The manager is fully cognizant of the challenges the company is facing.
Here, "cognizant" means -
A
Slavish
B
Sermon
C
Conscious
D
Rigid
উত্তরের বিবরণ
Cognizant একটি adjective যা বোঝায় কোনো বিষয় সম্পর্কে জ্ঞান বা সচেতন থাকা।
-
English অর্থ: Having knowledge or understanding of something।
-
Bangla অর্থ: জ্ঞাত; অবগত।
Synonyms (সমার্থক শব্দ):
-
Conscious – সচেতন।
-
Informed – জ্ঞাত।
-
Acquainted – সুপরিচিত।
-
Aware – সচেতন।
-
Mindful – মননশীল।
Antonyms (বিপরীত শব্দ):
-
Ignorant – অজ্ঞাত।
-
Unaware – বেখবর।
-
Unfamiliar – অপরিচিত।
-
Strangers – অপরিচিত।
-
Incognizant – অজ্ঞাত।
উল্লিখিত বাকি অপশনগুলো:
-
Slavish – দাস সুলভ।
-
Sermon – খুৎবা, ধর্মীয় আলোচনা বা উপদেশ।
-
Rigid – দৃঢ়।
Example Sentences:
-
He refused to embrace any of the fashionable nostrums then current in development economics।
-
He was cognizant of his opponent's hostility।
Sentence Example in context:
-
The manager is fully aware of the challenges the company is facing।
-
Bangla অর্থ: কোম্পানি যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হচ্ছে তা সম্পর্কে ম্যানেজার সম্পূর্ণরূপে অবগত।
0
Updated: 1 month ago
The meaning of the word 'obese' is-
Created: 3 months ago
A
very fat
B
ugly
C
tardy
D
obnoxious
Obese (Adjective)
English Definition: Excessively overweight in a manner that poses a health risk; severely fat.
Bengali Definition: অতিরিক্ত স্থূল বা এমন মোটা, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
• Example Sentence:
-
She wasn’t just a little overweight — her condition was medically classified as obese.
• অন্যান্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
Ugly: দেখতে খুবই খারাপ; আকর্ষণহীন; অসুন্দর; কুরূপ।
-
Tardy: সময়মতো না আসা; ধীরগতির; দেরিতে উপস্থিত বা সম্পন্ন হওয়া।
-
Obnoxious: অত্যন্ত বিরক্তিকর বা জঘন্য আচরণ; নোংরা বা অগ্রহণযোগ্য স্বভাবের।
তথ্যসূত্র: কেমব্রিজ ডিকশনার, অ্যাক্সেসিবল ডিকশনারি, বাংলা একাডেমি.
0
Updated: 3 months ago
Freedom fighters of all areas converged on Dhaka.
The underlined word is a/an:
Created: 1 month ago
A
Noun
B
Verb
C
Adverb
D
Adjective
সঠিক উত্তর হলো Verb।
Converge একটি Verb (Intransitive)। এটি বোঝায় কোনো কিছু একই বিন্দুর দিকে সরানো বা আসা এবং সেই বিন্দুতে মিলিত হওয়া; অর্থাৎ সমকেন্দ্রাভিমুখী বা সমকেন্দ্রী হওয়া।
-
বাংলা অর্থ: Converge (at/on/upon) একই বিন্দু অভিমুখী হওয়া এবং একই বিন্দুতে এসে মিলিত হওয়া; সমকেন্দ্রাভিমুখী বা সমকেন্দ্রী হওয়া।
-
সমার্থক শব্দ: Coincide (যুগপৎ সংঘটিত হওয়া), Join (মিলিত বা সংযুক্ত করা), Unite (মেলা বা মেলানো), Cluster (গুচ্ছ), Rendezvous (মিলনমেলা)।
-
বিপরীতার্থক শব্দ: Separate (বিচ্ছিন্ন করা বা হওয়া), Diverge (নির্দিষ্ট কেন্দ্র থেকে বিভিন্ন কেন্দ্রে ছড়িয়ে পড়া), Leave (কোনো স্থান ত্যাগ করে যাওয়া), Disband (বিচ্ছিন্ন করা), Disperse (ছড়িয়ে দেয়া)।
-
উদাহরণ বাক্য:
১. Longitude lines converge; latitude lines don't.
২. Freedom fighters of all areas converged on Dhaka.
0
Updated: 1 month ago
People with bathophobia often feel anxious even when they see pictures of deep oceans.
Here, "Bathophobia" means -
Created: 1 month ago
A
Fear of death.
B
Fear of height.
C
Fear of darkness.
D
Fear of deep water or depths.
Bathophobia হল গভীর জল বা গভীর স্থানকে নিয়ে ভয়। এটি একটি বিশেষ ধরনের ফোবিয়া।
-
English অর্থ: An abnormal and persistent fear of depths।
-
Bangla অর্থ: গভীরতা বা গভীর জায়গার প্রতি ভয়।
উল্লিখিত বাকি অপশনগুলো:
-
Fear of death – Thanatophobia।
-
Fear of height – Altophobia।
-
Fear of darkness – Nyctophobia।
0
Updated: 1 month ago