বায়ান্নের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার গভর্নর ছিলেন কে?
A
টিক্কা খান
B
খাজা নাজিমুদ্দিন
C
ফিরোজ খান নুন
D
মোঃ নূরুল আমীন
উত্তরের বিবরণ
ভাষা আন্দোলন:
- ভাষা আন্দোলন সময় পূর্ব বাংলার গভর্ণর ছিলেন ফিরোজ খান নুন।
- ১৯৫২ সালের জানুয়ারি মাসের শেষ দিকে খাজা নাজিমুদ্দিনের একটি উক্তি থেকে নতুন করে ভাষা আন্দোলন শুরু হয়।
- ২৭ জানুয়ারি নাজিমুদ্দিন ঘোষণা দেন, 'পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু'।
- পূর্ববাংলা আইন পরিষদের অধিবেশনে ২২ ফেব্রুয়ারি পুনরায় ভাষা প্রশ্নে তুমুল বিতর্কের সৃষ্টি হয়।
- এই অধিবেশনের সরকারি কর্মকান্ডের কঠোর সমালোচনা করা হয়।
- পরিস্থিতির লক্ষ করে সরকারি দল রাষ্ট্রভাষা বাংলা সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করে।
- কিন্তু এই বিলের ওপর এক সংশোধনী প্রস্তাবে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য কেন্দ্রের নিকট সুপারিশ করা হয়।
- এরপর বিধান সভা ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবী করা হয়।
- কিন্তু গভর্নর ফিরোজ খান নুনের
উৎস: ইতিহাস, এসএসএইচএল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 day ago
বাংলাদেশের কোন ব্যাংক সর্বপ্রথম গুগল পে কার্যক্রম চালু করে?
Created: 1 week ago
A
এবি ব্যাংক
B
সিটি ব্যাংক
C
প্রাইম ব্যাংক
D
ব্র্যাক ব্যাংক
গুগল পে হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা, যা পূর্বে গুগল ওয়ালেট নামে পরিচিত ছিল।
-
বাংলাদেশে এই ডিজিটাল সেবা ২৪ জুন আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।
-
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ সেবার উদ্বোধন করেন।
-
গুগল, মাস্টারকার্ড এবং ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক এই নগদবিহীন লেনদেন সেবা প্রদান করছে।
-
আপাতত গুগল পে সেবা সিটি ব্যাংকের গ্রাহকদের জন্য সীমাবদ্ধ, তবে ভবিষ্যতে অন্যান্য ব্যাংকও এতে যুক্ত হতে পারে।
উৎস:

0
Updated: 1 week ago
রপ্তানির ক্ষেত্রে মূল্য সংযোজন কর -
Created: 4 days ago
A
০%
B
৫%
C
৭.৫%
D
১০%
মূল্য সংযোজন কর (Value Added Tax বা VAT) সংক্রান্ত তথ্য:
-
মূল্য সংযোজন কর হলো কোনো পণ্য বা সেবার উৎপাদন ও বণ্টনের প্রতিটি পর্যায় শেষে সংযোজিত মূল্যের ওপর আরোপিত শতকরা হারের কর।
-
বাংলাদেশে এটি একটি পরোক্ষ কর।
-
আইন ও কার্যকরকরণ:
-
১৯৯০ সালের মধ্য জুনে মূল্য সংযোজন কর আইন ১৯৯০ (খসড়া) প্রণীত হয়।
-
১ জুলাই ১৯৯১ সালে মূল্য সংযোজন কর চালু হয়।
-
-
কর হার:
-
সকল পণ্য ও সেবার উপর ১৫% মূল্য সংযোজন কর আরোপিত।
-
আমদানি ও সরবরাহের ক্ষেত্রে কর হার ১৫%।
-
রপ্তানির ক্ষেত্রে কর হার ০%।
-
-
ভোক্তা দায়িত্ব: পণ্য বা সেবার সর্বশেষ ভোক্তা মূল্য সংযোজন কর প্রদানকারী।
তথ্যসূত্র:

0
Updated: 4 days ago
কোন সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্মের মর্যাদা দেওয়া হয়?
Created: 1 day ago
A
সপ্তম
B
অষ্টম
C
নবম
D
দশম
অষ্টম
সংশোধনী:
অষ্টম সংশোধনী আইন ১৯৮৮ সালের
৭ জুন এই সংশোধনী
আইন পাস হয়। এর
দ্বারা সংবিধানের ২, ৩, ৫,
৩০ ও ১০০ অনুচ্ছেদ
সংশোধন করা হয়। এই
সংশোধনী আইনবলে
(১) ইসলাম রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষিত হয়;
(২) ঢাকার বাইরে হাইকোর্ট বিভাগের ছয়টি স্থায়ী বেঞ্চ স্থাপনের মধ্য দিয়ে বিচার
বিভাগের বিকেন্দ্রীকরণ করা হয়;
(৩) সংবিধানের ৩০ অনুচ্ছেদ সংশোধন
করে বাংলাদেশের রাষ্ট্রপতির পূর্বানুমতি ছাড়া এদেশের কোনো নাগরিক কর্তৃক
কোনো বিদেশী রাষ্ট্রের প্রদত্ত কোনো খেতাব, সম্মাননা,
পুরস্কার বা অভিধা গ্রহণ
নিষিদ্ধ করা হয়।
উল্লেখ করা যেতে পারে
যে, পরবর্তী সময়ে সুপ্রীম কোর্ট সংবিধানের ১০০ অনুচ্ছেদের সংশোধনীকে
অসাংবিধানিক ঘোষণা করে, কারণ তার
দ্বারা সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তিত হয়েছে।

0
Updated: 1 day ago