সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া ৩৫০০ বছরের পুরোনো শহরের নাম কী?
A
মাচুপিচু
B
কোরাল
C
পেনিকো
D
কুস্কো
উত্তরের বিবরণ
পেরুতে সম্প্রতি খুঁজে পাওয়া ৩৫০০ বছরের পুরোনো প্রাচীন শহর পেনিকো, যা প্রাচীন বাণিজ্যিক কেন্দ্র হিসেবে সমৃদ্ধ ছিল, প্রত্নতাত্ত্বিকদের আবিষ্কৃত। আট বছরের খনন ও সংরক্ষণের পর এই স্থানের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়।
-
অবস্থান: পেনিকো নগরটি পেরুর রাজধানী লিমার উত্তরে, হুয়াওরা প্রদেশে অবস্থিত।
-
প্রতিষ্ঠা: আনুমানিক খ্রিষ্টপূর্ব ১৮০০ সালে প্রতিষ্ঠিত।
-
ভৌগোলিক তথ্য: লিমা থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর দিকে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬০০ মিটার (২০০০ ফুট) উঁচুতে।
-
সংস্কৃতি ও স্থাপত্য: নগরকেন্দ্রটি কারাল সংস্কৃতির ঐতিহ্য অনুসরণ করে গড়ে উঠেছে। কারাল শহরে ৩২টি স্মৃতিস্তম্ভ, বিশাল পিরামিড আকৃতির স্থাপনা, উন্নত সেচব্যবস্থা এবং প্রাচীন নগর জীবনযাপন সংরক্ষিত আছে। এই সভ্যতা নিজস্বভাবে গড়ে উঠেছিল, ভারত, মিসর, সুমের এবং চীনের সঙ্গে কোনো সরাসরি সংযোগ ছাড়া।
-
কৌশলগত গুরুত্ব: পেনিকো সুপে ও হুয়াওরার উপকূল, পার্বত্য শহর এবং আন্দিজ-অ্যামাজনীয় ও উচ্চ পার্বত্য অঞ্চলের মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করত।
-
স্থাপত্য ও কাঠামো: এখন পর্যন্ত প্রায় ১৮টি কাঠামো চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে উপাসনালয়, বসবাসযোগ্য ঘরবাড়ি এবং ধর্মীয় কেন্দ্র।
-
অর্থনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব: কারাল সভ্যতার পতনের পর পেনিকোর গুরুত্ব বৃদ্ধি পায়। রঙিন লোহা আকরিক হেমাটাইট বাণিজ্যের কারণে শহরের খ্যাতি ছড়িয়ে পড়ে। এটি আন্দিজদের প্রতীকী রঙ হিসেবে বিবেচিত হতো।
-
অতীত প্রত্নতাত্ত্বিক আবিষ্কার: পেরুতে এর আগে মাচু পিচু এবং উপকূলীয় মরুভূমির নাজকা রেখা-র মতো গুরুত্বপূর্ণ আবিষ্কার হয়েছে।
0
Updated: 1 month ago
"Imperialism, the Highest Stage of Capitalism " বইটি কার লেখা?
Created: 2 months ago
A
টমাস হবসন
B
ভি. আই লেনিন
C
কার্ল মার্কস
D
এন্টিনিও গ্রামসি
ভ্লাদিমির ইলিচ লেনিন ছিলেন সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা। তিনি পুঁজিবাদের প্রকৃত রূপ বিশ্লেষণ করে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেন। ১৯১৭ সালে প্রকাশিত সেই বইটির নাম “Imperialism, the Highest Stage of Capitalism”।
এতে লেনিন দেখিয়েছেন যে, পুঁজিবাদ শুধু অর্থনীতির ওপর নির্ভরশীল নয়, বরং এর ভেতরে অর্থনীতি একটি প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করে। এই গ্রন্থে তিনি ব্যাখ্যা করেছেন কীভাবে পুঁজিবাদ ধাপে ধাপে সাম্রাজ্যবাদে রূপ নেয়। তাই এটি পুঁজিবাদ সম্পর্কিত একটি বিখ্যাত ও প্রভাবশালী গ্রন্থ হিসেবে পরিচিত।
উৎস: Britannica
0
Updated: 2 months ago
কিউবায় ক্ষেপণাস্ত্র সঙ্কটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?
