ড. মিলন কোন আন্দোলনে শহিদ হয়?
A
ছয় দফা আন্দোলন
B
ভাষা আন্দোলন
C
শিক্ষা আন্দোলন
D
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন
উত্তরের বিবরণ
স্বৈরাচার বিরোধী আন্দোলন:
- ডা. মিলন স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় শহিদ হয়েছিলেন।
- ১৯৯০ সালের ৬ ডিসেম্বর, ছাত্র-জনতা-পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনগুলোর আন্দোলনের ফলে স্বৈরাচারী শাসক হুসেইন মুহম্মদ এরশাদের পতন ঘটেছিল।
- নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে ১৯৮৭ সালের ১০ নভেম্বর ঢাকার জিরো পয়েন্টে পুলিশের গুলিতে নূর হোসেন মারা যান। তাঁর গায়ে সাদা রঙ দিয়ে লেখা ছিল
"স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক"।
- এই আন্দোলনে প্রাণ হারান নূর হোসেন, সেলিম, দেলোয়ার, তাজুল, ডা. মিলন, নূরুল হুদা, বাবুল, ফাত্তাহসহ অনেক আন্দোলনকারী।
- শেষপর্যন্ত, স্বৈরাচারী শাসক এরশাদকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে বাধ্য করা হয়।

0
Updated: 1 day ago
মুক্তিযুদ্ধে বীরত্ব অবদানে কতজন নারীকে বীর প্রতীক উপাধি দেওয়া হয়?
Created: 1 day ago
A
২ জন
B
৫ জন
C
১ জন
D
৪ জন
মুক্তিযুদ্ধে নারীর অবদান:
- ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নিয়েছেন
- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ প্রকৃত অর্থেই ছিল জনযুদ্ধ।
- নারী-পুরুষ নির্বিশেষে সর্বাত্মক এই যুদ্ধে শামিল হয়েছিল সমানভাবে।
- মোট গেজেটভুক্ত নারী মুক্তিযোদ্ধা ২০৩ জন।
- বর্তমানে মোট বীরাঙ্গনা নারী মুক্তিযোদ্ধার সংখ্যা ৪৪৮ জন।
- এদের মধ্যে খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ২ জন।
- ২ জন নারী বীর প্রতীক: ক্যাপ্টেন ডা. সিতারা বেগম এবং তারামন বিবি।

0
Updated: 1 day ago
জাতিসংঘ সনদের কোন অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদ গঠনের কথা বলা হয়েছে?
Created: 1 week ago
A
অনুচ্ছেদ ২৩
B
অনুচ্ছেদ ২৪
C
অনুচ্ছেদ ২৭
D
অনুচ্ছেদ ২৮
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (UN Security Council) হলো জাতিসংঘের প্রধান সংস্থা, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করার দায়িত্বে নিয়োজিত।
-
প্রধান দায়িত্ব: বিশ্বজুড়ে শান্তি বজায় রাখা এবং সংঘাত প্রতিরোধ করা
-
সদস্য সংখ্যা: ১৫টি (৫টি স্থায়ী এবং ১০টি অস্থায়ী)
গঠন ও ক্ষমতা:
-
জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদ অনুসারে নিরাপত্তা পরিষদ গঠিত।
-
স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে; তারা একটি সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তা গৃহীত হবে না।
-
অস্থায়ী সদস্যরা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন, মেয়াদকাল সাধারণত দুই বছর। তাদের কোনো ভেটো ক্ষমতা নেই, তবে তারা আলোচনায় অংশগ্রহণ করতে পারে এবং ভোট দিতে পারে।
কাজ ও পদ্ধতি:
-
২৪ নং অনুচ্ছেদ: নিরাপত্তা পরিষদের কাজ, দায়িত্ব ও ক্ষমতা
-
২৭ নং অনুচ্ছেদ: ভোটিং পদ্ধতি
-
২৮ নং অনুচ্ছেদ: কাজের পদ্ধতি

0
Updated: 1 week ago
ECOSOC প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা কত ছিল?
Created: 1 week ago
A
১৮টি
B
২১টি
C
২২টি
D
২৯টি
জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC) হলো জাতিসংঘের প্রধান অঙ্গসংস্থা, যা অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত ইস্যু নিয়ে নীতি নির্ধারণ ও সদস্যদের আলোচনার কেন্দ্রবিন্দু।
-
মূল ভূমিকা:
-
টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নের জন্য উদ্ভাবনমূলক ধারণা নিয়ে আলোচনার কেন্দ্র।
-
জাতিসংঘ সনদের দশম অধ্যায় (৬১–৭২ নং অনুচ্ছেদ) এ ECOSOC-এর কার্যক্রম বর্ণিত।
-
-
সদস্যপদ:
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ১৮টি
-
বর্তমান সদস্য: ৫৪টি
-
সদস্য নির্বাচনের নিয়ম: প্রতি বছর ১৮টি সদস্য দেশ ৩ বছরের মেয়াদের জন্য নির্বাচিত হয়।
-
-
অধিবেশন: বছরে কমপক্ষে দুইবার অনুষ্ঠিত হয় নিউইয়র্ক বা জেনেভায়।
-
বাংলাদেশের সদস্যপদ:
-
২০২৫–২০২৭ মেয়াদে বাংলাদেশ নির্বাচিত হয়েছে এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের প্রার্থী হিসেবে।
-
১৮৯ ভোটের মধ্যে ১৮১ ভোট পেয়ে বাংলাদেশ নির্বাচিত হয়।
-

0
Updated: 1 week ago