মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত হয় কোন জেলা?
A
ঢাকা
B
যশোর
C
কুষ্টিয়া
D
গাজীপুর
উত্তরের বিবরণ
মুক্তিযুদ্ধে যশোর জেলা:
- মুক্তিযুদ্ধের সময় প্রথম যশোর জেলা শত্রুমুক্ত হয়।
- যশোর জেলা প্রথম শত্রুমুক্ত হয়- ৬ ডিসেম্বর, ১৯৭১ সালে।
- মুক্তিযুদ্ধকালীন ১১টি সেক্টরের মধ্যে যশোর ছিল ৮ নম্বর সেক্টরের অধীনে।
- মূলত বৃহত্তর যশোর ও কুষ্টিয়া জেলা, ফরিদপুর ও খুলনা জেলার কিছু অংশ ছিল ৮ নম্বর সেক্টরের আওতাধীন।
- ৮ নং সেক্টরের হেডকোয়ার্টার ছিল কল্যানীতে।
- এ সেক্টরের কমান্ডার ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী ও মেজর এম. এ মঞ্জুর।
- বীরশ্রেষ্ঠ শহিদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ যশোরের গোয়ালহাটি গ্রামে শহিদ হন।

0
Updated: 1 day ago
মোস্ট-ফেভারড-নেশন (MFN) নীতি কোন সংস্থার সাথে সংশ্লিষ্ট?
Created: 1 week ago
A
জাতিসংঘ
B
বিশ্ব বাণিজ্য সংস্থা
C
আন্তর্জাতিক মুদ্রা তহবিল
D
বিশ্ব ব্যাংক
মোস্ট-ফেভারড-নেশন (Most-Favored-Nation, MFN) নীতি মূলত বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-র সঙ্গে সম্পর্কিত।
-
নীতির মূল বক্তব্য: কোনো দেশ তার বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে বৈষম্যহীন আচরণ করবে। অর্থাৎ, একটি দেশকে যে সুবিধা দেওয়া হবে, অন্য সব দেশকেও সেই একই সুবিধা দিতে হবে।
-
WTO-এর অধীনে, MFN নীতি সদস্য দেশগুলোর মধ্যে বৈষম্যহীন বাণিজ্য নিশ্চিত করে।
বিস্তারিত দিক:
-
নীতি বিভিন্ন রাষ্ট্রসমূহের মধ্যে সমতা স্থাপন করে।
-
চুক্তিভূক্ত কোনো দেশকে বিশেষ সুবিধা প্রদান করা হয় না।
-
চুক্তিভূক্ত দেশের সামগ্রীকে একই পর্যায়ে বিবেচনা করা হয়।
-
এর মাধ্যমে বাণিজ্যিক বৈষম্য কমানো এবং আন্তর্জাতিক বাণিজ্যের সমতা প্রতিষ্ঠিত হয়।
-
প্রাথমিকভাবে, MFN নীতি GATT (General Agreement on Tariffs and Trade) চুক্তির অধীনে কার্যকর ছিল, পরে এটি WTO-এর আওতায় চলে আসে।

0
Updated: 1 week ago
আইনের মাধ্যমে যে কোনো সংস্থা বা কর্তৃপক্ষকে বিধি প্রণয়নের ক্ষমতা দিতে পারে-
Created: 1 week ago
A
সুপ্রিম কোর্ট
B
বিচার বিভাগ
C
প্রধান বিচারপতি
D
জাতীয় সংসদ
জাতীয় সংসদ
-
জাতীয় সংসদ সরকারের তিনটি বিভাগের একটি আইন বিভাগ।
-
আইনবিভাগের একটি অংশ হলো আইনসভা, যার বাংলাদেশের নাম ‘জাতীয় সংসদ’।
-
সংসদ প্রণীত আইন রাষ্ট্রপতির সম্মতি লাভের পর কার্যকর হয়।
-
জাতীয় সংসদ মোট ৩৫০ জন সদস্য নিয়ে গঠিত।
-
এর মধ্যে ৩০০ জন জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন।
-
৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত।
-
-
সংবিধান অনুযায়ী সংসদ যে কোনো নতুন আইন প্রণয়ন এবং প্রচলিত আইন পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করতে পারে।
-
সংসদ আইনের মাধ্যমে সংস্থা বা কর্তৃপক্ষকে আদেশ, বিধি, উপবিধি ও প্রবিধান প্রণয়নের ক্ষমতা প্রদান করতে পারে।
-
সংসদ প্রণীত আইনে রাষ্ট্রপতি ১৫ দিনের মধ্যে সম্মতি প্রদান করবেন।

0
Updated: 1 week ago
ডাম্বারটন ওকস সম্মেলনে কত সদস্যের নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব দেওয়া হয়?
Created: 1 week ago
A
৯ সদস্য
B
১১ সদস্য
C
১৩ সদস্য
D
১৫ সদস্য
ডাম্বারটন ওকস সম্মেলন (Dumbarton Oaks Conference)
-
স্থান ও সময়: ওয়াশিংটনের ডাম্বারটন ওকস ভবনে, ২১ আগস্ট – ৭ অক্টোবর ১৯৪৪।
-
উপস্থিত দেশ: সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন।
-
উদ্দেশ্য: জাতিসংঘ গঠনের প্রাথমিক রূপরেখা ও কাঠামো নির্ধারণ।
প্রধান প্রস্তাবসমূহ:
-
জাতিসংঘ গঠনের রূপরেখা, লক্ষ্য ও দায়িত্ব নির্ধারণ।
-
সাধারণ পরিষদ: সমস্ত সদস্য রাষ্ট্রের সমন্বয়ে গঠিত।
-
নিরাপত্তা পরিষদ: ১১ সদস্য বিশিষ্ট, যার মধ্যে ৫টি স্থায়ী এবং ৬টি অস্থায়ী সদস্য, অস্থায়ী সদস্যদের মেয়াদ ২ বছর।
-
আন্তর্জাতিক বিচার আদালত স্থাপন।
-
সচিবালয় প্রতিষ্ঠা।

0
Updated: 1 week ago