তমদ্দুন মজলিস গঠিত হয় কার নেতৃত্বে?
A
কামুদ্দিন আহমেদ
B
আবদুল মতিন
C
অধ্যাপক আবুল কাশেম
D
ড. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তরের বিবরণ
ভাষা আন্দোলনের পটভূমি:
- ১৯৪৭ সালের ১৪ই আগস্ট ভারত উপমহাদেশ বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান সৃষ্টি হয়।
- তৎকালীন পূর্ববঙ্গ পাকিস্তানের একটি অংশে পরিণত হয়।
- পাকিস্তান নামক এই নতুন রাষ্ট্রের শাসকগোষ্ঠী প্রথমেই বাঙালিকে শোষণ করার কৌশল হিসেবে বাংলা ভাষার ওপর আঘাত হানে।
- ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পূর্বেই নতুন রাষ্ট্র পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে এ প্রশ্ন দেখা দিয়েছিল।
- সে সময় মুসলিম লীগের প্রভাবশালী নেতারা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পক্ষে মতামত দেন।
- তখনই আবদুল হক ও ড. মুহম্মদ শহীদুল্লাহসহ বাংলার বুদ্ধিজীবী, শিক্ষার্থী ও লেখকগণ এর প্রতিবাদ করেন।
- অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তমদ্দুন মজলিস গঠিত হয়।
- তমদ্দুন মজলিস ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।

0
Updated: 1 day ago
ঘোড়াশাল সার কারখানার উৎপাদিত সারের নাম-
Created: 1 day ago
A
টিএসপি
B
জিপসাম
C
এমওপি
D
ইউরিয়া
• ঘোড়াশাল সার কারখানা:
- ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানী (জিপিএফপিএলসি) নরসিংদী জেলায় অবস্থিত।
- পূর্বেকার ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিমিটেড (ইউএফএফএল) এবং পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিমিটেড (পিইউএফএফএল) একীভূত হয়।
- একিভূত হয়: ০১-০৭-২০২১ খ্রি.।
- ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানী (জিপিএফপিএলসি) গঠিত হয়।
- উৎপাদিত সার: ইউরিয়া।
উল্লেখ্য,
- ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিঃ প্রতিষ্ঠিত হয়:
১৯৭০ সালে নরসিংদী জেলায়।
- পলাশ ইউরিয়া সার কারখানা প্রতিষ্ঠিত হয়: ১৯৮৫ সালে নরসিংদী জেলায়।

0
Updated: 1 day ago
মারমা জাতিগোষ্ঠী গ্রামকে তাদের ভাষায় কী বলে?
Created: 1 week ago
A
রোয়া
B
পুঞ্জি
C
রোয়াজা
D
কার্বারি
মারমা
-
বাংলাদেশের পার্বত্য অঞ্চলের নৃগোষ্ঠীগুলোর মধ্যে জনসংখ্যার দিক থেকে মারমাদের অবস্থান দ্বিতীয়।
-
অধিকাংশ মারমা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় বসবাস করেন। 'মারমা' শব্দটি ‘ম্রাইমা’ থেকে উদ্ভূত।
-
পার্বত্য অঞ্চলে বোমাং সার্কেলের অন্তর্ভুক্ত মারমা সমাজের প্রধান বোমাং চিফ বা বোমাং রাজা।
-
প্রত্যেক মৌজায় বিভিন্ন গ্রাম থাকে, এবং গ্রামবাসী গ্রামের প্রধান মনোনীত করে।
-
মারমারা গ্রামকে তাঁদের ভাষায় ‘রোয়া’ এবং গ্রামের প্রধানকে ‘রোয়াজা’ বলে।
-
মারমাদের জীবিকার প্রধান উপায় কৃষি, এবং তাদের চাষাবাদের প্রধান পদ্ধতি জুম।
-
মারমারা বৌদ্ধ ধর্মাবলম্বী এবং এই ধর্মের অনুষ্ঠানাদি উদযাপন করে।
তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ৮ম শ্রেণি।

0
Updated: 1 week ago
National Academy for Primary Education কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
ঢাকা
B
গাজীপুর
C
ময়মনসিংহ
D
পাবনা
National Academy for Primary Education (নেপ):
-
অবস্থান: ময়মনসিংহ।
-
প্রতিষ্ঠা: নেপ সর্বপ্রথম ১৯৬৯ সালে জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
-
মহান স্বাধীনতার পর: ১৯৭২ সালে জুনিয়র ট্রেনিং কলেজগুলো রূপান্তরিত হয়ে কলেজ অব এডুকেশন নামে কার্যক্রম শুরু করে।
-
১৯৭৮ সালে: ময়মনসিংহস্থ কলেজ অব এডুকেশন "মৌলিক শিক্ষা একাডেমি" (Academy for Fundamental Education) নামে প্রতিষ্ঠিত হয়।
-
১৯৮৫ সালে: এর নামকরণ করা হয় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)।
-
২০০৪ সালের ১ অক্টোবর থেকে একাডেমি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করে।
সূত্র: নেপ ওয়েবসাইট

0
Updated: 1 month ago