'যুগবাণী' - কোন প্রকার রচনা?
A
কাব্যগ্রন্থ
B
গল্পগ্রন্থ
C
উপন্যাস
D
প্রবন্ধগ্রন্থ
উত্তরের বিবরণ
যুগবাণী হলো কাজী নজরুল ইসলামের রচিত প্রথম প্রবন্ধগ্রন্থ।
-
প্রবন্ধগ্রন্থটি ১৯২২ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়।
-
প্রকাশের সঙ্গে সঙ্গে সরকার কর্তৃক বইটি নিষিদ্ধ করা হয়।
-
১৯৪৭ খ্রিষ্টাব্দে নিষেধাজ্ঞা উঠে যায়।
-
প্রবন্ধগুলোতে স্বদেশি চিন্তাচেতনা এবং ব্রিটিশ বিরোধিতা স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।

0
Updated: 1 day ago
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত প্রবন্ধ কোনটি?
Created: 1 month ago
A
রুদ্রমঙ্গল
B
যুগবাণী
C
তুর্কমহিলার ঘোমটা খোলা
D
ব্যথার দান
• কাজী নজরুল ইসলামের যা কিছু প্রথম:
- প্রথম প্রকাশিত প্রবন্ধ- 'তুর্কমহিলার ঘোমটা খোলা'।
- প্রথম প্রকাশিত উপন্যাস - বাঁধন হারা।
- প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ- 'যুগবাণী'।
- প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ- 'ব্যথার দান'। (প্রথম প্রকাশিত গ্রন্থও এটি।)
- প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ- 'অগ্নি-বীণা'।
- প্রথম প্রকাশিত কবিতার নাম- 'মুক্তি'।
- প্রথম প্রকাশিত-গল্প "বাউণ্ডলের আত্মকাহিনী"।
- প্রথম প্রকাশিত নাটক - ঝিলিমিলি।
• কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ:
- রাজবন্দীর জবানবন্দি,
- দুর্দিনের যাত্রী,
- যুগবাণী,
- রুদ্র মঙ্গল।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 1 month ago
কাজী মোতাহার হোসেন রচিত প্রবন্ধ কোনটি?
Created: 4 months ago
A
সঞ্চয়ন
B
সভ্যতা
C
সংস্কৃতির কথা
D
শিক্ষা ও মনুষ্যত্ব
• কাজী মোতাহার হোসেন:
- কাজী মোতাহার হোসেন (১৮৯৭-১৯৮১) ছিলেন একজন শিক্ষাবিদ, বিজ্ঞানী এবং সাহিত্যিক।
- তিনি 'বুদ্ধির মুক্তি আন্দোলন' এর সাথে যুক্ত ছিলেন।
- কাজী আবদুল ওদুদ, সৈয়দ আবুল হুসেন, আবুল ফজল প্রমুখের সহযোগিতায় ১৯২৬ সালে তিনি 'মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠা করেন।
- কাজী মোতাহার হোসেন অল্প কিছুকাল উক্ত সংগঠনের মুখপত্র 'শিখা' পত্রিকা সম্পাদনা করেন।
• তাঁর উলেখযোগ্য প্রকাশনাসমূহ হচ্ছে:
- সঞ্চয়ন,
- নজরুল কাব্য পরিচিত,
- সে পথ লক্ষ্য কর,
- সিম্পোজিয়াম গণিত শাস্ত্রের ইতিহা,
- আলোক বিজ্ঞান।
অন্যদিকে,
- 'সংস্কৃতির কথা' লিখেছেন মোতাহের হোসেন চৌধুরী।
- 'শিক্ষা ও মনুষ্যত্ব' সংস্কৃতির কথা প্রবন্ধের অংশবিশেষ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 4 months ago
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত প্রবন্ধ কোনটি?
Created: 4 months ago
A
রুদ্রমঙ্গল
B
যুগবাণী
C
তুর্কমহিলার ঘোমটা খোলা
D
ব্যথার দান
• কাজী নজরুল ইসলামের যা কিছু প্রথম:
- প্রথম প্রকাশিত প্রবন্ধ- 'তুর্কমহিলার ঘোমটা খোলা'।
- প্রথম প্রকাশিত উপন্যাস - বাঁধন হারা।
- প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ- 'যুগবাণী'।
- প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ- 'ব্যথার দান'। (প্রথম প্রকাশিত গ্রন্থও এটি।)
- প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ- 'অগ্নি-বীণা'।
- প্রথম প্রকাশিত কবিতার নাম- 'মুক্তি'।
- প্রথম প্রকাশিত-গল্প "বাউণ্ডলের আত্মকাহিনী"।
- প্রথম প্রকাশিত নাটক - ঝিলিমিলি।
• কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ:
- রাজবন্দীর জবানবন্দি,
- দুর্দিনের যাত্রী,
- যুগবাণী,
- রুদ্র মঙ্গল।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 4 months ago