Created: 3 months ago
A
রিচার্ড এম নিক্সন
B
জন এফ কেনেডি
C
লিন্ডন বেইনস জনসন
D
হ্যারি এস ট্রুম্যান
কিউবার ক্ষেপণাস্ত্র সংকট
কিউবার ক্ষেপণাস্ত্র সংকতিটি মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঘটে যাওয়া একটি গম্ভীর ৩৫ দিনের সংঘর্ষ, যা বিশ্বব্যাপী একটি বড় রাজনৈতিক সংকটের রূপ নেয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা ও সামরিক শক্তি বিস্তারের দৌড়ে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।
সেই সময়ের অর্থনৈতিক সঙ্কটের কারণে কিউবায় সমাজতান্ত্রিক মতাদর্শের প্রভাব ব্যাপক হারে বৃদ্ধি পায়।
১৯৬২ সালের অক্টোবর মাসে এই সংকট বিশেষ মাত্রা লাভ করে। যুক্তরাষ্ট্র তাদের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ইতালি ও তুরস্কে স্থাপনের জবাবে, সোভিয়েত ইউনিয়ন কিউবায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করে।
ফ্লোরিডার উপকূল থেকে মাত্র ৯০ মাইল দূরে এই রুশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখা দেয়।
এই পরিস্থিতিতে, ১৯৬২ সালের ২২ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি কিউবার প্রতি নৌ অবরোধ ঘোষণা করেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। এই সংকটের ফলে ল্যাটিন আমেরিকার সমগ্র অঞ্চল যুদ্ধের উত্তেজনায় ধরা দেয় এবং বিশ্ব রাজনীতিতে একটি গুরুতর সংকট তৈরি হয়।
কিউবার ক্ষেপণাস্ত্র সংকট হিসেবে পরিচিত এই ঘটনা শীতল যুদ্ধের উত্তেজনা বাড়িয়ে তোলে এবং পারমাণবিক সংঘাতের সম্ভাবনাকে প্রায় বাস্তব আকার দেয়।
উৎস: Britannica.
0
Updated: 3 months ago
সার্কের সদর দপ্তর কোথায়?
Created: 2 months ago
A
ঢাকা
B
নয়াদিল্লী
C
কলম্বো
D
কাঠমান্ডু
SAARC (দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা ফোরাম)
-
পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation
-
প্রতিষ্ঠা: ৮ ডিসেম্বর ১৯৮৫, ঢাকায়
-
প্রথম মহাসচিব: আবুল আহসান (বাংলাদেশ), দায়িত্বকাল: ১৬ জানুয়ারি ১৯৮৭ – ১৫ অক্টোবর ১৯৮৯
-
সদরদপ্তর: কাঠমুন্ডু, নেপাল
-
সদস্য দেশ (বর্তমান ৮টি):
১. বাংলাদেশ
২. ভারত
৩. পাকিস্তান
৪. নেপাল
৫. শ্রীলংকা
৬. ভুটান
৭. মালদ্বীপ
৮. আফগানিস্তান (সর্বশেষ সদস্য, ৩ এপ্রিল ২০০৭ সালে যোগ দেয়) -
প্রথম সার্ক সম্মেলন: ৭–৮ ডিসেম্বর ১৯৮৫, ঢাকায়
-
প্রতিষ্ঠাতা সদস্য: মূল ৭টি দেশ (আফগানিস্তান পরে যোগ হয়)
উৎস: SAARC ওয়েবসাইট
0
Updated: 2 months ago