কোন উপন্যাস ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল?
A
বৈকুন্ঠের উইল
B
শ্রীকান্ত
C
দেবদাস
D
পথের দাবী
উত্তরের বিবরণ
‘পথের দাবী’ হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত একটি উপন্যাস।
-
উপন্যাসটি ১৯২৬ সালে প্রকাশিত হয়।
-
এটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত করা হয়েছিল।
-
কাহিনীর পটভূমি ব্রহ্মদেশ।
-
একটি গুপ্ত দলের নায়ক সব্যসাচী এই উপন্যাসের প্রধান চরিত্র।
-
কারো কারো মতে, সব্যসাচী চরিত্রে বিপ্লবী রসবিহারীবসুর ছায়াপাত ঘটেছে।
-
উপন্যাসটি বিপ্লববাদীদের প্রতি সমর্থনের অভিযোগে ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে।
-
ভারতীয় রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে এই গ্রন্থ বিশেষ গুরুত্বপূর্ণ।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য উপন্যাস:
-
বড়দিদি
-
শ্রীকান্ত
-
গৃহদাহ
-
দেনা পাওনা
-
চরিত্রহীন
-
পল্লীসমাজ
-
বৈকুন্ঠের উইল
-
দেবদাস
0
Updated: 1 month ago
বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন কে?
Created: 4 weeks ago
A
লর্ড ওয়াভেল
B
লর্ড কর্নওয়ালিস
C
লর্ড ক্লাইভ
D
লর্ড বেন্টিঙ্ক
চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত ছিল ব্রিটিশ শাসনামলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার ও বাংলার জমিদার শ্রেণির (সমস্ত শ্রেণির জমিদার ও স্বতন্ত্র তালুকদার) মধ্যে সম্পাদিত একটি গুরুত্বপূর্ণ চুক্তি। এটি মূলত ভারতীয় ভূমি প্রশাসন ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা করে।
এই বন্দোবস্তের মূল উদ্দেশ্য ছিল রাজস্ব আদায়ের একটি স্থায়ী ও নির্ভরযোগ্য পদ্ধতি গঠন করা, যাতে ব্রিটিশ সরকার নিয়মিত রাজস্ব পায় এবং জমিদাররা স্থায়ীভাবে জমির মালিকানা ভোগ করতে পারে।
চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কিত প্রধান তথ্যগুলো নিম্নরূপ:
-
এটি ১৭৯৩ সালে কার্যকর করা হয়।
-
এই ব্যবস্থা লর্ড কর্নওয়ালিসের প্রশাসন প্রবর্তন করে।
-
এ চুক্তির মাধ্যমে জমিদারগণ উপনিবেশিক রাষ্ট্রব্যবস্থায় ভূ-সম্পত্তির নিরঙ্কুশ স্বত্বাধিকারী হন।
-
জমিদাররা শুধু জমির মালিকানাই পাননি, বরং তাঁরা একটি স্থায়ী ও অপরিবর্তনীয় রাজস্বহার অনুযায়ী চিরস্থায়ীভাবে জমিদারিস্বত্ব লাভ করেন।
-
এই বন্দোবস্তের ফলে জমিদাররা রাজস্ব আদায়ের দায়িত্ব পান, কিন্তু কৃষকরা তাঁদের কাছে ক্রমশ শোষণের শিকার হন, কারণ রাজস্ব নির্ধারিত থাকলেও জমিদাররা নিজেদের লাভ বাড়াতে কৃষকের কাছ থেকে অধিক ভাড়া আদায় করতে থাকেন।
0
Updated: 4 weeks ago
'রাইফেল রোটি আওরাত' উপন্যাসের রচয়িতা কে?
Created: 3 months ago
A
হাসান হাফিজুর রহমান
B
জহির রায়হান
C
শহীদুল্লাহ কায়সার
D
আনোয়ার পাশা
রাইফেল রােটি আওরাত
- 'রাইফেল রােটি আওরাত' (১৯৭৩) আনােয়ার পাশা রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
- অধ্যাপক সুদীপ্ত শাহীন এই উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র।
- এই উপন্যাসের অন্যান্য চরিত্রগুলাে হচ্ছে: ড. খালেক, ড. মালেক, ছাবেদ আলী, হাসমত, জামাল সাহেব প্রমুখ।
- উপন্যাসটি মুক্তিযুদ্ধকালীন সময়েই রচিত এবং ১৯৭৩ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
---------------------------
• আনোয়ার পাশা:
- আনোয়ার পাশা ছিলেন কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।
- তাঁর জন্ম ১৯২৮ সালের ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ডাবকাই গ্রামে।
- তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সিনিয়র লেকচারার।
- তাঁর সাহিত্যকর্মে গভীর দেশাত্মবোধ, মননশীলতা এবং প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চিন্তাচেতনার পরিচয় পাওয়ার যায়।
• আনোয়ার পাশা রচিত উপন্যাস:
- নিশুতি রাতের গাথা,
- নীড় সন্ধানী ও
- রাইফেল রোটি আওরাত (মুক্তিযুদ্ধভিত্তিক)।
• গল্পগ্রন্থ: নিরুপায় হরিণী।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- নদী নিঃশেষিত হলে,
- সমুদ্র শৃঙ্খলতা উজ্জয়িনী।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
0
Updated: 3 months ago
'পঞ্চতন্ত্র' গ্রন্থের রচয়িতা কে?
Created: 1 month ago
A
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
B
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
C
সৈয়দ ওয়ালীউল্লাহ
D
সৈয়দ মুজতবা আলী
সৈয়দ মুজতবা আলী (১৯০৪-১৯৭৪) ছিলেন শিক্ষাবিদ এবং সাহিত্যিক, যিনি বাংলা সাহিত্যে ভ্রমণকাহিনি, উপন্যাস, রম্যরচনা ও ছোটগল্পের মাধ্যমে অসামান্য অবদান রেখেছেন। ১৯০৪ সালের ১৩ সেপ্টেম্বর তাঁর পিতার কর্মস্থল শ্রীহট্ট (সিলেট) জেলার করিমগঞ্জে জন্ম হলেও তাঁর পৈতৃক নিবাস ছিল হবিগঞ্জের উত্তরসুর গ্রামে। গ্রন্থাকারে তাঁর মোট ত্রিশটি রচনা প্রকাশিত হয়েছে।
-
উপন্যাস:
-
অবিশ্বাস্য
-
শবনম
-
-
ভ্রমণকাহিনি:
-
দেশে-বিদেশে
-
জলে-ডাঙায়
-
-
রম্যরচনা:
-
পঞ্চতন্ত্র
-
ময়ূরকণ্ঠী
-
-
ছোটগল্প:
-
চাচা-কাহিনী
-
টুনি মেম
-
0
Updated: 1 month ago