নিচের কোন সভ্যতার সময়কালে ওজন পরিমাপ ও দৈর্ঘ্য মাপার পদ্ধতি আবিষ্কার হয়েছিল?
A
সিন্ধু সভ্যতা
B
মিশরীয় সভ্যতা
C
গ্রিক সভ্যতা
D
অ্যাসেরীয় সভ্যতা
উত্তরের বিবরণ
সিন্ধু সভ্যতার সময়কালে মানুষ ওজন পরিমাপ এবং দৈর্ঘ্য মাপার পদ্ধতি আবিষ্কার করেছিল, যা তাদের দৈনন্দিন জীবন ও বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ছিল।
এই সভ্যতার মানুষদের এই অবদানের মাধ্যমে তাদের নগর ব্যবস্থাপনা এবং বাণিজ্য কর্মকাণ্ডকে সহজ এবং সুষ্ঠু রাখা সম্ভব হয়েছিল।
-
সিন্ধু সভ্যতা সিন্ধু নদের অববাহিকা অঞ্চলে গড়ে উঠেছিল।
-
এই সভ্যতার অধিবাসীরা দ্রব্যের ওজন ও দৈর্ঘ্য পরিমাপের পদ্ধতি উদ্ভাবন করেছিল।
-
তারা বিভিন্ন আকৃতির বাটখারা ব্যবহার করত—ছোট বাটখারাগুলো ছিল চারকোণা, বড়গুলো গোলাকার, এবং কিছু কিছু কৌণিক।
-
বাটখারাগুলো সাধারণত পাথর দিয়ে তৈরি হতো এবং ওজন সমান হওয়ায় বোঝা যায় তারা ওজন নির্ভুলভাবে মাপার প্রতি সতর্ক ছিল।
-
ভারি জিনিস ওজন করার জন্য তারা ব্রোঞ্জের স্কেল এবং কাঠখণ্ড ব্যবহার করত; কাঠখণ্ডের এক প্রান্তে দ্রব্য বাঁধা হতো।
-
দৈর্ঘ্য পরিমাপের জন্য মহেঞ্জোদারোর মানুষরা স্কেল ব্যবহার করত, যার দৈর্ঘ্য ছিল ২০.৬২ ইঞ্চি এবং এতে নির্দিষ্ট ঘর কাটা থাকত।
-
মহেঞ্জোদারোর নিদর্শন থেকে বোঝা যায় যে তাদের অর্থনীতি এবং বাণিজ্য অত্যন্ত উন্নত ছিল।
সিন্ধু সভ্যতা ঃ
এটি আবিষ্কৃত হয়েছিল পাকিস্তানের মহেঞ্জোদারো এবং পাঞ্জাবের হরপ্পা অঞ্চলে।
-
অনেক সময় এই সভ্যতাকে হরপ্পা সংস্কৃতি বলা হয়।
-
এই সভ্যতার নির্মাতা প্রধানত দ্রাবিড় জাতি, এবং এখানে অস্ট্রোলয়েড, ভূ-মধ্যসাগরীয় মঙ্গোলীয় এবং আলপানীয় গোত্রের মানুষও বাস করত।
-
এই সভ্যতার সংস্কৃতিকে দ্রাবিড়ীয় সংস্কৃতি নামে অভিহিত করা হয়।
-
প্রত্নতাত্ত্বিকরা ধারণা করেছেন, ২৭৫০ খ্রিস্টপূর্বাব্দে প্রলয়ঙ্করী বন্যা হরপ্পা ও মহেঞ্জোদারোকে প্লাবিত করে এবং ধ্বংসের কারণ হয়।
0
Updated: 1 month ago
কোপেনহেগেন কোন দেশের রাজধানী?
Created: 2 months ago
A
ডেনমার্ক
B
বেলজিয়াম
C
ভিয়েতনাম
D
আর্মেনিয়া
ডেনমার্ক
ডেনমার্ক ইউরোপের উত্তর-পশ্চিম অংশে অবস্থিত একটি দেশ। এটি স্ক্যান্ডিনেভিয়ার গুরুত্বপূর্ণ অংশ এবং নর্ডিক দেশগুলোর মধ্যে অন্যতম। সরকারিভাবে দেশটির নাম “কিংডম অফ ডেনমার্ক”। রাজধানী হল কোপেনহেগেন, আর বৃহত্তম শহরগুলোর মধ্যে আরহুস এবং আলব্রোগা রয়েছে। ডেনমার্কের সরকারি ভাষা হলো ডেনিশ, এবং দেশের জাতীয় পতাকা ১২১৯ সাল থেকে ব্যবহৃত হচ্ছে।
অন্য দেশের উদাহরণ:
-
বেলজিয়ামের রাজধানী: ব্রাসেলস
-
ভিয়েতনামের রাজধানী: হানয়
-
আর্মেনিয়ার রাজধানী: ইয়েরেভান
উৎস: Britannica
0
Updated: 2 months ago
সামরিক ভাষায় 'WMD' অর্থ কী?
Created: 1 month ago
A
Weapons of Mass Destruction
B
Worldwide Mass Destruction
C
Weapons of Missile Defence
D
Weapons for Massive Destruction
WMD-এর পূর্ণরূপ হলো Weapons of Mass Destruction বা গণবিধ্বংসী অস্ত্র। এই শব্দটি প্রথম ব্যবহৃত হয় ১৯৩৭ সালে বোমারু বিমানের ব্যাপক ধ্বংসাত্মক ক্ষমতা বোঝাতে।
পরবর্তীতে এটি এমন সব অস্ত্রকে বোঝাতে ব্যবহার করা হয় যা স্বল্প সময়ে বিপুল পরিমাণ প্রাণহানি ও ধ্বংস ডেকে আনতে পারে। ২০০৩ সালে ইরাকে গণবিধ্বংসী অস্ত্র থাকার আশঙ্কায় মার্কিন নেতৃত্বাধীন জোট দেশটিতে আক্রমণ চালায়।
Weapons of Mass Destruction-এর অন্তর্ভুক্ত অস্ত্রগুলো হলো
-
Nuclear Weapon
-
Chemical Weapon
-
Biological Weapon
0
Updated: 1 month ago
লাওসের (Laos) সরকারি নাম কি?
Created: 2 months ago
A
Loas People's Democratic Republic
B
Republic of Laos
C
Kingdom of Laos
D
Democratic Republic of Laos
লাওস
লাওস (Laos) দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি স্থলবদ্ধ দেশ। এর সরকারী নাম “Laos People’s Democratic Republic”। দেশটির ভৌগোলিক অবস্থান অনুযায়ী উত্তর-পশ্চিমে চীন, পূর্বে ভিয়েতনাম, দক্ষিণে কম্বোডিয়া এবং পশ্চিমে থাইল্যান্ড অবস্থিত।
লাওস দক্ষিণ-পূর্ব এশিয়ার দারিদ্র্যপীড়িত দেশগুলোর মধ্যে অন্যতম। ১৯৭৫ সালে এখানে কমিউনিস্ট শাসকরা রাজতন্ত্রের অবসান ঘটিয়ে দেশকে মার্কসবাদী-লেনিনবাদী মতাদর্শের ভিত্তিতে পরিচালনা শুরু করে।
-
রাজধানী: ভিয়েনতিয়েন
-
বর্তমান প্রধানমন্ত্রী: সোনেক্সে সিফানডোন
-
আইনসভা: জাতীয় পরিষদ
-
মুদ্রা: কিপ
-
সরকারি ভাষা: লাও
সূত্র: Britannica
0
Updated: 2 months ago