মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
A
১১টি
B
৭টি
C
৮টি
D
১০টি
উত্তরের বিবরণ
মুক্তিযুদ্ধ পরিচালনা:
- ১৯৭১ সালের ১০ই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়।
- তখন সরকার ৪টি সামরিক জোনে বাংলাদেশকে ভাগ করে ৪ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করে।
- ১১ই এপ্রিল তা পুনর্গঠিত করে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়।
- এ ছাড়াও
তিনটি ব্রিগেড ফোর্স গঠিত হয়।

0
Updated: 1 day ago
বাংলাদেশের নিচের কোন প্রতিষ্ঠানটি স্থানীয় স্বায়ত্তশাসিত?
Created: 4 days ago
A
উপজেলা পরিষদ
B
জাতীয় সংসদ
C
জেলা প্রশাসন
D
উপজেলা প্রশাসন
স্থানীয় স্বায়ত্তশাসন (Local Self-Government) – বাংলাদেশ
১. সংজ্ঞা
স্থানীয় স্বায়ত্তশাসন হলো নির্দিষ্ট এলাকার জনগণের স্বশাসন, যা সংশ্লিষ্ট এলাকার নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হয়।
-
প্রতিনিধিরা তাঁদের কার্যাবলীর জন্য জনগণের নিকট দায়ী থাকেন।
২. প্রধান বৈশিষ্ট্য
-
আইনগত ভিত্তি: কার্যক্রম পরিচালনার জন্য আইনগত অনুমোদন।
-
নির্বাচিত সংস্থা: প্রতিনিধিরা নির্বাচনের মাধ্যমে দায়িত্বে আসেন।
-
জনগণের অংশগ্রহণ: সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণের সক্রিয় অংশগ্রহণ।
-
তহবিল সংগ্রহের ক্ষমতা: কর বা অন্য উৎসের মাধ্যমে অর্থ সংগ্রহের ক্ষমতা।
-
পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন: স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা।
-
স্বাধীনতা: কেন্দ্রীয় বা বিভাগীয় প্রশাসনের নিয়ন্ত্রণমুক্ত থেকে স্বাধীনভাবে কার্য সম্পাদন।
৩. গুরুত্ব
-
এটি গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা বা সরকার পরিচালনার পরিশীলিত রূপ।
৪. বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ
-
ইউনিয়ন পরিষদ
-
উপজেলা পরিষদ
-
জেলা পরিষদ
-
পৌরসভা
-
সিটি কর্পোরেশন
-
পার্বত্য জেলা পরিষদ

0
Updated: 4 days ago
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত?
Created: 5 days ago
A
১.২০%
B
১.১৫%
C
১.১২%
D
১.১০%
বাংলাদেশের ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয় ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত। এই গণনায় দেশের মোট জনসংখ্যা, জনঘনত্ব, সাক্ষরতার হারসহ গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে।
প্রধান তথ্যগুলো হলো:
-
মোট জনসংখ্যা দাঁড়ায় ১৬,৯৮,২৮,৯১১ জন।
-
বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১.১২%।
-
সাক্ষরতার হার ছিল ৭৪.৮০%।
-
তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হয় CPI পদ্ধতি, আর গণনার ক্ষেত্রে প্রয়োগ করা হয় Modified De-fecto পদ্ধতি।
-
জনসংখ্যার ঘনত্বের দিক থেকে ঢাকা বিভাগে ঘনত্ব সবচেয়ে বেশি এবং বরিশাল বিভাগে সবচেয়ে কম।
-
জেলার হিসেবে সবচেয়ে কম জনঘনত্বের অধিকারী হলো রাঙ্গামাটি জেলা।

0
Updated: 5 days ago
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় দেশে প্রথমবারের মতো কোন রোগ প্রতিরোধে টিকা দেবে সরকার? [আগস্ট, ২০২৫]
Created: 2 weeks ago
A
ডেঙ্গু
B
হেপাটাইটিস
C
টাইফয়েড
D
চিকুনগুনিয়া
টাইফয়েড টিকা
-
দেশে প্রথমবারের মতো টাইফয়েড প্রতিরোধে সরকারী টিকা প্রদান করা হবে।
-
ভ্যাকসিনটি এসেছে গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায়।
-
সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)–এর আওতায় ১ সেপ্টেম্বর থেকে ৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী প্রায় ৫ কোটি শিশুকে এই টিকা দেওয়া হবে।
-
এক ডোজের ইনজেকটেবল টিকা ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা প্রদান করবে।
উল্লেখযোগ্য:
-
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুযায়ী, টাইফয়েড হলো স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট সিস্টেমিক সংক্রমণ, যা সাধারণত দূষিত খাদ্য বা পানি গ্রহণের মাধ্যমে হয়।
-
উপসর্গসমূহ: দীর্ঘস্থায়ী জ্বর, মাথাব্যথা, বমিভাব, ক্ষুধামন্দা, কখনো কোষ্ঠকাঠিন্য, আবার কখনো ডায়রিয়া।
-
গুরুতর ক্ষেত্রে জটিলতা বা মৃত্যু হতে পারে।
-
বিশ্বব্যাপী প্রতিবছর আনুমানিক ৯০ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয় এবং প্রায় ১ লাখ ১০ হাজার মানুষ মারা যায়।
তথ্যসূত্র: নিউজ প্রতিবেদন [Link]

0
Updated: 2 weeks ago