১৯৯০ সালে কার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল?
A
ড. ফখরুদ্দীন আহমেদ
B
বিচারপতি লতিফুর রহমান
C
বিচারপতি সাহাবুদ্দীন আহমদ
D
বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান
উত্তরের বিবরণ
তত্ত্বাবধায়ক সরকার গঠন ঘটে ১৯৯০ সালে, যখন এরশাদ সরকারের পতনের পর দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি হয়।
-
সংকট নিরসনের জন্য অস্থায়ী সরকার গঠন করা প্রয়োজন হয়ে ওঠে।
-
তৎকালীন প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়।
-
মোট সতেরো জন উপদেষ্টা নিয়োগ করা হয়।
0
Updated: 1 month ago
জাতীয় বাজেট ২০২৫-২৬ অনুযায়ী, জিডিপি প্রবৃদ্ধির হার কত?
Created: 1 month ago
A
৪.৪%
B
৫.৫%
C
৭.৭%
D
৯.৯%
জাতীয় বাজেট ২০২৫-২৬ সংক্রান্ত তথ্য:
-
বাজেটের ক্রম: ৫৪তম (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)
-
বাজেটের শিরোনাম: 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'
-
বাজেট উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)
-
বাজেট উত্থাপন তারিখ: ২ জুন, ২০২৫
-
বাজেট অনুমোদন: ২২ জুন, ২০২৫
-
বাজেট কার্যকর: ১ জুলাই, ২০২৫
-
জিডিপির আকার: ৬২,৪৪,৫৭৮ কোটি টাকা
-
জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
মূল্যবোধ বলতে কোনটিকে বুঝায়?
Created: 2 months ago
A
সমাজজীবনে মানুষের সুখী হওয়ার প্রয়োজনীয় উপাদান
B
মানুষের প্রাতিষ্ঠানিক কার্যাবলীর দিক নির্দেশনা
C
মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
D
মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ
মূল্যবোধ (Values):
-
মূল্যবোধ হলো মানব আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড।
-
এটি সেই চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প যা মানুষের সামগ্রিক আচরণ ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে।
-
সমাজজীবনে ব্যক্তিগত ও সমষ্টিগত আচরণকে যে সকল নীতিমালা নিয়ন্ত্রিত করে, তাদের সমষ্টিকেই সামাজিক মূল্যবোধ বলা হয়।
মূল্যবোধের সংজ্ঞা:
-
স্টুয়ার্ট সি. ডড (Stuart C. Dodd):
“সামাজিক মূল্যবোধ হলো সেই সব রীতিনীতির সমষ্টি, যা ব্যক্তি সমাজের নিকট হতে আশা করে এবং যা সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে।” -
এম. আর. উইলিয়াম (M.R. William):
“মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড। এর আদর্শে মানুষের আচার-ব্যবহার ও রীতি-নীতি নিয়ন্ত্রিত হয় এবং এই মানদণ্ডে সমাজে মানুষের কাজের ভালো-মন্দ বিচার করা হয়।”
উৎস: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
0
Updated: 2 months ago
জুলাই ঘোষণাপত্রে কতটি ধারা অন্তর্ভুক্ত রয়েছে?
Created: 1 month ago
A
১৬টি
B
২১টি
C
২২টি
D
২৮টি
জুলাই ঘোষণাপত্র হলো ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ দলিল, যার মাধ্যমে ওই গণ-অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি জুলাই জাতীয় সনদের মতো রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ঐকমত্যের রাজনৈতিক দলিল হিসেবে কাজ করে।
-
উদ্বোধন: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ৫ আগস্ট ২০২৫ তারিখে ‘৩৬ জুলাই উদ্যাপন’ শীর্ষক অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন।
-
ধারা: এই ঘোষণাপত্রে মোট ২৮টি ধারা অন্তর্ভুক্ত।
-
মূল বক্তব্য: ২৮ দফা ধারা অনুযায়ী, “বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে, ছাত্র-গণঅভ্যুত্থান ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে, এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে।”
0
Updated: 1 month ago