১৯৪৭ সালে প্যালেস্টাইনকে বিভাজনের পরিকল্পনা জাতিসংঘের কোন প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয়?
A
১৮০ নং প্রস্তাব
B
১৮১ নং প্রস্তাব
C
১৬০ নং প্রস্তাব
D
১৬১ নং প্রস্তাব
উত্তরের বিবরণ
১৯৪৭ সালে জাতিসংঘ ফিলিস্তাইন বিভাজনের পরিকল্পনা প্রণয়ন করে যা রেজুলেশন ১৮১-এর মাধ্যমে গৃহীত হয়। এই রেজুলেশন অনুযায়ী ফিলিস্তাইনকে দুটি রাষ্ট্রে ভাগ করার প্রস্তাব করা হয়—
একটি ইহুদি রাষ্ট্র (ইসরায়েল) এবং একটি আরব রাষ্ট্র (ফিলিস্তিন)। তবে আরব জনগণ এটি প্রত্যাখ্যান করে এবং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, যা পরবর্তীতে দীর্ঘস্থায়ী সংঘাতের সূচনা করে।
-
জাতিসংঘের রেজ্যুলেশন ১৮১ (UN Resolution 181):
• "Partition Plan for Palestine" নামে পরিচিত।
• ১৯৪৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব করা হয়।
• গৃহীত হয় ২৯ নভেম্বর, ১৯৪৭। -
ফলাফল:
• ফিলিস্তিনের আরব জনগণ পরিকল্পনাটি প্রত্যাখ্যান করে।
• ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে আরব জনগণের জন্য বড় বিপর্যয় সৃষ্টি হয়।
• ১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধ শুরু হয়, যা ইসরায়েলি বাহিনী ও আরব দেশগুলির মধ্যে সংঘর্ষে পরিণত হয়।
• প্রায় ৭ লাখ ফিলিস্তিনি শরণার্থী হয়ে তাদের পূর্বপুরুষের ভূমি থেকে বিতাড়িত হয়।
• ফিলিস্তিনিরা এই ঘটনার পর থেকে স্বাধীনতা সংগ্রাম শুরু করে যা আজও চলমান। -
ফিলিস্তিন মুক্তি সংগঠন (PLO) প্রতিষ্ঠা:
• ১৯৬৪ সালে আরব লীগের শীর্ষ সম্মেলনের সময় ফিলিস্তিনিরা একত্র হয়ে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) গঠন করে।
• ১৯৬৭ সালের ছয় দিনের আরব-ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা উপত্যকা দখল করে।
• সামরিক নেতা ইয়াসির আরাফাত নেতৃত্বাধীন ফাতাহ সংগঠন পিএলওতে যুক্ত হয় এবং নিয়ন্ত্রণ গ্রহণ করে।
• বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের পর ১৯৯৩ সালে অসলো চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে ফিলিস্তিন কর্তৃপক্ষ (পিএ) প্রতিষ্ঠিত হয়।
• চুক্তির আওতায় ফিলিস্তিন কর্তৃপক্ষকে ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীর ও গাজার কিছু অংশের ওপর সীমিত কর্তৃত্ব দেওয়া হয়।
0
Updated: 1 month ago
নিম্নের কত তারিখে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে?
Created: 1 month ago
A
১৯৪৪ সালের ২৪ অক্টোবর
B
১৯৪৫ সালের ২৪ অক্টোবর
C
১৯৪৫ সালের ১০ অক্টোবর
D
১৯৪৪ সালের ১২ অক্টোবর
জাতিসংঘ একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বশান্তি ও আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠিত। এটি ১৯৪৫ সালে গঠিত হয় এবং তার মূল উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে স্থায়ী শান্তি স্থাপন করা।
-
প্রতিষ্ঠা তারিখ: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর, যখন জাতিসংঘ সনদ (UN Charter) কার্যকর হয়।
-
সনদ স্বাক্ষর: এর আগে, ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
-
প্রাথমিক সদস্য: প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা ছিল ৫১টি।
-
বর্তমান সদস্য: বর্তমানে জাতিসংঘের ১৯৩টি দেশ সদস্য।
-
সদরদপ্তর: জাতিসংঘের সদরদপ্তর অবস্থিত নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে।
জাতিসংঘের মূল ছয়টি অঙ্গসংস্থা রয়েছে, যা আন্তর্জাতিক কাজ ও সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে:
-
সাধারণ পরিষদ (General Assembly) – সমস্ত সদস্য দেশের সমন্বিত আলোচনা ও নীতিনির্ধারণ।
-
