x + y =12 এবং x - y = 2 হলে xy এর মান কত?
A
35
B
140
C
70
D
144
উত্তরের বিবরণ
প্রশ্ন: x + y = 12 এবং x - y = 2 হলে xy এর মান কত?
সমাধান:
দেওয়া আছে
x + y = 12
x - y = 2
আমরা জানি,
4xy = (x + y)2 - (x - y)2
বা, 4xy = 122 - 22
বা, 4xy = 144 - 4
বা, 4xy = 140
∴ xy = 35
0
Updated: 3 months ago
Which of the following integers has the most divisors?
Created: 3 months ago
A
88
B
91
C
95
D
99
Question: Which of the following integers has the most divisors?
Solution:
• For 88:
Prime factorization: 88 = 23 × 11
Number of divisors = (3 + 1) × (1 + 1) = 4 × 2 = 8 divisors
Divisors are: 1, 2, 4, 8, 11, 22, 44, 88
• For 91:
Prime factorization: 91 = 7 × 13
Number of divisors = (1 + 1) × (1 + 1) = 2 × 2 = 4 divisors
Divisors are: 1, 7, 13, 91
• For 95:
Prime factorization: 95 = 5 × 19
Number of divisors = (1 + 1) × (1 + 1) = 2 × 2 = 4 divisors
Divisors are: 1, 5, 19, 95
• For 99:
Prime factorization: 99 = 32 × 11
Number of divisors = (2 + 1) × (1 + 1) = 3 × 2 = 6 divisors
Divisors are: 1, 3, 9, 11, 33, 99
Therefore, 88 has the most divisors.
0
Updated: 3 months ago
টিপুর বোনের বয়স টিপুর বয়সের ও তাঁর বাবার বয়সের মধ্য-সমানুপাতী। টিপুর বয়স ১২ বছর, বাবার বয়স ৪৮ বছর হলে বোনের বয়স কত?
Created: 3 months ago
A
১৬ বছর
B
২৪ বছর
C
১৮ বছর
D
২০ বছর
প্রশ্ন: টিপুর বোনের বয়স টিপুর বয়সের ও তাঁর বাবার বয়সের মধ্য-সমানুপাতী। টিপুর বয়স ১২ বছর, বাবার বয়স ৪৮ বছর হলে বোনের বয়স কত?
সমাধান:
টিপুর বয়স=ক = ১২ বছর
টিপুর বোনের বয়স= খ বছর
টিপুর বাবার বয়স = গ =৪৮বছর
সমানুপাতীর সূত্রানুসারে
ক : খ = খ : গ
ক/খ = খ /গ
খ২ = ক × গ
খ = √(১২ × ৪৮)
খ = √৫৭৬
খ = ২৪
টিপুর বোনের বয়স = ২৪ বছর
0
Updated: 3 months ago
একটি স্কুলের কমিটি তে ৮ জন পুরুষ ও ৬ জন মহিলা সদস্য আছেন। সদস্যদের মধ্য থেকে ৫ জন পুরুষ ও ৩ জন মহিলার সমন্বয়ে কত উপায়ে একটি উপ-কমিটি গঠন করা যাবে?
Created: 1 month ago
A
৩৬০
B
৭৬০
C
১১২০
D
১২৪০
সমাধান:
৮ জন পুরুষ থেকে ৫ জন পুরুষ সদস্য বাছাই করার সংখ্যা = ৮C৫
= ৮!/{৫! × (৮ - ৫)!}
= ৮!/(৫! × ৩!)
= (৮ × ৭ × ৬ × ৫!)/(৩ × ২ × ৫!)
= ৫৬
৬ জন মহিলা থেকে ৩ জন মহিলা সদস্য বাছাই করার সংখ্যা = ৬C৩
= ৬!/{৩! × (৬ - ৩)!}
= ৬!/(৩! × ৩!)
= (৬ × ৫ × ৪ × ৩!)/(৩ × ২ × ৩!)
= ২০
∴ মোট বাছাই সংখ্যা = ৫৬ × ২০ = ১১২০
0
Updated: 1 month ago