পাকিস্তানের কোন প্রেসিডেন্ট 'মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ' জারি করেন?
A
ইস্কান্দার মির্জা
B
আইয়ুব খান
C
জুলফিকার আলী ভুট্টো
D
লিয়াকত আলী খান
উত্তরের বিবরণ
মৌলিক গণতন্ত্র:
- মৌলিক গণতন্ত্র
১৯৬০-এর দশকে জেনারেল আইয়ুব খানের শাসনামলে প্রবর্তিত একটি স্থানীয় সরকার পদ্ধতি।
- পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান মৌলিক গণতন্ত্র আদেশ ১৯৫৯ জারি করেন।
- প্রারম্ভিক পর্যায়ে মৌলিক গণতন্ত্র ছিল একটি পাঁচ স্তরবিশিষ্ট ব্যবস্থা।
- নিম্ন থেকে শুরু করে এ স্তরগুলো ছিল:
- ইউনিয়ন পরিষদ (পল্লী এলাকায়) এবং শহর ও ইউনিয়ন কমিটি (পৌর এলাকায়),
- থানা পরিষদ (পূর্ব পাকিস্তানে), তহশিল পরিষদ (পশ্চিম পাকিস্তানে),
- জেলা পরিষদ,
- বিভাগীয় পরিষদ এবং
- প্রাদেশিক উন্নয়ন উপদেষ্টা পরিষদ।

0
Updated: 1 day ago
পায়রা সমুদ্র বন্দর দেশের কততম সমুদ্র বন্দর?
Created: 1 day ago
A
প্রথম
B
দ্বিতীয়
C
চতুর্থ
D
তৃতীয়
• পায়রা বন্দর:
- বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা।
- পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রাবনাবাদ চ্যানেলের তীরে অবস্থিত।
- ১৩ আগস্ট ২০১৬ সালে সীমিত পরিসরে পায়রা বন্দরের কার্যক্রম শুরু হয়।
- সেপ্টেম্বর ২০১৯ থেকে নিয়মিতভাবে কয়লা ও অন্যান্য পণ্যবাহী জাহাজ এই বন্দরে আগমন করছে।
- নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান রয়েল হাসকনিংডিএইচভি এর মাধ্যমে বন্দরের মাস্টার প্ল্যান প্রস্তুত হয়েছে।
- রাবনাবাদ চ্যানেলে মূল খনন (ক্যাপিটাল ড্রেজিং) চলছে।
উল্লেখ্য,
- চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান সামুদ্রিক বন্দর।
- এটি কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত।
- ইংরেজ শাসনের প্রথম দিকে ইংরেজ ও দেশীয় ব্যবসায়ীরা বার্ষিক এক টাকা সেলামির বিনিময়ে নিজ ব্যয়ে কর্ণফুলি নদীতে কাঠের জেটি নির্মাণ করেন।
- ১৮৬০ খ্রিস্টাব্দে প্রথম দুটি অস্থায়ী জেটি নির্মিত হয়।
- ১৯৫৪ সালের ২০শে
উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

0
Updated: 1 day ago
বাংলাদেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত?
Created: 2 weeks ago
A
সাভার, ঢাকা
B
মিরসরাই, চট্টগ্রাম
C
আড়াইহাজার, নারায়ণগঞ্জ
D
মাধবরাম, কুড়িগ্রাম
জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (National Special Economic Zone – NSEZ)
-
অবস্থান: চট্টগ্রাম জেলার মিরসরাই ও সীতাকুন্ড উপজেলা এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলার উপকূলীয় এলাকা, বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলের পাশে।
-
মোট আয়তন: প্রায় ১৩৭ বর্গকিলোমিটার (৩৩,৮০৫ একর)
-
৪১% (১৪,০০০ একর) – শিল্পকারখানা
-
৫৯% – খোলা জায়গা, বনায়ন, বন্দর সুবিধা, আবাসন, স্বাস্থ্য, প্রশিক্ষণ ও বিনোদন কেন্দ্র
-
-
গঠন: ৩টি ইকোনমিক জোন এবং মোট ১২টি পৃথক অঞ্চলে বিভক্ত
-
বেপজা অর্থনৈতিক অঞ্চল
-
পোশাক (বিজিএমইএ) শিল্পপার্ক
-
ভারতীয় অর্থনৈতিক অঞ্চল
-
এসবিজি (শিকদার, বসুন্ধরা ও গ্যাসমেন গ্রুপ) অর্থনৈতিক অঞ্চল ইত্যাদি
-
-
উদ্দেশ্য ও সম্ভাবনা:
-
পুরো অঞ্চল চালু হলে আগামী ১৫ বছরে প্রায় ১৫ লাখ লোকের কর্মসংস্থান
-
প্রতিবছর রপ্তানি আয় প্রায় ১,৫০০ কোটি ডলার
-
-
উদ্বোধন: ২০১৬ সালে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল নামে
উৎস: জাতীয় তথ্য বাতায়ন ও বেপজা ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
সর্বোচ্চ কত শতাংশ মন্ত্রী সংসদ সদস্য না হয়েও নিয়োগ পেতে পারেন?
Created: 5 days ago
A
৫%
B
৮%
C
১০%
D
১৫%
বাংলাদেশের সংবিধানে মন্ত্রিপরিষদের গঠন নিয়ে সুনির্দিষ্ট বিধান রয়েছে। এর মূল উদ্দেশ্য হলো, রাষ্ট্র পরিচালনায় জনগণের প্রত্যক্ষভাবে নির্বাচিত প্রতিনিধিদের প্রাধান্য নিশ্চিত করা। সংবিধানের অনুচ্ছেদ ৫৬(২) অনুযায়ী মন্ত্রিপরিষদের অধিকাংশ সদস্য সংসদ সদস্যদের মধ্য থেকে নিয়োগ পেতে হবে।
-
সংবিধানের ৫৬(২) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের অন্তত নয়-দশমাংশ (৯০%) সংসদ সদস্য হতে হবে।
-
এভাবে নিশ্চিত করা হয় যে তাঁরা নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে জনগণের প্রত্যাশা প্রতিফলিত করবেন।
-
মন্ত্রিপরিষদের বাকি সর্বোচ্চ দশ শতাংশ (১০%) সদস্য হতে পারেন এমন ব্যক্তি, যারা সরাসরি সংসদ সদস্য নন কিন্তু সংসদে নির্বাচিত হওয়ার যোগ্যতা রাখেন।

0
Updated: 5 days ago