নিচের কোন সভ্যতার সময়কালে ওজন পরিমাপ ও দৈর্ঘ্য মাপার পদ্ধতি আবিষ্কার হয়েছিল?
A
সিন্ধু সভ্যতা
B
মিশরীয় সভ্যতা
C
গ্রিক সভ্যতা
D
অ্যাসেরীয় সভ্যতা
উত্তরের বিবরণ
সিন্ধু সভ্যতার সময়কালে মানুষ ওজন পরিমাপ এবং দৈর্ঘ্য মাপার পদ্ধতি আবিষ্কার করেছিল, যা তাদের দৈনন্দিন জীবন ও বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ছিল।
এই সভ্যতার মানুষদের এই অবদানের মাধ্যমে তাদের নগর ব্যবস্থাপনা এবং বাণিজ্য কর্মকাণ্ডকে সহজ এবং সুষ্ঠু রাখা সম্ভব হয়েছিল।
-
সিন্ধু সভ্যতা সিন্ধু নদের অববাহিকা অঞ্চলে গড়ে উঠেছিল।
-
এই সভ্যতার অধিবাসীরা দ্রব্যের ওজন ও দৈর্ঘ্য পরিমাপের পদ্ধতি উদ্ভাবন করেছিল।
-
তারা বিভিন্ন আকৃতির বাটখারা ব্যবহার করত—ছোট বাটখারাগুলো ছিল চারকোণা, বড়গুলো গোলাকার, এবং কিছু কিছু কৌণিক।
-
বাটখারাগুলো সাধারণত পাথর দিয়ে তৈরি হতো এবং ওজন সমান হওয়ায় বোঝা যায় তারা ওজন নির্ভুলভাবে মাপার প্রতি সতর্ক ছিল।
-
ভারি জিনিস ওজন করার জন্য তারা ব্রোঞ্জের স্কেল এবং কাঠখণ্ড ব্যবহার করত; কাঠখণ্ডের এক প্রান্তে দ্রব্য বাঁধা হতো।
-
দৈর্ঘ্য পরিমাপের জন্য মহেঞ্জোদারোর মানুষরা স্কেল ব্যবহার করত, যার দৈর্ঘ্য ছিল ২০.৬২ ইঞ্চি এবং এতে নির্দিষ্ট ঘর কাটা থাকত।
-
মহেঞ্জোদারোর নিদর্শন থেকে বোঝা যায় যে তাদের অর্থনীতি এবং বাণিজ্য অত্যন্ত উন্নত ছিল।
সিন্ধু সভ্যতা ঃ
এটি আবিষ্কৃত হয়েছিল পাকিস্তানের মহেঞ্জোদারো এবং পাঞ্জাবের হরপ্পা অঞ্চলে।
-
অনেক সময় এই সভ্যতাকে হরপ্পা সংস্কৃতি বলা হয়।
-
এই সভ্যতার নির্মাতা প্রধানত দ্রাবিড় জাতি, এবং এখানে অস্ট্রোলয়েড, ভূ-মধ্যসাগরীয় মঙ্গোলীয় এবং আলপানীয় গোত্রের মানুষও বাস করত।
-
এই সভ্যতার সংস্কৃতিকে দ্রাবিড়ীয় সংস্কৃতি নামে অভিহিত করা হয়।
-
প্রত্নতাত্ত্বিকরা ধারণা করেছেন, ২৭৫০ খ্রিস্টপূর্বাব্দে প্রলয়ঙ্করী বন্যা হরপ্পা ও মহেঞ্জোদারোকে প্লাবিত করে এবং ধ্বংসের কারণ হয়।

0
Updated: 1 day ago
মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
Created: 4 weeks ago
A
ভারত
B
আলজেরিয়া
C
আলবেনিয়া
D
ফ্রান্স
মাদার তেরেসা
-
মাদার তেরেসার আসল নাম অ্যাগনেস গন্কজা বোজাহিউ (Agnes Gonxha Bojaxhiu)।
-
তিনি একজন আলবেনীয় বংশোদ্ভুত ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী ও ধর্মপ্রচারক।
-
জন্ম: ২৭ আগস্ট ১৯১০, আলবেনিয়ার স্কপিয়ে শহরে (বর্তমানে উত্তর মেসিডোনিয়ার অংশ)।
-
১৯২৮ সালে তিনি কলকাতায় আসেন।
-
কলকাতায় তিনি অর্ডার স্কুলে ১৭ বছর শিক্ষকতা করেছেন।
-
মৃত্যু: ৫ সেপ্টেম্বর ১৯৯৭।
পুরস্কার ও স্বীকৃতি:
-
১৯৬২: পদ্মশ্রী
-
১৯৭১: পোপ জন শান্তি পুরস্কার
-
১৯৭২: জওহরলাল নেহরু পুরস্কার
-
১৯৭৯: নোবেল শান্তি পুরস্কার (দুঃস্থ মানুষের সেবায় অবদান)
-
১৯৮০: ভাররত্ন
উৎস: Britannica

0
Updated: 4 weeks ago
নিম্নের কোন কার্যক্রমের সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্ত?
Created: 3 weeks ago
A
প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা রোধ
B
পরিবেশ সংরক্ষণ
C
মানবাধিকার সংরক্ষণ
D
ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, যার মূল কার্যালয় যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত। সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে এবং মানবাধিকার রক্ষার জন্য কাজ করে আসছে।
এ সংস্থার বর্তমান মহাসচিব হলেন ফরাসি নাগরিক অ্যাগনেস ক্যালামার্ড, যিনি ২০২১ সালে এই পদে নিযুক্ত হন। মানবাধিকারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৭৭ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
উৎস: Amnesty International-এর সরকারি ওয়েবসাইট

0
Updated: 3 weeks ago
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
লন্ডন
B
নিউইয়র্ক
C
প্যারিস
D
ভিয়েনা
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
-
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
-
প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে।
-
সংস্থার সদর দপ্তর লন্ডন, যুক্তরাজ্য-এ অবস্থিত।
-
সংস্থার বর্তমান মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড, যিনি ফ্রান্সের নাগরিক।
-
অ্যাগনেস ক্যালামার্ডকে ২০২১ সালে মহাসচিব হিসেবে মনোনীত করা হয়।
-
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করে।
উৎস: Amnesty International ওয়েবসাইট।

0
Updated: 1 month ago