বাংলাদেশের জাতীয় পতাকা প্রথমবারের মতো উত্তোলন করেন-
A
নূরুল আমিন
B
আ স ম আব্দুর রব
C
সিরাজ চৌধুরী
D
আ স ম সোহরাওয়ার্দী
উত্তরের বিবরণ
জাতীয় পতাকা:
- জাতীয় পতাকা প্রথম উত্তোলন হয় ২রা মার্চ, ১৯৭১ সালে।
- স্থান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পশ্চিম দিকের গেটে।
- উত্তোলন করেন: ছাত্রনেতা আ. স. ম. আবদুর রব।
- বাংলাদেশের আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার পূর্বেই পাকিস্তান রাষ্ট্রকে প্রত্যাখ্যানের শামিল।
উল্লেখ্য,
- স্বাধীনতার পর বঙ্গবন্ধু ১৯৭২ সালে পটুয়া কামরুল হাসানকে দায়িত্ব দেন জাতীয় পতাকার নকশা চূড়ান্ত করার।
- পটুয়া কামরুল হাসানের হাতেই আমাদের জাতীয় পতাকা বর্তমান রূপ লাভ করেছে।

0
Updated: 1 day ago
বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তন করা হয় কত সালে?
Created: 1 day ago
A
১৯৭৫ সালে
B
১৯৬০ সালে
C
১৯৫৫ সালে
D
১৯৮০ সালে
বাংলা একাডেমি পুরস্কার ১৯৬০ সালে প্রবর্তিত হয় এবং এটি বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য প্রদত্ত সম্মাননা। পুরস্কারটি সাহিত্যের বিভিন্ন শাখায় বিশিষ্ট ব্যক্তি ও গবেষকদের উৎসাহিত করার জন্য প্রদত্ত হয়।
-
কবিতা: মাসুদ খান
-
নাটক ও নাট্যসাহিত্য: শুভাশিস সিনহা
-
প্রবন্ধ/গদ্য: সলিমুল্লাহ খান
-
বিজ্ঞান: রেজাউর রহমান
-
অনুবাদ: জি এইচ হাবিব
-
গবেষণা: মুহম্মদ শামজাহান মিয়া
-
ফোকলোর: সৈয়দ জামিল আহমেদ
উৎস:

0
Updated: 1 day ago
WTO-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী শাখা কোনটি?
Created: 1 week ago
A
Dispute Settlement Body
B
Ministerial Conference
C
Trade Policy Review Body
D
General Council
WTO Ministerial Conference (মন্ত্রী পর্যায়ের সম্মেলন)
-
সংজ্ঞা: WTO-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা
-
গঠন: সকল সদস্য দেশ দ্বারা গঠিত
-
কার্যাবলী:
-
WTO-এর কার্যকরী বিভাগ হিসেবে কাজ করা
-
General Council-এর অধিবেশনের অন্তর্বর্তী সময়ে কার্য পরিচালনা
-
-
আয়োজনের ফ্রিকোয়েন্সি: প্রতি দুই বছর
-
সর্বশেষ মন্ত্রী পর্যায়ের সম্মেলন: ২০২৪, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত (MC13)
-
পরবর্তী সম্মেলন: ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (MC14), ২৬–২৯ মার্চ, ২০২৬, ইয়াউন্দে, ক্যামেরুন
WTO-এর প্রধান কাজ:
-
উরুগুয়ে রাউন্ড চুক্তির প্রয়োগ ও বাস্তবায়ন
-
বহুপাক্ষিক বাণিজ্য আলোচনার ফোরাম হিসেবে কাজ করা
-
বাণিজ্য সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি
-
সদস্য দেশগুলোর জাতীয় বাণিজ্য নীতিমালা পর্যবেক্ষণ
-
উন্নয়নশীল দেশসমূহকে কারিগরি সহযোগিতা ও প্রশিক্ষণ প্রদান

0
Updated: 1 week ago
বাংলাদেশ বীমা কোম্পানীর নিয়ন্ত্রক সংস্থা-
Created: 1 day ago
A
বাংলাদেশ ব্যাংক
B
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ
C
বীমা সমিতি
D
আই.ডি.আর.এ
আইডিআরএ:
- বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
- এটি ২০১১ সালের ২৬ জানুয়ারি "বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০"
অনুযায়ী গঠিত হয়।
- বাংলাদেশ সরকার "বীমা আইন, ২০১০"
প্রণয়ন করে বীমা ব্যবসাকে উন্নয়ন ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে।
- আইডিআরএ গঠনের মূল উদ্দেশ্য হলো বীমা ব্যবসার তদারকি করা এবং বীমা গ্রহীতার স্বার্থ রক্ষা করা।

0
Updated: 1 day ago