নায়ক: নুরুল হুদা
-
অন্যান্য চরিত্র: রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা প্রমুখ
-
এছাড়াও কাজী নজরুল ইসলাম মৃত্যুক্ষুধা ও কুহেলিকা নামে আরও দুটি উপন্যাস রচনা করেছেন।

0
Updated: 1 day ago
হোমারের রচনার বঙ্গানুবাদ কোনটি?
Created: 2 weeks ago
A
ব্রজাঙ্গনা
B
হেক্টরবধ
C
মেঘনাদবধ
D
বীরঙ্গনা
‘হেক্টরবধ’
-
‘হেক্টরবধ’ (১৮৭১) হোমারের ইলিয়াড মহাকাব্যের প্রথম কয়েকটি সর্গের গদ্যে রচিত বঙ্গানুবাদ।
-
মাইকেল মধুসূদন দত্ত রচনাটি ১৮৬৭ সালে শুরু করেছিলেন, তবে অসমাপ্ত অবস্থায়ই এটি ১৮৭১ সালের ১লা সেপ্টেম্বর প্রকাশিত হয়।
-
হোমারের কোনো রচনা মূল গ্রিক ভাষা থেকে বাংলায় অনুবাদের এটিই ছিল প্রথম প্রয়াস।
-
গ্রন্থটি ভূদেব মুখোপাধ্যায়কে উৎসর্গ করা হয়েছিল।
মাইকেল মধুসূদন দত্তের অন্যান্য উল্লেখযোগ্য কাব্য
১. মেঘনাদবধ কাব্য (১৮৬১)
-
সংস্কৃত মহাকাব্য রামায়ণ এর ক্ষুদ্র ভগ্নাংশ কাহিনিকে অবলম্বন করে রচিত।
-
১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের স্বাধীনতার মন্ত্রে অনুপ্রাণিত হয়ে কবি রাবণকে নায়ক ও রামকে খলনায়ক রূপে উপস্থাপন করেন।
২. ব্রজাঙ্গনা (১৮৬১)
-
রাধাকৃষ্ণ বিষয়ক একটি গীতিকাব্য।
-
কাব্যের কবিতাগুলো ওড্ জাতীয় গীতিকবিতা।
-
এটি দুই খণ্ডে (বিরহ ও মিলন) রচনার পরিকল্পনা করেছিলেন কবি, তবে ‘মিলন’ খণ্ডটি লেখা হয়নি।
৩. বীরাঙ্গনা কাব্য
-
বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য।
-
পৌরাণিক নারীদের আধুনিক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা হয়েছে।
-
এখানে তাঁরা নিজেদের প্রণয় ও কামনা প্রকাশ করেছেন এক নবজাগরণধর্মী ভঙ্গিতে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
পূর্ববঙ্গ-গীতিকার অন্তর্ভুক্ত পালা কোনটি?
Created: 2 weeks ago
A
মলুয়া
B
দেওয়ান ভাবনা
C
কমলা
D
ভেলুয়া
“ভেলুয়া” পালা
-
“ভেলুয়া” পূর্ববঙ্গ-গীতিকার অন্তর্ভুক্ত একটি জনপ্রিয় পালা, যা পাঁচ খণ্ডে সমাপ্ত।
“ভেলুয়া” পূর্ববঙ্গ-গীতিকার অন্তর্ভুক্ত একটি জনপ্রিয় পালা, যা পাঁচ খণ্ডে সমাপ্ত।
প্রথম খণ্ড
-
শঙ্খপুরের মদন সাধুর কাঞ্চননগরযাত্রা।
-
ভেলুয়ার প্রতি অনুরাগ জন্ম এবং উভয়ের মিলন।
-
মদনের গৃহে প্রত্যাবর্তন ও বন্ধুদের কাছে হৃদয়ের কথা প্রকাশ।
-
মদনের পিতার ঘটক প্রেরণ এবং কৌলীন্যগর্বে ভেলুয়ার পিতার বিবাহপ্রস্তাব প্রত্যাখ্যান।
দ্বিতীয় খণ্ড
-
মদনের পুনরায় কাঞ্চননগরযাত্রা।
