ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কত নং সেক্টরে যুদ্ধ করেন?
A
৪নং
B
৮নং
C
৭নং
D
২নং
উত্তরের বিবরণ
মুক্তিযুদ্ধ সেক্টর:
- ল্যান্স নায়েকমুন্সী আব্দুর রব- ১নং সেক্টর।
- সিপাহি মোস্তফা কামাল- ২নং সেক্টর।
- স্কোয়াড্রন ইন্জিনিয়ার রুহুল আমিন- ১০নং সেক্টর।
- ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ- ৮নং সেক্টর।
- সিপাহি হামিদুর রহমান- ৪নং সেক্টর।
- ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গির- ৭নং সেক্টর।
- ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান- কোনো সেক্টরে ছিলেন না।

0
Updated: 1 day ago
পাল রাজারা প্রায় কত বছর রাজত্ব করেন?
Created: 2 days ago
A
পঞ্চাশ বছর
B
একশ বছর
C
দুইশ বছর
D
চারশ বছর
পাল রাজবংশ প্রাচীন বাংলার অন্যতম বিখ্যাত এবং দীর্ঘস্থায়ী রাজবংশ হিসেবে পরিচিত। বাংলায় প্রায় চারশ বছর রাজত্ব করা এই বংশের প্রতিষ্ঠা এবং পতনের বিবরণ নিম্নরূপ:
-
প্রাচীন বাংলার রাজবংশসমূহের মধ্যে পালবংশ বিশেষভাবে বিখ্যাত।
-
পাল রাজারা প্রায় চারশ বছর রাজত্ব করেন।
-
৭৫৬ খ্রিস্টাব্দে রাজা গোপাল বাংলায় পাল রাজবংশের প্রতিষ্ঠা করেন।
-
অরাজকতাপূর্ণ অবস্থার পরিপ্রেক্ষিতে স্থানীয় সামন্তরা গোপালকে ক্ষমতায় বসান।
-
রাজা গোপালের প্রতিষ্ঠিত রাজবংশ ইতিহাসে পাল বংশ নামে প্রসিদ্ধ হয়।
-
-
পাল বংশের পতন:
-
রাজা রামপালের মৃত্যুর পর পাল সাম্রাজ্যের পতন শুরু হয়।
-
অল্পদিনের মধ্যেই পাল রাজবংশ বিলুপ্ত হয় এবং চারশ বছরের পাল শাসন সমাপ্ত হয়।
-
পাল বংশের পতনের পর বাংলায় সেন বংশের উত্থান ঘটে।
-
উৎস:

0
Updated: 2 days ago
বাংলাদেশে বসবাসকারী ত্রিপুরাদের সমাজব্যবস্থা কেমন?
Created: 5 days ago
A
মাতৃতান্ত্রিক
B
পিতৃতান্ত্রিক
C
সামন্ততান্ত্রিক
D
কোনটি নয়
ত্রিপুরা বা ত্রিপুরী (তিপ্রা) একটি নৃগোষ্ঠী, যাদের প্রধান আবাস ভারতের ত্রিপুরা রাজ্য হলেও বাংলাদেশেও তাদের একটি উল্লেখযোগ্য অংশ বসবাস করে। এরা ইতিহাস, ভাষা ও সংস্কৃতিতে স্বকীয় বৈশিষ্ট্য বহন করে।
প্রধান তথ্যগুলো হলো:
-
ত্রিপুরারা মূলত ভারতের ত্রিপুরা রাজ্যের অধিবাসী একটি নৃগোষ্ঠী।
-
বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে তাদের সংখ্যাগরিষ্ঠ অংশ বসবাস করে।
-
এ ছাড়া কুমিল্লা, সিলেট, বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, রাজবাড়ী, চাঁদপুর ও ফরিদপুরসহ সমতল অঞ্চলেও তাদের বসবাস রয়েছে।
-
ইতিহাস অনুসারে, তারা ভারতের আসাম হয়ে ধীরে ধীরে বর্তমান অঞ্চলে বসতি স্থাপন করে।
-
ত্রিপুরা নৃগোষ্ঠীর ভাষার নাম ককবরক।
-
বাংলাদেশে বসবাসকারী ত্রিপুরাদের সমাজব্যবস্থা পিতৃতান্ত্রিক।
-
ধর্মীয় দিক থেকে ত্রিপুরারা মূলত সনাতন ধর্মের অনুসারী।

0
Updated: 5 days ago
প্রথম জাতীয় সংসদ নির্বাচনে কতটি দল অংশগ্রহন করে?
Created: 1 day ago
A
১৬টি
B
১০টি
C
৫টি
D
১৪টি
প্রথম নির্বাচন:
- বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন ১৯৭৩ সালে।
- নির্বাচন অনুষ্ঠিত হয়ঃ ৭ই মার্চ ১৯৭৩ সালে।
- প্রধান নির্বাচন কমিশনারঃ বিচারপতি এম ইদ্রিস।
- স্বাধীন সার্বভৌম বাংলাদেশের এটিই ছিল সর্বপ্রথম জাতীয় সংসদ নির্বাচন।
- এই নির্বাচনে আওয়ামী লীগ জয় লাভ করে।
- মোট ৩০০টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২৯৩টি আসন লাভ করে।
- এই নির্বাচনের সূত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন।
- তিনি ঢাকা-১২ আসন থেকে বিজয়ী হয়েছিলেন।
- মোট আসন: ৩০০।
- সংরক্ষিত মহিলা আসন: ১৫ টি।
- অংশগ্রহণকারী মোট দল: ১৪ টি।

0
Updated: 1 day ago