যুক্তফ্রন্ট গঠিত হয় কত সালে?
A
১৯৫৬ সালে
B
১৯৫৩ সালে
C
১৯৫২ সালে
D
১৯৫৪ সালে
উত্তরের বিবরণ
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যুক্তফ্রন্ট ছিল এক গুরুত্বপূর্ণ জোট, যা মূলত মুসলিম লীগের একক আধিপত্য ভাঙার উদ্দেশ্যে গঠিত হয়েছিল। নির্বাচনী রাজনীতিতে এটি ছিল জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন এবং গণআন্দোলনের এক গুরুত্বপূর্ণ মোড়।
-
১৯৫৩ সালের ১৪ নভেম্বর, ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে ‘যুক্তফ্রন্ট’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
-
যুক্তফ্রন্ট মূলত চারটি বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয়:
-
মওলানা ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ,
-
শেরেবাংলা এ কে ফজলুল হকের কৃষক-শ্রমিক পার্টি,
-
মওলানা আতাহার আলীর নেজামে ইসলাম পার্টি,
-
হাজী দানেশের নেতৃত্বাধীন বামপন্থী গণতন্ত্রী দল।
-
-
তবে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইতে সংশোধন আকারে উল্লেখ করা হয়েছে যে, যুক্তফ্রন্ট প্রধানত ৫টি দলের সমন্বয়ে গঠিত হয়েছিল।
-
নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল ‘নৌকা’।
-
আওয়ামী মুসলিম লীগের নির্বাচনী কর্মসূচির ৪২ দফা দাবি থেকে প্রধান প্রধান দাবি নিয়ে যুক্তফ্রন্ট গড়ে তোলা হয়।
-
যুক্তফ্রন্ট নির্বাচনের জন্য ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে।
-
আবুল মনসুর আহমদ ছিলেন এই ২১ দফা কর্মসূচির মুখ্য রচয়িতা।
0
Updated: 1 month ago
কে ইলিয়াস শাহকে 'শাহ-ই-বাঙ্গালাহ' উপাধিতে ভূষিত করেন?
Created: 1 month ago
A
সম্রাট আকবর
B
ফখরুদ্দিন মুবারক শাহ
C
শামস-ই-সিরাজ আফীফ
D
ইখতিয়ারউদ্দিন গাজী শাহ
শামস-ই-সিরাজ আফীফ ইলিয়াস শাহকে ‘শাহ-ই-বাঙ্গালাহ’ উপাধিতে ভূষিত করেন, যা বাংলার স্বাধীন সুলতানি যুগে তাঁর অবদানের স্বীকৃতি। সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ এবং তাঁর শাসনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিম্নরূপ:
-
ফখরুদ্দিন মুবারক শাহ বাংলার স্বাধীন সুলতানি যুগের সূচনা করলেও, সুলতানি যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ।
-
তিনি দুই বাংলার সমগ্র সীমানা একত্রিত করে ‘বাঙ্গালাহ’ নামটি প্রচলিত করেন।
-
তাঁর রাজত্বকালে বাঙালিরা সর্বপ্রথম একটি জাতি হিসেবে আত্মপ্রকাশ করে।
-
এ সময় বাংলার লোকেরা বাঙালি হিসেবে পরিচিত হয়।
-
ঐতিহাসিকরা তাঁকে ‘বাঙালি জাতীয়তাবাদের জনক’ হিসেবে উল্লেখ করেছেন।
-
ইলিয়াস শাহ ১৬ বছর রাজত্ব করার পর ১৩৫৮ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।
-
১৩৫২ খ্রিস্টাব্দে তিনি ফখরুদ্দিন মুবারক শাহের পুত্র ও সোনারগাঁও-এর শাসক ইখতিয়ারউদ্দিন গাজী শাহকে পরাজিত করে পূর্ব বঙ্গে রাজ্য সম্প্রসারণ করেন।
-
লখনৌতি, সাতগাঁও এবং সোনারগাঁও অধিকার করে ইলিয়াস শাহ সমগ্র বাংলার একচ্ছত্র অধিপতির মর্যাদা লাভ করেন।
-
এর আগে এই বিরল গৌরব কোনো মুসলিম শাসক অর্জন করতে পারেননি।
-
এই কারণে ঐতিহাসিক শামস-ই-সিরাজ আফীফ তাঁকে ‘শাহ-ই-বাঙ্গালাহ’ এবং ‘সুলতান-ই-বাঙ্গালাহ’ উপাধিতে ভূষিত করেন।
উৎস:
0
Updated: 1 month ago
২০২৪ সালে দেশে কোন খাতে সর্বাধিক বৈদেশিক বিনিয়োগ এসেছে?
