Had we studied harder, we ________ better grades in the exam.
A
get
B
had got
C
would had got
D
would have got
উত্তরের বিবরণ
Third Conditional হলো এমন বাক্য যেখানে অতীতের কোনো ঘটনার অনুপস্থিতি বা বিপর্যয় নিয়ে কল্পনা করা হয়।
Third Conditional এর নিয়ম:
-
If বা Had যুক্ত দুটি clause থাকে।
-
দুটি clause-এর যেকোনো একটিতে If / Had দিয়ে clause শুরু হয়।
-
If বা Had যুক্ত clause টি Past Perfect Tense-এ থাকে।
-
দ্বিতীয় clause-এ Past Perfect Conditional ব্যবহৃত হয় (would have, might have, should have, could have)।
-
Verb-এর Past Participle ফর্ম ব্যবহার করা হয়।
Complete Sentence:
-
Had we studied harder, we would have got better grades in the exam।

0
Updated: 1 day ago
She is standing _____ the window.
Created: 3 days ago
A
to
B
over
C
by
D
with
Complete sentence: She is standing by the window.
-
Bangla meaning: সে জানালার পাশে দাঁড়িয়ে আছে।
By (Preposition):
-
English meaning: in proximity to; near
-
Bangla meaning: কাছে; পাশে; নিকটে; ধারে
-
কোনো ব্যক্তি বা বস্তুর কাছে, পাশে বা নিকটে বোঝাতে by ব্যবহার করা হয়।
Source:

0
Updated: 3 days ago
Had I known about the marriage, I ____ enough money.
Created: 3 weeks ago
A
would take
B
take
C
took
D
would have taken
• Correct Answer: ঘ) would have taken.
• Complete sentence: Had I known about the marriage, I would have taken enough money.
-
Third conditional এর নিয়মানুযায়ী -- অনেকসময় conditional-এ subordinate conjunction if এর পরিবর্তে sentence এর শুরুতে Had ব্যবহার করা যায় এবং এর পর verb এর past participle form বসে।
-
Conditional sentence- এ Had + Sub + verb এর past participle form + Ext. এভাবে কোন Sentence শুরু হলে সেটিও Perfect conditional/ 3rd conditional হয়।
-
তাই পরবর্তী clause এ would/could/might + have + verb এর past participle form + extension ব্যবহৃত হয়।
Examples:
-
Had I seen him, I would have told him the matter.
-
If I had studied harder, I would have passed the exam.
Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.

0
Updated: 3 weeks ago
She looked at me as if she _______ my secret.
Created: 1 day ago
A
had discovered
B
will discover
C
discover
D
discovers
Correct answer: She looked at me as if she had discovered my secret।
As if / As though যুক্ত sentence এর ব্যবহার:
-
যদি As if / As though এর পূর্বে Present Indefinite Tense থাকে, তাহলে as if / as though এর পরে Past Indefinite Tense ব্যবহার হয়।
-
উদাহরণ: He talks as though he knew everything।
-
Be verb থাকলে সবসময় were হবে।
-
-
যদি As if / As though এর পূর্বে Past Indefinite Tense থাকে, তাহলে as if / as though এর পরে Past Perfect Tense ব্যবহার হয়।
-
উদাহরণ: She smiled as if she had won the lottery।
-
প্রদত্ত বাক্যে:
-
looked → Past Indefinite, তাই as if এর পরে had discovered (Past Perfect) ব্যবহার করা হয়েছে।

0
Updated: 1 day ago