ঊনসত্তরের গণআন্দোলনে কত দফা দাবি উত্থাপন করে?
A
৮ দফা
B
২১ দফা
C
১২ দফা
D
১১ দফা
উত্তরের বিবরণ
১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ছিল পূর্ব পাকিস্তানের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ গণআন্দোলন, যা পাকিস্তানি শাসনের বিরুদ্ধে জনগণের শক্তিশালী প্রতিরোধ ও জাতীয় চেতনার উন্মেষ ঘটায়। আন্দোলনটি বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন রাজনৈতিক ও ছাত্র-সংগঠনের সমন্বয়ে আরও সংগঠিত হয়।
-
১৯৬৯ সালে ১১ দফা দাবি পেশ করা হয়।
-
ঊনসত্তরের গণঅভ্যুত্থান পাকিস্তান প্রতিষ্ঠার পরবর্তীকালের সবচেয়ে বড় আন্দোলন হিসেবে বিবেচিত।
-
১৯৬৯ সালের ৪ জানুয়ারি, পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন (মতিয়া ও মেনন গ্রুপ), পূর্ব পাকিস্তান ছাত্রলীগ ও ডাকসুর নেতৃবৃন্দ মিলে ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’ গঠন করেন।
-
ছাত্র সংগ্রাম পরিষদ বঙ্গবন্ধুর ছয় দফার সঙ্গে মিলিয়ে আরও কিছু দাবি নিয়ে ১১ দফা দাবি পেশ করে।
-
২২ মার্চ, আইয়ুব খান পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খানকে অপসারণ করেন।
-
২৫ মার্চ, আইয়ুব খান সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানের নিকট ক্ষমতা হস্তান্তর করেন।
-
ঊনসত্তরের গণঅভ্যুত্থানে গ্রাম ও শহরের কৃষক ও শ্রমিকদের মধ্যে শ্রেণি চেতনার উন্মেষ ঘটে।
0
Updated: 1 month ago
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
চট্টগ্রাম
B
খুলনা
C
গাজীপুর
D
যশোর
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড হলো বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় পরিচালিত একটি প্রধান রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান, যা দেশের শিল্প ও প্রযুক্তি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
এটি গাজীপুরের শিমুলতলীতে অবস্থিত।
-
বিএমটিএফ-এ মোট ১৯টি কার্যকরী কারখানা রয়েছে।
-
সেনাবাহিনী প্রধান প্রতিষ্ঠানটির বোর্ড চেয়ারম্যান।
-
প্রতিষ্ঠানটি সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে একটি বোর্ড চেয়ারম্যান এবং একজন ব্যবস্থাপনা পরিচালক দ্বারা পরিচালিত হয়।
0
Updated: 1 month ago
২০২৬ সালে বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) ১৪তম মন্ত্রিপর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
Created: 1 month ago
A
নাইরোবি, কেনিয়া
B
আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত
C
ইয়াউন্দে, ক্যামেরুন
D
জেনেভা, সুইজারল্যান্ড
WTO (World Trade Organization) হলো বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক সংস্থা।
-
প্রতিষ্ঠিত: ১ জানুয়ারি, ১৯৯৫
-
বর্তমান সদস্য দেশ: ১৬৬টি
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা
-
প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT)
-
বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (MC14) অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ২৬ থেকে ২৯ মার্চ, ইয়াউন্দে, ক্যামেরুনে।
0
Updated: 1 month ago
ঘোড়াশাল সার কারখানার উৎপাদিত সারের নাম-
Created: 1 month ago
A
টিএসপি
B
জিপসাম
C
এমওপি
D
ইউরিয়া
ঘোড়াশাল সার কারখানা হলো নরসিংদী জেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সরকারি সার উৎপাদন প্রতিষ্ঠান।
-
প্রতিষ্ঠানটির পূর্ণ নাম: ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানী (জিপিএফপিএলসি)
-
পূর্বের দুটি কারখানা ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিমিটেড (ইউএফএফএল) এবং পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিমিটেড (পিইউএফএফএল) ০১-০৭-২০২১ তারিখে একীভূত হয়ে জিপিএফপিএলসি গঠিত হয়।
-
উৎপাদিত সার: ইউরিয়া
উল্লেখযোগ্য তথ্য:
-
ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিমিটেড প্রতিষ্ঠিত হয় ১৯৭০ সালে নরসিংদী জেলায়।
-
পলাশ ইউরিয়া সার কারখানা প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে নরসিংদী জেলায়।
0
Updated: 1 month ago