যুক্তফ্রন্টের ২১ দফা নির্বাচনী ইশতেহার কে রচনা করেন?
A
মওলানা ভাসানী
B
ওয়াহিদুজ্জামান
C
আতাহার আলী
D
আবুল মনসুর আহমদ
উত্তরের বিবরণ
যুক্তফ্রন্ট গঠন:
- ১৯৫৪ সালের নির্বাচনে পূর্ব বাংলার দলগুলোর মধ্যে মুসলিম লীগ ছিল পুরাতন ও বড় দল।
- ২১ দফা কর্মসুচির মুখ্য রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমদ।
- পূর্ব বাংলার প্রাদেশিক সরকার পরিচালনা করত মুসলিম লীগ।
- ফলে ১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করার কৌশল হিসেবে জোটবদ্ধ হয়।
- ১৯৫৩ সালের ১৪ই নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে 'যুক্তফ্রন্ট' গঠনের সিদ্ধান্ত হয়।
- মওলানা ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ,
- শেরেবাংলা এ কে ফজলুল হকের কৃষক-শ্রমিক পার্টি,
- মওলানা আতাহার আলীর নেজামে ইসলাম পার্টি,
- হাজী দানেশের বামপন্থি গণতন্ত্রী দল।
- নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল 'নৌকা'।
- যুক্তফ্রন্টের ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়।

0
Updated: 1 day ago
বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য হচ্ছে -
Created: 5 days ago
A
লিখিত ও সুপরিবর্তনীয়
B
অলিখিত ও সুপরিবর্তনীয়
C
লিখিত ও দুষ্পরিবর্তনীয়
D
অলিখিত ও দুষ্পরিবর্তনীয়
বাংলাদেশের সংবিধান একটি লিখিত ও দুষ্পরিবর্তনীয় দলিল, যা দেশের রাষ্ট্রব্যবস্থা, নাগরিক অধিকার ও সরকারি কাঠামো নির্ধারণ করে। এর মূল কাঠামো পরিবর্তন করা কঠিন এবং সময়সাপেক্ষ।
প্রধান তথ্যগুলো হলো:
-
সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের, যা কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২।
-
সংবিধানে মোট ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।
-
সংবিধানের ভাগ বা অধ্যায়ের সংখ্যা: ১১টি।
-
সংবিধানের মূলনীতি সংখ্যা: ৪টি।
-
সংবিধান দুষ্পরিবর্তনীয়, অর্থাৎ এর পরিবর্তন সহজ নয়।
-
সংবিধান দেশের রাষ্ট্রীয় কাঠামো ও নাগরিক অধিকার সংরক্ষণ করে।
উল্লেখযোগ্য: বাংলাদেশের সংবিধানের প্রকৃতি হলো লিখিত ও দুষ্পরিবর্তনীয়।

0
Updated: 5 days ago
’শিখা চিরন্তন’ কোথায় অবস্থিত?
Created: 4 days ago
A
ঢাকা সেনানিবাস
B
বঙ্গভবন
C
সোহরাওয়ার্দী উদ্যানে
D
গণভবন
শিখা চিরন্তন
-
প্রতিষ্ঠা: ১৯৯৭ সালের ২৬শে মার্চ
-
অবস্থান: ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে
-
উদ্দেশ্য: মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের অমর স্মৃতি চিরজাগ্রত রাখা
-
ঐতিহাসিক প্রেক্ষাপট:
-
১৯৭১ সালের ৭ই মার্চ শেখ মুজিবুর রহমান এখানে স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন
-
১৬ই ডিসেম্বর পাকিস্তানি দখলদার বাহিনী আত্মসমর্পণ করেছিল সোহরাওয়ার্দী উদ্যানে
-
-
উল্লেখযোগ্যতা: বাংলাদেশের স্বাধীনতার রজতজয়ন্তী উপলক্ষে স্থাপিত

0
Updated: 4 days ago
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির সর্বোচ্চ গন্তব্য কোন দেশ?
Created: 2 weeks ago
A
কানাডা
B
জার্মানি
C
যুক্তরাষ্ট্র
D
স্পেন
২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক (RMG) রপ্তানি চিত্র
সার্বিক রপ্তানি অবস্থা:
-
মোট রপ্তানি: ৪৬.৫৭ বিলিয়ন মার্কিন ডলার (২০১টি দেশ ও অঞ্চল)
-
তৈরি পোশাক খাতের রপ্তানি আয়: ৩৯.৩৫ বিলিয়ন মার্কিন ডলার
-
খাতটির প্রবৃদ্ধি: ৮.৮৪%
দেশভিত্তিক প্রধান বাজার:
-
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ): ১৯.৭১ বিলিয়ন ডলার (৫০.১০%)
-
মার্কিন যুক্তরাষ্ট্র: ৭.৫৪ বিলিয়ন ডলার (১৯.১৮%)
-
যুক্তরাজ্য: ৪.৩৫ বিলিয়ন ডলার (১১.০৫%)
-
কানাডা: ১.৩০ বিলিয়ন ডলার (৩.৩১%)
ইউরোপের ভেতরে প্রধান বাজারসমূহ:
-
জার্মানি: ৪.৯৫ বিলিয়ন ডলার
-
স্পেন: ৩.৪০ বিলিয়ন ডলার
-
ফ্রান্স: ২.১৬ বিলিয়ন ডলার
-
নেদারল্যান্ডস: ২.০৯ বিলিয়ন ডলার
-
পোল্যান্ড: ১.৭০ বিলিয়ন ডলার
-
ইতালি: ১.৫৪ বিলিয়ন ডলার
-
ডেনমার্ক: ১.০৪ বিলিয়ন ডলার
প্রবৃদ্ধি (২০২৪–২৫ অর্থবছরে):
-
ইইউ বাজারে: ৯.১০%
-
যুক্তরাষ্ট্রে: ১৩.৭৯%
-
কানাডায়: ১২.০৭%
আন্তর্জাতিক অবস্থান:
-
ডব্লিউটিও’র World Trade Statistics 2024 অনুযায়ী, চীনের পর বাংলাদেশ বিশ্বের ২য় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ।
উৎস:
i) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
ii) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ওয়েবসাইট
iii) প্রথম আলো

0
Updated: 2 weeks ago