-
ভেলুয়াকে গোপনে শঙ্খপুরে নিয়ে আসা।
-
অপহরণের কারণে মদনের পিতা মুরাই সাধুর গৃহবহিষ্কার।
-
মদনের ভেলুয়াসহ রাংচাপুরে যাত্রা ও আবুরাজার দৌরাত্ম্য।
তৃতীয় ও চতুর্থ খণ্ড
-
আবুরাজার দৌরাত্ম্যের বিস্তৃত বিবরণ।
-
আবুরাজার দ্বারা ভেলুয়াকে অন্তঃপুরে আনা।
-
নির্বাসিত স্বামীর উপদেশে ভেলুয়ার হিরণ সাধুর দেশে যাত্রা।
-
হিরণের ভেলুয়ার প্রতি কুদৃষ্টি।
-
হিরণের ভগিনী মেনকার সঙ্গে ভেলুয়ার পলায়ন।
-
নদীতে জাহাজ দেখে আতঙ্কে ভেলুয়া ও মেনকার পতন, পরে এক সাধুবণিক কর্তৃক উদ্ধার।
-
হিরণের ষড়যন্ত্রে মদন বন্দী, মেনকার পরামর্শে মদনের উদ্ধার।
-
বৃদ্ধ সাধুর আশ্রয় থেকে আবুরাজার পুনরায় ভেলুয়া অপহরণ ও অন্তঃপুরে আবদ্ধকরণ।
পঞ্চম খণ্ড
-
চৌগঙ্গায় মদনের আত্মীয়স্বজনের সহায়তায় ভেলুয়ার উদ্ধার।
-
ভেলুয়া ও মদনের বিবাহ।
-
আবুরাজার উপযুক্ত শাস্তি প্রদান।
পূর্ববঙ্গ-গীতিকার অন্যান্য পালা
-
নিজাম ডাকাতের পালা
-
কাফন চোরা
-
চৌধুরীর লড়াই
-
আয়না বিবি
-
ভেলুয়া ইত্যাদি
নিজাম ডাকাতের পালা
কাফন চোরা
চৌধুরীর লড়াই
আয়না বিবি
ভেলুয়া ইত্যাদি
মৈমনসিংহ-গীতিকার অন্তর্ভুক্ত পালা
-
মলুয়া
-
দেওয়ান ভাবনা
-
কমলা
মলুয়া
দেওয়ান ভাবনা
কমলা
উৎস: “ভেলুয়া” পালা, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
হুমায়ুন আজাদ রচিত কাব্যগ্রন্থ কোনটি?
Created: 2 weeks ago
A
কাফনে মোড়া অশ্রুবিন্দু
B
বাতাসে লাশের গন্ধ
C
বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
D
বন্দী শিবির থেকে
‘কফিনে মোড়া অশ্রুবিন্দু’
-
রচয়িতা: হুমায়ূন আজাদ
-
এটি একটি কাব্যগ্রন্থ, প্রকাশিত ১৯৯৮ সালে।
হুমায়ূন আজাদ
-
জন্ম: ২৮ এপ্রিল ১৯৪৭, রাড়িখাল, বিক্রমপুর
-
পেশা: কবি, ঔপন্যাসিক, গল্পকার, গবেষক, ভাষাবিজ্ঞানী
-
প্রকাশিত প্রথম কাব্য: অলৌকিক ইস্টিমার (১৯৭৩)
-
দ্বিতীয় কাব্যগ্রন্থ: জ্বলো চিতাবাঘ (১৯৮৩)
হুমায়ূন আজাদ রচিত অন্যান্য কাব্যগ্রন্থ
-
অলৌকিক ইস্টিমার
-
জ্বলো চিতাবাঘ
-
যতোই গভীরে যাই মধু
-
যতোই উপরে যাই নীল
-
সবকিছু নষ্টদের অধিকারে যাবে
-
কফিনে মোড়া অশ্রুবিন্দু ইত্যাদি
অন্যান্য সমসাময়িক কাব্যগ্রন্থ
-
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ: বাতাসে লাশের গন্ধ
-
শামসুর রাহমান: বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, বন্দী শিবির থেকে
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 2 weeks ago