Choose the correct sentence.
A
On Saturdays, Rahim usually goes fishing or doing something in order to derive pleasure.
B
On Saturdays, Rahim usually goes fishing or done something in order to derive pleasure.
C
On Saturdays, Rahim usually goes fishing or catching something in order to derive pleasure.
D
On Saturdays, Rahim usually goes fishing or does something in order to derive pleasure.
উত্তরের বিবরণ
Correct sentence: On Saturdays, Rahim usually goes fishing or does something in order to derive pleasure।
Sentence টি Parallelism এর নিয়ম মেনে গঠিত।
Parallelism হলো যখন কোনো বাক্যে ধারাবাহিক কিছু তথ্য বা কাজ উল্লেখ করা হয়, তখন প্রত্যেক তথ্যকে একই ধরনের গঠন বা part of speech ব্যবহার করে সাজানো হয়। এটি বাক্যকে সুষম এবং পাঠযোগ্য করে তোলে।
Parallelism এর নিয়ম:
-
And, or, but, be verb ইত্যাদির আগে এবং পরে সমজাতীয় parts of speech বসতে হবে।
-
Both...and, Not only...but also, Either...or, Neither...nor ইত্যাদি correlatives এর উভয় পাশে সমজাতীয় parts of speech বসতে হবে।
-
উদাহরণস্বরূপ, যদি একটি অংশ noun হয়, অন্যগুলোও noun হবে; যদি adjective হয়, সবগুলো adjective হবে।
-
Infinitive বা Gerund ব্যবহার করলে সবগুলো অংশ একই রূপের Infinitive বা Gerund হবে।
প্রদত্ত বাক্যের বিশ্লেষণ:
-
Or-এর আগে অংশে goes fishing আছে, তাই পরবর্তী অংশে does something ব্যবহার করা হয়েছে। এটি verb phrase হিসেবে parallel।
Other options:
-
On Saturdays, Rahim usually goes fishing or doing something – ভুল, participle ব্যবহার করা হয়েছে, “go fishing”-এর সাথে parallel নয়।
-
On Saturdays, Rahim usually goes fishing or done something – ভুল, past participle ব্যবহার করা হয়েছে, যা parallel নয়।
-
On Saturdays, Rahim usually goes fishing or catching something – ভুল, gerund ব্যবহার করা হয়েছে, যা “go fishing”-এর সাথে parallel নয়।
0
Updated: 1 month ago
What will be the correct preposition to complete the sentence? 'I am not bad ____ tennis'.
Created: 5 months ago
A
in
B
at
C
about
D
with
• Bad at something:
English meaning: These words describe a person who lacks skill in doing something.
• The word with the broadest use is bad. You can be bad at something or bad at doing something.
Example: We’re really bad at predicting future costs.
• দক্ষতা/অদক্ষতা বুঝাতে শব্দের সাথে at ব্যবহৃত হয়। যেমন- good at, bad at etc.
যেমনঃ
He is bad/good at cricket. [a bad/good player]
Running is bad/good for you. [unhealthy/healthy]
I am not bad at tennis.
He is good at chess.
Complete sentence: I am not bad at tennis.
Source: Cambridge Dictionary.
0
Updated: 5 months ago
Identifying correct sentences.
Created: 1 month ago
A
Neither the chairman nor the members were present yesterday.
B
Neither the chairman nor the members are present yesterday.
C
Not the chairman definitely nor the members were present yesterday.
D
Neither the chairman or the members were present yesterday.
সঠিক বাক্য হলো Neither the chairman nor the members were present yesterday. এখানে “Neither --- nor” Co-relative Conjunction হিসেবে ব্যবহার করা হয়েছে, যা দুটি উপাদানের মধ্যে নেতিবাচক সম্পর্ক প্রকাশ করে। নিচে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো।
-
Neither --- nor ব্যবহারের নিয়ম
-
যখন দুটি Noun/Pronoun যুক্ত হয়, তখন Verb নির্ভর করে শেষের Noun/Pronoun এর ওপর।
-
উদাহরণে শেষের Noun হলো the members (plural), তাই Verb হলো were।
-
-
Structure:
-
[Either/Neither] + singular noun + [or/nor] + singular noun + singular verb
-
উদাহরণ: Neither the salesmen nor the marketing manager is in favor of the system.
-
-
[Either/Neither] + singular/plural noun + [or/nor] + plural noun + plural verb
-
উদাহরণ: Neither John nor his friends are going to the beach today.
-
-
-
ভুল অপশনগুলো:
-
(খ) Neither the chairman nor the members are present yesterday.
-
ভুল কারণ yesterday নির্দেশ করছে Past Tense, তাই are নয়, were হবে।
-
-
(গ) Not the chairman definitely nor the members are present.
-
ভুল কারণ "Nor" ব্যবহার করলে বাক্যের শুরুতে অবশ্যই Neither বসতে হবে।
-
-
(ঘ) Neither the chairman or the members are present.
-
ভুল কারণ Neither এর সাথে or নয়, nor ব্যবহার করতে হবে।
-
-
0
Updated: 1 month ago
Which one is the correct sentence?
Created: 1 month ago
A
You, he and me are good friends.
B
You, him and I are good friends.
C
He, you and I are good friends.
D
You, he and I are good friends.
সঠিক উত্তর হলো You, he and I are good friends. এখানে pronoun ব্যবহারের নিয়ম অনুসরণ করা হয়েছে। বিস্তারিতভাবে ব্যাখ্যা নিচে দেওয়া হলো।
-
I, You এবং He হলো Personal Pronoun এর উদাহরণ।
-
যখন First person, Second person এবং Third person একই বাক্যে ব্যবহৃত হয়, তখন সেগুলো বসানোর নির্দিষ্ট ক্রম থাকে।
-
নিয়ম অনুযায়ী, প্রথমে Second person, তারপর Third person এবং শেষে First person বসে।
-
এই নিয়মকে সংক্ষেপে 231-order বলা হয়।
-
উল্লিখিত অন্যান্য অপশনে (ক) ও (খ)-এ ভুল ছিল। Verb এর আগে সবসময় Pronoun এর Subjective form ব্যবহার করতে হয়। তাই Me এর পরিবর্তে I এবং Him এর পরিবর্তে He ব্যবহার করতে হবে।
-
(গ) অপশনে সঠিকভাবে Pronoun এর ক্রম মেনে লেখা হয়েছে। তাই সঠিক উত্তর হলো You, he and I are good friends.
0
Updated: 1 month ago