Created: 1 month ago
A
ব্যাংকিং খাত
B
কৃষি ও মৎস্য খাত
C
পোশাক খাত
D
টেলিকমিউনিকেশন খাত
বৈদেশিক বিনিয়োগ:
- মূলত বিদেশ থেকে যত বিনিয়োগ আসে এবং সেই সময়ে আগের বিনিয়োগের অর্থ পরিশোধ করার পর বিয়োজন করলে যা অবশিষ্ট থাকে সেটাই নিট বিনিয়োগ।
- ২০২৪ সালে দেশে মোট নেট এফডিআই এসেছে ১.২৭ বিলিয়ন ডলার বা ১২৭ কোটি ডলার।
- এটি ২০২৩ সালের তুলনায় ১৩.২৫ শতাংশ কম।
⇒ ২০২৪ সালে আসা মোট এফডিআইয়ের মধ্যে ৬২২ মিলিয়ন ডলার ছিল রিইনভেস্টেড আর্নিংস।
- বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে ব্যাংকিং খাতে—৪১৬ মিলিয়ন ডলার।
- এরপর পোশাক খাতে এসেছে ৪০৭ মিলিয়ন ডলার।
- এ ছাড়া চামড়া ও চামড়াজাত পণ্যে ১৩ কোটি ৬০ লাখ, কৃষি ও মৎস্য খাতে ৭ কোটি ৫ লাখ এবং ট্রেডিং খাতে ৫ কোটি ৬৩ লাখ ডলার এফডিআই এসেছে।
- এর মধ্যে বিদেশি বিনিয়োগ বেড়েছে চামড়া, কৃষি, মৎস্য ও ট্রেডিং খাতে; কমেছে তৈরি পোশাক ও বস্ত্র খাতে। এ ছাড়া বিদ্যুৎ, ফার্মাসিউটিক্যালস ও টেলিকমিউনিকেশন খাতেও গত বছর এফডিআই কমেছে।
0
Updated: 1 month ago
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত বিদেশি মুক্তিযোদ্ধা ডব্লিউ. এ. এস. ওডারল্যান্ড কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন?
Created: 1 month ago
A
পোল্যান্ড
B
জার্মানি
C
রাশিয়া
D
নেদারল্যান্ডস
ডব্লিউ. এ. এস. ওডারল্যান্ড – মুক্তিযুদ্ধের বিদেশি বীর
-
জাতীয়তা: অস্ট্রেলিয়ান (জন্ম নেদারল্যান্ডস)
-
মুক্তিযুদ্ধে অবদান:
-
১৯৭১ সালে ঢাকা বাটা সু কোম্পানিতে কর্মরত অবস্থায় মুক্তিযুদ্ধে অংশ নেন।
-
২ নং সেক্টরে যুদ্ধ করেন।
-
-
খেতাব: বাংলাদেশের মুক্তিযুদ্ধে একমাত্র বিদেশি নাগরিক যিনি বীর প্রতীক খেতাব পান।
-
মৃত্যু: ১৮ মে ২০০১, অস্ট্রেলিয়া।
সংক্ষেপে, ওডারল্যান্ড বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অসামান্য বীরত্বের পরিচয় দিয়ে একমাত্র বিদেশি হিসেবে বীর প্রতীক খেতাব অর্জন করেন।
0
Updated: 1 month ago