নিম্নের কোন দেশটি 'গোলান হাইটস্' বিরোধের একটি পক্ষ?
A
লেবানন
B
জর্ডান
C
সিরিয়া
D
সৌদি আরব
উত্তরের বিবরণ
গোলান মালভূমি সিরিয়ার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ পাথুরে এলাকা, যা সিরিয়া ও ইসরায়েলের মধ্যে দীর্ঘকালীন বিরোধের কেন্দ্রবিন্দু।
এই মালভূমি রাজনৈতিক, সামরিক ও কৌশলগত কারণে উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ এবং এর নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত চলতে থাকে।
-
অবস্থান ও আয়তন: গোলান মালভূমি প্রায় ১৮০০ বর্গকিলোমিটার (প্রায় ১০০০ বর্গমাইল) আয়তনের এবং এর উত্তরে লেবানন, দক্ষিণে জর্ডান অবস্থিত।
-
বাফার জোন: সিরিয়া ও ইসরায়েলের মধ্যে এটি একটি সংঘাতমুক্ত বিশেষ অঞ্চল (বাফার জোন) হিসেবে বিবেচিত।
-
ঐতিহাসিক দখল: ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে সিরিয়ার হামলার পর ইসরায়েল ১২০০ বর্গকিলোমিটার (৪৬০ বর্গমাইল) গোলান দখল করে।
-
১৯৭৩ যুদ্ধ: ইয়োম কিপুর যুদ্ধের সময় সিরিয়া গোলানের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা ব্যর্থ হয়।
-
অস্ত্রবিরতি ও জাতিসংঘের উপস্থিতি: ১৯৭৪ সালে অস্ত্রবিরতি চুক্তি অনুযায়ী ৮০ কিলোমিটার লম্বালম্বি এলাকা উভয় পক্ষকে ছেড়ে দিতে হয়। এই এলাকায় জাতিসংঘের ডিজএনগেজমেন্ট অবজারভার ফোর্স মোতায়েন করা হয়।
-
ইসরায়েলের ঘোষণা: ১৯৮১ সালে ইসরায়েল ঘোষণা করে গোলান মালভূমি তাদের অংশ।
-
আন্তর্জাতিক স্বীকৃতি: আন্তর্জাতিকভাবে কখনোই এই দখলকে স্বীকৃতি দেওয়া হয়নি। তবে ২০১৯ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি স্বীকৃতি দেন।
-
যুদ্ধবিরতি রেখা: গোলান মালভূমিতে ‘পার্পল লাইন’ নামে পরিচিত একটি যুদ্ধবিরতি রেখা রয়েছে।
0
Updated: 1 month ago
আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ?
Created: 1 month ago
A
নাইজেরিয়া
B
গাম্বিয়া
C
বাংলাদেশ
D
আলজেরিয়া
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (ICJ)–এ মিয়ানমারের রোহিঙ্গা নিপীড়নের বিরুদ্ধে মামলা দায়ের করেন গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী আবু বকর মারি তামবাদু।
-
পূর্ণ নাম: ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
-
অবস্থান: সদরদপ্তর নেদারল্যান্ডসের হেগ শহরে
-
প্রতিষ্ঠাকাল: ১৯৪৫ সালে সান ফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত
-
কার্যক্রম শুরু: ১৯৪৬ সালে
-
বর্তমান প্রেসিডেন্ট: নওয়াফ সালাম
-
বিচারক সংখ্যা: ১৫ জন
-
বিচারক নির্বাচন: জাতিসংঘের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদের মাধ্যমে নির্বাচিত
-
মেয়াদ: একজন বিচারক ৯ বছরের জন্য এবং একজন সভাপতি ৩ বছরের জন্য নির্বাচিত হন
-
কার্যক্ষেত্র: এই আদালত মূলত রাষ্ট্রসমূহের মধ্যে বিরোধ নিষ্পত্তি করে। এছাড়াও গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং আগ্রাসনমূলক অপরাধের বিষয়ে রায় প্রদান করে।
0
Updated: 1 month ago
World Development Report নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা?
Created: 2 months ago
A
UNDP
B
World Bank
C
IMF
D
BRICS
বিশ্বব্যাংক ও ‘World Development Report’
বিশ্বব্যাংক (World Bank)
-
বিশ্বব্যাংক মূলত IBRD (International Bank for Reconstruction and Development) বোঝায়।
-
প্রতিষ্ঠিত হয় ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে এবং কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
-
সদর দপ্তর: ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র।
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৮৯টি দেশ।
-
বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ, যিনি যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত।
-
বিশ্বব্যাংকের প্রধান অঙ্গসংস্থা ৫টি।
উদ্দেশ্য ও কার্যক্রম
-
মধ্যম আয়ের দেশগুলোকে ঋণ প্রদান করা এবং অর্থনৈতিক পরামর্শ দেওয়া।
-
প্রথম ঋণ গ্রহীতা দেশ: ফ্রান্স।
-
১৯৬০ সালে কিউবা বিশ্বব্যাংকের সদস্যপদ থেকে সরে যায়।
বিশ্ব উন্নয়ন প্রতিবেদন (World Development Report)
-
বিশ্বব্যাংক প্রতি বছর প্রকাশ করে দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির তুলনামূলক প্রতিবেদন।
-
প্রতিবেদন তৈরি হয় মাথাপিছু আয়ের ভিত্তিতে, যা বিশ্বব্যাপী বিভিন্ন দেশের তুলনামূলক উন্নয়নকে তুলে ধরে।
-
প্রথম প্রকাশিত: ১৯৭৮ সাল থেকে।
উৎস: World Bank ওয়েবসাইট।
0
Updated: 2 months ago
এসকাপের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 3 months ago
A
ব্যাংকক
B
সিঙ্গাপুর
C
দিল্লী
D
কলম্বো
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC)
ECOSOC-এর অধীনে পাঁচটি আঞ্চলিক কমিশন রয়েছে। এই কমিশনগুলো বিভিন্ন অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করে।
এই পাঁচটি কমিশন হলো:
১. ইউরোপের জন্য অর্থনৈতিক কমিশন (ECE)
– সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
২. আফ্রিকার জন্য অর্থনৈতিক কমিশন (ECA)
– সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
৩. ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের জন্য অর্থনৈতিক কমিশন (ECLAC)
– সদর দপ্তর: সান্টিয়াগো, চিলি।
৪. এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP)
– সদর দপ্তর: ব্যাংকক, থাইল্যান্ড।
৫. পশ্চিম এশিয়ার জন্য অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA)
– সদর দপ্তর: বৈরুত, লেবানন।
ESCAP সম্পর্কে বিস্তারিত:
-
পূর্ণরূপ: UN Economic and Social Commission for Asia and the Pacific
(বাংলায়: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন) -
গঠনের তারিখ: ২৮ মার্চ, ১৯৪৭
-
প্রতিষ্ঠানের স্থান: সাংহাই, চীন
-
বর্তমান সদর দপ্তর: ব্যাংকক, থাইল্যান্ড
-
সদস্য দেশের সংখ্যা: ৫৩টি
তথ্যসূত্র: ESCAP-এর অফিসিয়াল ওয়েবসাইট
0
Updated: 3 months ago