The synonym of the word "Yearn" is -
A
Despise
B
Abhor
C
Pine
D
Loathe
উত্তরের বিবরণ
Yearn হলো একটি ক্রিয়া (Verb) যা বোঝায় আকুল আকাঙ্ক্ষা বা তীব্র কামনা অনুভব করা, বিশেষ করে কোনো কিছু পাওয়ার বা কোনো অভিজ্ঞতা অনুভব করার জন্য।
-
English অর্থ: to feel tenderness or compassion।
-
Bangla অর্থ: আকুল আকাঙ্ক্ষা অনুভব করা।
সমার্থক শব্দ (Synonyms):
-
Crave – ব্যাকুলভাবে কামনা করা।
-
Pine – কোনো কিছুর জন্য আকুল প্রতীক্ষা করা।
-
Desire – ইচ্ছা; বাসনা।
বিপরীত শব্দ (Antonyms):
-
Despise – অবজ্ঞা/ঘৃণা/উপেক্ষা/তুচ্ছজ্ঞান করা।
-
Abhor – ঘৃণা করা।
-
Detest – তীব্র ঘৃণা করা।
-
Loathe – দারুণ অপছন্দ করা।
Example Sentences:
-
He yearns to travel the world and experience new cultures।
-
She yearned for her childhood home after many years abroad।
0
Updated: 1 month ago
The synonym of ambition is-
Created: 1 week ago
A
indifference
B
desire
C
aimlessness
D
purposelessness
মানুষের জীবনে ambition এমন এক গুণ যা তাকে উন্নতির পথে চালিত করে। এটি কোনো কাজ, লক্ষ্য বা সাফল্য অর্জনের প্রবল ইচ্ছা বোঝায়। তাই “ambition” শব্দটির সমার্থক শব্দ নির্ধারণ করতে গেলে এমন একটি শব্দ বেছে নিতে হয় যা একইভাবে ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করে।
desire শব্দটি ambition-এর অর্থের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ। ambition যেমন কোনো লক্ষ্য অর্জনের তীব্র বাসনা, desire-ও তেমন কিছু পাওয়ার বা অর্জনের গভীর আকাঙ্ক্ষা প্রকাশ করে। নিচে বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হলো।
-
ambition বোঝায় একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের দৃঢ় ইচ্ছা বা সফল হওয়ার তীব্র আকাঙ্ক্ষা।
-
desire অর্থ কোনো কিছু পাওয়ার প্রবল বাসনা বা চাওয়া।
-
দুই শব্দেই একটি অন্তর্নিহিত প্রেরণা ও উদ্দীপনা আছে যা মানুষকে কাজ করতে উদ্বুদ্ধ করে।
-
অন্যদিকে, indifference, aimlessness, ও purposelessness শব্দগুলো ambition-এর বিপরীত অর্থ প্রকাশ করে।
-
indifference মানে উদাসীনতা বা কোনো কিছুর প্রতি আগ্রহহীনতা।
-
aimlessness বোঝায় লক্ষ্যহীনতা বা উদ্দেশ্য ছাড়া চলা।
-
purposelessness অর্থ কোনো নির্দিষ্ট উদ্দেশ্য না থাকা।
-
অতএব, “ambition”-এর সমার্থক শব্দ হলো desire, কারণ উভয়েই প্রবল ইচ্ছা ও লক্ষ্যপূরণের মানসিক তাগিদ প্রকাশ করে যা মানুষকে তার স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে উৎসাহিত করে।
0
Updated: 1 week ago
Choose the synonym of the word 'Covert'.
Created: 1 month ago
A
Secret
B
Revealed
C
Quorum
D
Jibe
The synonym of the word 'Covert' হলো Riddle। "Covert" হলো এমন কিছু যা গোপন বা লুকানো থাকে এবং সহজে নজরে আসে না।
-
Covert (noun)
-
English Meaning: Secret or hidden, making it difficult to notice
-
Bangla Meaning: লুক্কায়িত; চাপা, ঝোপঝাড়
-
Synonyms: Secret (গোপন), Private (একান্ত), Undercover (গুপ্ত), Mystery (রহস্য), Riddle (ধাঁধা)
-
Antonyms: Overt (প্রকাশ্য), Open, Public, Revealed (দৃষ্টিগোচর হওয়া), Exposed (উন্মুক্ত, প্রকাশিত)
-
Other Forms: Covertness (noun), Covertly (adverb)
-
Example Sentences:
-
He stole a covert glance at her across the table
-
You will never know about the covert actions taken by the CIA
-
-
-
Other options for comparison:
-
Quorum (noun)
-
English Meaning: The smallest number of people who must be at a meeting before it can begin or decisions can be made
-
Bangla Meaning: সভার বৈধতার জন্য কমপক্ষে যে কয়জন সদস্যের উপস্থিতি প্রয়োজন
-
-
Jibe (verb transitive)
-
English Meaning: Jibe (at somebody/something) an unkind or offensive remark about somebody / To be in accord or agree
-
Bangla Meaning: উপহাস করা; ঠাট্টা করা; সঙ্গতি বা সম্মতি জানানো
-
-
0
Updated: 1 month ago
What is the synonym of the word 'Perennial'?
Created: 1 month ago
A
Enduring
B
Ceasing
C
Reverent
D
Travesty
Correct answer: Enduring। "Perennial" শব্দটির অর্থ হলো দীর্ঘস্থায়ী বা বারবার ঘটে এমন কিছু, যা সময়ের সঙ্গে স্থায়ী থাকে।
-
Perennial (adjective)
-
English Meaning: continuing for a very long time; happening again and again
-
Bangla Meaning:
-
বারোমেসে
-
দীর্ঘস্থায়ী
-
(গাছ) দুই বছরের বেশি জীবৎকালীন
-
-
Synonyms: Enduring (দীর্ঘস্থায়ী), Everlasting (নিরন্তর), Eternal (চিরন্তন), Persistent (অবিরাম), Endless (অন্তহীন)
-
Antonyms: Ending (সমাপ্তি), Ceasing (বিরতি), Halting (থামা), Terminating (সমাপক), Finishing (শেষ করা)
-
Other Forms: Perennially (adverb)
-
Example Sentences:
-
Colonialism in different forms is a perennial theme of history
-
It actually refers to a perennial effort to stipulate the requirements
-
-
-
Other options for comparison:
-
Reverent (adjective)
-
English Meaning: Showing deep respect
-
Bangla Meaning: শ্রদ্ধাভাবাপন্ন; শ্রদ্ধান্বিত; শ্রদ্ধাশীল
-
-
Travesty (noun)
-
English Meaning: Something that does not have the qualities or values it should have, often considered wrong or offensive
-
Bangla Meaning: প্যারোডি
-
-
0
Updated: 1 month ago