পাকিস্তানের কোন প্রেসিডেন্ট 'মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ' জারি করেন?
A
ইস্কান্দার মির্জা
B
আইয়ুব খান
C
জুলফিকার আলী ভুট্টো
D
লিয়াকত আলী খান
উত্তরের বিবরণ
১৯৬০-এর দশকে জেনারেল আইয়ুব খানের শাসনামলে প্রবর্তিত মৌলিক গণতন্ত্র ছিল পাকিস্তানের স্থানীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা, যা কেন্দ্রীয় ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও স্থানীয় অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করে।
-
মৌলিক গণতন্ত্র ১৯৫৯ সালে জেনারেল আইয়ুব খান কর্তৃক জারি করা আদেশের মাধ্যমে প্রবর্তিত হয়।
-
প্রারম্ভিক পর্যায়ে এটি পাঁচ স্তরবিশিষ্ট ব্যবস্থা হিসেবে কাজ করত।
-
নিম্ন থেকে উচ্চ স্তর পর্যন্ত এই স্তরগুলো ছিল:
-
ইউনিয়ন পরিষদ (পল্লী এলাকায়) এবং শহর ও ইউনিয়ন কমিটি (পৌর এলাকায়)
-
থানা পরিষদ (পূর্ব পাকিস্তানে), তহশিল পরিষদ (পশ্চিম পাকিস্তানে)
-
জেলা পরিষদ
-
বিভাগীয় পরিষদ
-
প্রাদেশিক উন্নয়ন উপদেষ্টা পরিষদ
-
0
Updated: 1 month ago
কত সালে বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক করে?
Created: 1 month ago
A
২০০৬ সালে
B
২০০৮ সালে
C
২০০৫ সালে
D
২০১২ সালে
রাজনৈতিক দলের নিবন্ধন হলো বাংলাদেশের নির্বাচন কমিশনের অধীনে পরিচালিত একটি প্রক্রিয়া, যার মাধ্যমে রাজনৈতিক দলসমূহকে নির্বাচনে অংশগ্রহণের জন্য বৈধতা প্রদান করা হয়।
-
আইনি প্রেক্ষাপট:
-
২০০৮ সালে বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক করে।
-
১৯৭২ সালের Representation of People Order (RPO)-এ রাজনৈতিক দল নিবন্ধনের কোনো বিধান না থাকলেও, ১/১১ সরকারের সময় Representation of People (Amendment) Ordinance, 2008-এর মাধ্যমে এটি সংযোজন করা হয়।
-
এই আইনে ১৯৭২ সালের RPO-র একটি অতিরিক্ত অধ্যায় সংযোজন করা হয়েছে, যার মধ্যে ৯টি ধারা (৯০এ থেকে ৯০আই) অন্তর্ভুক্ত।
-
-
নিবন্ধন প্রক্রিয়া:
-
ধারা ৯০এ অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করতে চাওয়া দলসমূহকে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হবে।
-
ধারা ৯০বি(১) অনুযায়ী কোনো রাজনৈতিক দলকে নিবন্ধন পেতে হলে, দলটি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দরখাস্ত দাখিলের তারিখ পর্যন্ত নির্দিষ্ট শর্তাবলী পূরণ করতে হবে।
-
0
Updated: 1 month ago
বর্তমানে বিসিবির সভাপতি কে? [ আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
আমিনুল ইসলাম
B
তামিম ইকবাল খান
C
খালেদ মাহমুদ সুজন
D
নিজাম উদ্দিন চৌধুরী
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং দেশের ক্রিকেট ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পরিচিত।
-
আমিনুল ইসলাম বিসিবির ১৬তম সভাপতি হিসেবে দায়িত্ব নেন।
-
তিনি বাংলাদেশের অভিষেক টেস্টে দেশের হয়ে প্রথম সেঞ্চুরি করা খেলোয়াড়।
-
জাতীয় দলে এক যুগের বেশি সময় ধরে খেলেছেন এবং জার্সি গায়ে ১৩ টেস্ট ও ৩৯ ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে।
-
তার নেতৃত্বে ১৯৯৯ সালে বাংলাদেশ প্রথমবার বিশ্বকাপে অংশগ্রহণ করে।
-
২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর দেশে কোচিং কার্যক্রম শুরু করেন।
উৎস:
0
Updated: 1 month ago
‘সি টু সামিট’ অভিযান সম্পন্ন করা বাংলাদেশি-
Created: 1 month ago
A
ইকরামুল হাসান শাকিল
B
এম এ মুহিত
C
বাবর আলী
D
সৌকত রেজা চৌধুরি
ইকরামুল হাসান শাকিল বাংলাদেশের একজন প্রতিভাবান পর্বতারোহী, যিনি কক্সবাজার থেকে হেঁটে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেছেন।
-
তিনি ৬ষ্ঠ বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্টে পৌঁছেছেন।
-
তার এভারেস্ট জয় ২০২৫ সালের ১৯ মে সম্পন্ন হয়।
-
মাত্র ৯০ দিনের মধ্যে বাংলাদেশ, ভারত ও নেপাল অতিক্রম করে প্রায় ১,৩০০ কিলোমিটার পথ পাড়ি দেন এবং ২৯,০৩১ ফুট উচ্চতার এভারেস্ট চূড়া জয় করেন।
-
এই অভিযানের নাম দিয়েছেন ‘সি টু সামিট’, যার অর্থ সমুদ্র থেকে শৃঙ্গ।
-
শাকিলের ‘সি টু সামিট’ অভিযান শুরু হয় ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, কক্সবাজার থেকে।
-
এ অভিযানে তিনি সবচেয়ে কম সময়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার রেকর্ডও গড়েছেন।
উৎস:
0
Updated: 1 month ago