'রাজলক্ষ্মী' - কোন উপন্যাসের চরিত্র?
A
দেনা পাওনা
B
শ্রীকান্ত
C
গৃহদাহ
D
চরিত্রহীন
উত্তরের বিবরণ
‘শ্রীকান্ত’ হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি আত্মজৈবনিক উপন্যাস।
-
উপন্যাসের বিখ্যাত কিশোর চরিত্র হলো ইন্দ্রনাথ।
-
শ্রীকান্ত উপন্যাসটি চারটি খণ্ডে প্রকাশিত হয়।
-
প্রথম খণ্ড: মাসিক ‘ভারতবর্ষ’ (১৯১৬-১৭), শিরোনাম ‘শ্রীকান্তের ভ্রমণ কাহিনি’, লেখকের নাম মুদ্রিত হয় ‘শ্রীশ্রীকান্ত শর্মা’।
-
দ্বিতীয় ও তৃতীয় খণ্ডও মাসিক ‘ভারতবর্ষ’-এ প্রকাশিত হয়।
-
চতুর্থ খণ্ড: প্রকাশিত হয় ‘বিচিত্র’ পত্রিকায়।
-
উল্লেখযোগ্য চরিত্র:
-
শ্রীকান্ত
-
ইন্দ্রনাথ
-
রাজলক্ষ্মী
-
অন্নদিদি
-
অভয়া
0
Updated: 1 month ago
‘আবেগ’ কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
Created: 1 month ago
A
বিশেষণ
B
ক্রিয়াবিশেষণ
C
পদ
D
অব্যয়
বাংলা ভাষায় ‘আবেগ’ পদ-এর অন্তর্ভুক্ত।
পদ হলো বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু। অন্যভাবে বলা যায়, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, তখন তার নাম হয় পদ।
বাক্যের অন্তর্গত এসব পদকে মোট আটটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। সেগুলো হলো—
-
বিশেষ্য
-
সর্বনাম
-
বিশেষণ
-
ক্রিয়া
-
ক্রিয়াবিশেষণ
-
অনুসর্গ
-
যোজক
-
আবেগ
0
Updated: 1 month ago
রাত্রিকালীন যুদ্ধকে এককথায় কী বলা হয়?
Created: 1 month ago
A
নৈশরণ
B
সৌপ্তিক
C
ভুজঙ্গ
D
জুগুপ্সা
প্রশ্নে বলা হয়েছে: “রাত্রিকালীন যুদ্ধকে এক কথায় কী বলা হয়?”
এর উত্তর হলো—রাত্রিকালীন যুদ্ধকে এক কথায় “সৌপ্তিক” বলা হয়।
কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
-
যার উপস্থিত বুদ্ধি আছে → প্রত্যুৎপন্নমতি
-
যার কোনো কিছু থেকেই ভয় নেই → অকুতোভয়
-
লাভ করার ইচ্ছা → লিপ্সা
-
প্রবেশ করার ইচ্ছা → বিবিক্ষা
-
বলার ইচ্ছা → বিবক্ষা
-
বমন করার ইচ্ছা → বিবমিষা
-
বাস করার ইচ্ছা → বিবৎসা
উৎস:
0
Updated: 1 month ago
'বহিপীর' সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত একটি-
Created: 1 month ago
A
রূপক নাটক
B
ঐতিহাসিক নাটক
C
সামাজিক নাটক
D
মনস্তাত্ত্বিক নাটক
‘বহিপীর’ নাটকটি সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত একটি সামাজিক নাটক এবং আধুনিক বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ রচনা। এটি ১৯৫৫ সালে রচিত এবং ১৯৬৫ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। নাটকটি বহিপীরের সর্বগ্রাসী স্বার্থ এবং নতুন দিনের প্রতীক হিসেবে এক বালিকার বিদ্রোহের কাহিনীকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
-
নাটকের নামকরণ মূল চরিত্র বহিপীর এর নামে, যিনি ধর্মকে ভণ্ডভাবে নিজের স্বার্থসিদ্ধিতে ব্যবহার করেন।
-
উল্লেখযোগ্য চরিত্রসমূহ:
-
বহিপীর
-
তাহেরা
-
হাতেম
-
আমেনা
-
হাশেম
-
উৎস:
0
Updated: 1 month ago