A good title for the passage will be_____.
A
Telescope and exploration of the universe.
B
Digital telescope and exploration of the universe.
C
Astronomers and exploration of the universe.
D
Space exploration in the new millennium.
উত্তরের বিবরণ
The correct answer is - option খ) Digital telescope and exploration of the universe.
• The passage tells us about how modern digital telescopes have become and how they help astronomers to explore the world easily and efficiently.
- so "Digital telescope and exploration of the universe." is a suitable title for the passage.
• Option Explanation:
- সাধারণত, passage -এর title নির্ধারণের ক্ষেত্রে লক্ষ রাখতে হয় যে, - passage -এর মূল theme টি যেন focus করা হয়।
- অর্থাৎ, passage -এর প্রতিটি para ভালো করে পড়ে দেখতে হবে যে, passage টিতে কোন বিষয়ে জোর দেওয়া হয়েছে।
- এখানে প্রথম প্যারায় telescope এবং data base - এর সম্পর্ক এবং exploration - এর উপস্থিতি ছাড়াই digital sensor যুক্ত করার মাধ্যমে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা যায় বলা হয়েছে।
- অর্থাৎ, আবিষ্কারের ক্ষেত্রে digital telescope -এর বিষয়টিকেই জোর দিয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
• সুতরাং, passage -এর বিষয়ের প্রাসঙ্গিকতার বিবেচনায় option (খ) ই সঠিক উত্তর।

0
Updated: 2 months ago
Choose the correct sentence.
Created: 1 month ago
A
He resembles like his father.
B
He resembles with his father.
C
He resembles his father.
D
He resembles similar to his father.
He resembles his father.
(তার বাবা’র সঙ্গে ওর অনেক সাদৃশ্য আছে।)
-
"Resemble" মানে মিল থাকা বা দেখতে কারো মতো হওয়া।
-
এটা একটি transitive verb, অর্থাৎ এর পরে সরাসরি অবজেক্ট বসে, কোনো preposition লাগে না।
-
উদাহরণস্বরূপ: He resembles his father. (ঠিক)
-
ভুল:
-
He resembles like his father. ("like" লাগে না)
-
He resembles with his father. ("with" লাগে না)
-
He resembles similar to his father. (অতিরিক্ত শব্দ, কারণ "resemble" আর "similar to" একসাথে ব্যবহার করা ঠিক নয়)
-
সুত্র: Cambridge Dictionary; A Passage To The English Language - S. M. Zakir Hussain

0
Updated: 1 month ago
Choose the correct sentence-
Created: 3 months ago
A
Let he and you be witnesses
B
Let you and him be witnesses
C
Let you and he be witnesses
D
Let you and he be witness
১. যদি কোনো বাক্যে একাধিক Pronoun থাকে, তাহলে সাধারণত এগুলো Second Person → Third Person → First Person (সংক্ষেপে '231' নিয়মে) সাজানো হয়। যেমন:
You, he and I are responsible.
এক্ষেত্রে verb সর্বদা plural হয়।
২. তবে, যখন অপরাধ বা দোষ স্বীকার করার বিষয় থাকে, তখন pronoun-এর ক্রম হয় First Person → Second Person → Third Person (যেমন '123' বা '132')। যেমন:
I, you and he committed the crime.
৩. Let-এর পর সবসময় Objective Pronoun ব্যবহৃত হয়।
উদাহরণ: Let you and him be witnesses.
এখানে you এবং him — উভয়ই Objective Pronoun।
অন্যদিকে, you and he হলো এর Subjective form, যা Let-এর পরে ব্যবহারযোগ্য নয়।

0
Updated: 3 months ago
Select the correct sentence.
Created: 1 month ago
A
The man was tall who stole my bag.
B
The man stole my bag who was tall.
C
The man who stole my bag was tall.
D
The man was tall who is stealing tall my bag.
• The correct sentence is - The man who stole my bag was tall.
• Who এর পর সরাসরি verb আসে আর whom এর পর আসে noun বা pronoun.
- ব্যক্তিবাচক noun এর relative pronoun form হিসেবে তাই এখানে who ব্যবহৃত হবে।
• সাধারণত ব্যক্তির পরে Relative Pronoun Who বসে।
- person + who+ verb (according to person)
• Example:
- The man who said that was a fool.

0
Updated: 1 month ago