নিরাপত্তা পরিষদ (Security Council) – বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা।
-
অর্থনৈতিক ও সামাজিক কমিশন (Economic and Social Council) – অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক বিষয় সমন্বয়।
-
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (International Court of Justice) – রাষ্ট্রগুলোর মধ্যে আইনি বিরোধ নিষ্পত্তি।
-
আঞ্চলিক কমিশন (Trusteeship Council) – ঔপনিবেশিক বা আঞ্চলিক বিষয়সমূহের তত্ত্বাবধান।
-
জাতিসংঘ সচিবালয় (Secretariat) – প্রশাসনিক কাজ ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনা।
0
Updated: 1 month ago
বিশ্ব প্রাণী দিবস হচ্ছে-
Created: 2 months ago
A
৪ অক্টোবর
B
২৩ অক্টোবর
C
২৯ জুন
D
১১ ফেব্রুয়ারি
বিশ্ব ও আন্তর্জাতিক দিবসসমূহ
-
বিশ্ব প্রাণী দিবস – ৪ অক্টোবর।
বিশ্ব প্রাণী দিবস প্রতি বছর ৪ অক্টোবর পালিত হয়। এদিন বিশ্বের বিভিন্ন দেশে পশু অধিকার ও তাদের কল্যাণের জন্য সচেতনতা বাড়ানো হয়। -
বিশ্ব বন দিবস – ২১ মার্চ।
বনের গুরুত্ব ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে মানুষকে সচেতন করতে পালিত হয়। -
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস – ৩ মে।
সাংবাদিকতার স্বাধীনতা ও স্বচ্ছ তথ্যপ্রবাহ নিশ্চিত করার গুরুত্বকে তুলে ধরার জন্য পালন করা হয়। -
জাতীয় উৎপাদনশীলতা দিবস – ২ অক্টোবর।
দেশের উৎপাদনশীলতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে পালিত হয়। -
বিশ্ব নারী দিবস – ৮ মার্চ।
নারী ক্ষমতায়ন, সমতা ও নারীর অধিকারকে সমর্থন জানাতে পালিত হয়। -
বিশ্ব তামাকমুক্ত দিবস – ৩১ মে।
তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণকে সচেতন করার জন্য পালন করা হয়। -
বিশ্ব ধরিত্রী দিবস – ২২ এপ্রিল।
পরিবেশ সংরক্ষণ ও পৃথিবীর সম্পদের সুরক্ষার গুরুত্ব বোঝাতে পালিত হয়। -
বিশ্ব শিক্ষক দিবস – ৫ অক্টোবর।
শিক্ষকের ভূমিকা ও তাদের অবদানের স্বীকৃতি জানাতে পালন করা হয়। -
বিশ্ব তুলা দিবস – ৭ অক্টোবর।
তুলা শিল্প ও এর কৃষকদের অবদানের প্রতি গুরুত্ব আরোপ করতে পালন করা হয়। -
জাতীয় তামাকমুক্ত দিবস – ৯ অক্টোবর।
দেশে তামাকমুক্ত জীবনযাপনের জন্য মানুষকে সচেতন করতে পালিত হয়।
উৎস: ব্রিটানিকা, জাতিসংঘ ওয়েবসাইট
0
Updated: 2 months ago
চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবােজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণির?
Created: 1 month ago
A
কিলাে-ক্লাস
B
মিং-ক্লাস
C
ডলফিন-ক্লাস
D
শ্যাং-ক্লাস
বাংলাদেশ ২০১৬ সালে চীনের কাছ থেকে দুটি সাবমেরিন ক্রয় করে, যা নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সাবমেরিনগুলি চীনের মিং-ক্লাস (টাইপ ০৩৫) ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন, যা শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও সাবমেরিন আক্রমণে সক্ষম।
-
২০১২ সালে চীনের সঙ্গে দুটি মিং-ক্লাস সাবমেরিন ক্রয়ের চুক্তি সম্পন্ন হয়।
-
১৪ নভেম্বর ২০১৬ চীনের দালিয়ান প্রদেশের লিয়াওয়ান শিপইয়ার্ড থেকে সাবমেরিন দুটি বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।
-
সাবমেরিন দুটির নামকরণ করা হয় 'নবযাত্রা' এবং 'জয়যাত্রা'।
-
আইএসপিআর জানিয়েছে, প্রতিটি সাবমেরিনের দৈর্ঘ্য ৭৬ মিটার এবং প্রস্থ ৭.৬ মিটার।
-
সাবমেরিনগুলি টর্পেডো এবং মাইন দ্বারা সুসজ্জিত, যা শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও সাবমেরিন আক্রমণে সক্ষম।
-
২০১৭ সালে এই দুটি চীনা সাবমেরিন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়।
0
Updated: 1 month ago