'যুগবাণী' - কোন প্রকার রচনা?
A
কাব্যগ্রন্থ
B
গল্পগ্রন্থ
C
উপন্যাস
D
প্রবন্ধগ্রন্থ
উত্তরের বিবরণ
যুগবাণী হলো কাজী নজরুল ইসলামের রচিত প্রথম প্রবন্ধগ্রন্থ।
-
প্রবন্ধগ্রন্থটি ১৯২২ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়।
-
প্রকাশের সঙ্গে সঙ্গে সরকার কর্তৃক বইটি নিষিদ্ধ করা হয়।
-
১৯৪৭ খ্রিষ্টাব্দে নিষেধাজ্ঞা উঠে যায়।
-
প্রবন্ধগুলোতে স্বদেশি চিন্তাচেতনা এবং ব্রিটিশ বিরোধিতা স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।
0
Updated: 1 month ago
রোকেয়া সাখাওয়াত হোসেনের 'মতিচূর' কোন ধরনের রচনা?
Created: 2 months ago
A
প্রবন্ধ
B
উপন্যাস
C
নাটক
D
আত্মজীবনী
‘মতিচূর’ প্রবন্ধগ্রন্থ
-
মতিচূর হলো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের উদ্দেশ্যমূলক প্রবন্ধগ্রন্থ।
-
যেমন ঘৃতপক্ক মিষ্টান্নের ছোট ছোট দানা ‘মতিচূর’, তেমনই রোকেয়ার প্রবন্ধগুলো স্বাদে ও ভাবনায় মনোমুগ্ধকর।
-
এই গ্রন্থ দুটি খণ্ডে বিভক্ত, যেখানে মোট ১৭টি প্রবন্ধ সংকলিত।
-
প্রথম খণ্ডে ৭টি প্রবন্ধ রয়েছে: ‘পিপাসা’, ‘স্ত্রীজাতির অবনতি’, ‘নিরীহ বাঙালি’, ‘অর্ধাঙ্গী’, ‘সুগৃহিণী’, ‘বোরকা’ এবং ‘গৃহ’।
-
দ্বিতীয় খণ্ডে ১০টি প্রবন্ধ রয়েছে।
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
-
বেগম রোকেয়া ছিলেন খ্যাতিমান বাঙালি সাহিত্যিক, সমাজ সংস্কারক এবং মুসলিম নারীর অধিকার আন্দোলনের পথিকৃৎ।
-
তিনি মুসলিম নারী জাগরণের অগ্রদূত হিসেবে পরিচিত।
-
জন্ম: ৯ ডিসেম্বর ১৮৮০, পায়রাবন্দ, রংপুর জেলা।
-
স্বামীর উৎসাহে সাহিত্যচর্চা শুরু করেন এবং সমকালীন সমাজের কুসংস্কারের বিরুদ্ধে লিখেছেন।
-
তিনি সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল এবং আনজুমান-ই-খাওয়াতীন-ই-ইসলাম প্রতিষ্ঠা করে মুসলিম নারীদের শিক্ষা ও সংস্কৃতিতে এগিয়ে আসার সুযোগ করে দেন।
উল্লেখযোগ্য রচনা:
-
প্রবন্ধ: মতিচূর
-
নকশাধর্মী রচনা: Sultana’s Dream, অবরোধবাসিনী
-
উপন্যাস: পদ্মরাগ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত প্রবন্ধ কোনটি?
Created: 2 months ago
A
রুদ্রমঙ্গল
B
যুগবাণী
C
তুর্কমহিলার ঘোমটা খোলা
D
ব্যথার দান
• কাজী নজরুল ইসলামের যা কিছু প্রথম:
- প্রথম প্রকাশিত প্রবন্ধ- 'তুর্কমহিলার ঘোমটা খোলা'।
- প্রথম প্রকাশিত উপন্যাস - বাঁধন হারা।
- প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ- 'যুগবাণী'।
- প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ- 'ব্যথার দান'। (প্রথম প্রকাশিত গ্রন্থও এটি।)
- প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ- 'অগ্নি-বীণা'।
- প্রথম প্রকাশিত কবিতার নাম- 'মুক্তি'।
- প্রথম প্রকাশিত-গল্প "বাউণ্ডলের আত্মকাহিনী"।
- প্রথম প্রকাশিত নাটক - ঝিলিমিলি।
• কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ:
- রাজবন্দীর জবানবন্দি,
- দুর্দিনের যাত্রী,
- যুগবাণী,
- রুদ্র মঙ্গল।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
0
Updated: 2 months ago
'রাজবন্দীর জবানবন্দী' - কোন ধরনের রচনা?
Created: 1 month ago
A
গল্পগ্রন্থ
B
প্রবন্ধ
C
ছোটগল্প
D
শিশুতোষ কাব্য
‘রাজবন্দীর জবানবন্দী’ হলো কাজী নজরুল ইসলামের লেখা একটি প্রবন্ধ, যা তিনি প্রেসিডেন্সি জেলে ১৯২৩ সালে লিখিতভাবে আদালতে উপস্থাপন করেন। প্রবন্ধটি মোট চার পৃষ্ঠার এবং এতে নজরুল ইসলামের ব্যক্তিগত অভিজ্ঞতা ও মতামত প্রকাশ পেয়েছে।
কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ:
• দুর্দিনের যাত্রী
• যুগবাণী
• রুদ্র মঙ্গল
• মন্দির ও মসজিদ
• আমি সৈনিক
0
Updated: 1 month ago