ড. মিলন কোন আন্দোলনে শহিদ হয়?
A
ছয় দফা আন্দোলন
B
ভাষা আন্দোলন
C
শিক্ষা আন্দোলন
D
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন
উত্তরের বিবরণ
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নব্বইয়ের দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলন ছিল এক গুরুত্বপূর্ণ গণআন্দোলন, যা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ প্রশস্ত করে। আন্দোলনে ছাত্র, জনতা, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন সক্রিয় ভূমিকা পালন করে এবং অনেক নেতাকর্মী প্রাণ হারান।
-
ডা. মিলন স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় শহিদ হন।
-
১৯৯০ সালের ৬ ডিসেম্বর, ছাত্র-জনতা, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনগুলোর আন্দোলনের ফলে স্বৈরাচারী শাসক হুসেইন মুহম্মদ এরশাদের পতন ঘটে।
-
নব্বইয়ের আন্দোলনের সময়, ১৯৮৭ সালের ১০ নভেম্বর, ঢাকার জিরো পয়েন্টে পুলিশের গুলিতে নূর হোসেন মারা যান। তাঁর গায়ে লেখা ছিল—"স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক"।
-
আন্দোলনে প্রাণ হারান নূর হোসেন, সেলিম, দেলোয়ার, তাজুল, ডা. মিলন, নূরুল হুদা, বাবুল, ফাত্তাহসহ বহু আন্দোলনকারী।
-
শেষপর্যন্ত স্বৈরাচারী শাসক এরশাদকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে বাধ্য করা হয়।
0
Updated: 1 month ago
বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত কোনটি? [আগস্ট,২০২৫]
Created: 1 month ago
A
তৈরী পোশাক শিল্প
B
চামড়াজাত পণ্য
C
কৃষি পণ্য
D
পাটজাত পণ্য
বাংলাদেশের রপ্তানি খাতের মধ্যে পোশাক শিল্প শীর্ষে থাকলেও চামড়া ও চামড়াজাত পণ্য খাতও গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং সম্প্রতি উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
-
দেশের প্রধান রপ্তানি খাত: পোশাক শিল্প
-
দ্বিতীয় প্রধান রপ্তানি খাত: চামড়া ও চামড়াজাত পণ্য
-
গত জুলাই মাসে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে রপ্তানি আয়: ১২ কোটি ৭৪ লাখ ডলার
-
একই মাসের আগের বছরের রপ্তানি আয় ছিল ৯ কোটি ৮২ লাখ ডলার
-
এই খাতের রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ২৯.৫%
-
বাংলাদেশের চামড়াজাত পণ্যের বড় বাজার: যুক্তরাষ্ট্র
0
Updated: 1 month ago
কনসার্ট ফর বাংলাদেশ’ এর অন্যতম উদ্যোক্তা ছিলেন কে?
Created: 1 month ago
A
সত্যজিৎ রায়
B
পন্ডিত যশরাজ
C
রবি শংকর
D
শাহ আব্দুল করিম
বাংলাদেশের মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক প্রচারে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ ছিল এক ঐতিহাসিক আয়োজন। এটি শুধু সঙ্গীতের অনুষ্ঠান ছিল না, বরং বিশ্ববাসীর কাছে মুক্তিযুদ্ধের ন্যায্যতা তুলে ধরার একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছিল।
-
মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের জনগণ, প্রচারমাধ্যম ও কংগ্রেসের অনেক সদস্য বাংলাদেশের পক্ষে সোচ্চার ছিলেন।
-
তবে যুক্তরাষ্ট্রের সরকার, চীন, ইরান ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল।
-
মার্কিন শিল্পী, সাহিত্যিক ও অনেক রাজনীতিবিদ বাংলাদেশের পক্ষে অবস্থান নেন।
-
পণ্ডিত রবি শংকরের উদ্যোগে এই কনসার্টের আয়োজন করা হয়।
-
স্থান ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক।
-
অনুষ্ঠানের নাম ছিল ‘কনসার্ট ফর বাংলাদেশ’।
-
এতে প্রায় ৪০,০০০ দর্শক উপস্থিত ছিলেন।
-
বিশ্বখ্যাত শিল্পীদের মধ্যে ছিলেন জর্জ হ্যারিসন, বব ডিলানসহ আরও অনেকে।
-
এই অনুষ্ঠানটির মাধ্যমে মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহের পাশাপাশি আন্তর্জাতিক জনমত গঠনের পথও সুগম হয়।
0
Updated: 1 month ago
'জগদ্দল মহাবিহার' কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
নাটোর
B
কুমিল্লা
C
বগুড়া
D
নওগাঁ
জগদ্দল মহাবিহার বাংলাদেশের নওগাঁ জেলার ধামুরহাট উপজেলায় অবস্থিত এবং এটি প্রাচীন বৌদ্ধ শিক্ষার অন্যতম কেন্দ্র।
-
পাল রাজাদের সময় নির্মিত বিখ্যাত প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিক্রমশীলা মহাবিহার (মগধ), বিক্রমপুরী বিহার (বিক্রমপুর) এবং সোমপুর ও জগদ্দল মহাবিহার (বরেন্দ্র অঞ্চল) বিশেষভাবে উল্লেখযোগ্য।
-
নির্মাতা: সম্ভবত রামপাল (১০৭৭-১১২০)।
-
ঐতিহাসিক সূত্র: মদনপালের রাজত্বকালে রচিত সন্ধ্যাকরনন্দীর রামচরিতম গ্রন্থ অনুযায়ী, বিহারটি বরেন্দ্রীতে অবস্থিত।
-
বিখ্যাত বৌদ্ধ পণ্ডিতরা, যেমন বিভূতি চন্দ্র, দানশীল, মোক্ষকর গুপ্ত ও শুভকর গুপ্ত, জগদ্দল মহাবিহারের সঙ্গে যুক্ত ছিলেন।
-
শুভকর গুপ্ত ও অভয়কর গুপ্ত বিক্রমশীলা মহাবিহারের অন্যান্য পণ্ডিতদের সঙ্গে ওই বিহার ধ্বংসের পর জগদ্দল মহাবিহারে আশ্রয় নিয়েছিলেন এবং এখানে বৌদ্ধধর্ম বিষয়ক বহু সংস্কৃত গ্রন্থ রচনা করেছিলেন।
0
Updated: 1 month ago