ঢাকা শহরে অপারেশন সার্চলাইট পরিচালনায় মূল দায়িত্ব পায়-
A
জেনারেল আবরার হোসেন
B
রাও ফরমান আলী
C
নিয়াজি খান
D
গোলাম মুহাম্মদ
উত্তরের বিবরণ
অপারেশন সার্চলাইট:
- ১৮ই মার্চ টিক্কা খান, রাও ফরমান আলী 'অপারেশন সার্চলাইট' পরিচালনার নীলনকশা তৈরি করেন।
- ১৯শে মার্চ থেকে পূর্ব পাকিস্তানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যদের নিরস্ত্রীকরণ শুরু হয়।
- ২০শে মার্চ সরকার অস্ত্র জমা দেয়ার নির্দেশ জারি করে।
- ঐ দিন জেনারেল ইয়াহিয়া খান তার সামরিক উপদেষ্টা হামিদ খান, জেনারেল টিক্কা খান, জেনারেল পিরজাদা, জেনারেল ওমর প্রমুখকে নিয়ে ঢাকা ক্যান্টনমেন্টে সামরিক প্রস্তুতিকে পূর্ণাঙ্গ রূপ দেন।
- এ সময় প্রতিদিন ৬টি থেকে ১৭টি পর্যন্ত পিআইএ ফ্লাইট বোয়িং ৭০৭ বিমান সৈন্য ও রসদ নিয়ে ঢাকা আসে এবং অসংখ্য সৈন্য ও অস্ত্রশস্ত্র বোঝাই হয়ে আসা জাহাজ চট্টগ্রাম বন্দরে অপেক্ষা করে।
- ২৪শে মার্চ চট্টগ্রাম বন্দরে এম ভি সোয়াত জাহাজ
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম, শ্রেণি।

0
Updated: 1 day ago
তমদ্দুন মজলিস গঠিত হয় কার নেতৃত্বে?
Created: 1 day ago
A
কামুদ্দিন আহমেদ
B
আবদুল মতিন
C
অধ্যাপক আবুল কাশেম
D
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ভাষা আন্দোলনের পটভূমি:
- ১৯৪৭ সালের ১৪ই আগস্ট ভারত উপমহাদেশ বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান সৃষ্টি হয়।
- তৎকালীন পূর্ববঙ্গ পাকিস্তানের একটি অংশে পরিণত হয়।
- পাকিস্তান নামক এই নতুন রাষ্ট্রের শাসকগোষ্ঠী প্রথমেই বাঙালিকে শোষণ করার কৌশল হিসেবে বাংলা ভাষার ওপর আঘাত হানে।
- ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পূর্বেই নতুন রাষ্ট্র পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে এ প্রশ্ন দেখা দিয়েছিল।
- সে সময় মুসলিম লীগের প্রভাবশালী নেতারা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পক্ষে মতামত দেন।
- তখনই আবদুল হক ও ড. মুহম্মদ শহীদুল্লাহসহ বাংলার বুদ্ধিজীবী, শিক্ষার্থী ও লেখকগণ এর প্রতিবাদ করেন।
- অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তমদ্দুন মজলিস গঠিত হয়।
- তমদ্দুন মজলিস ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।

0
Updated: 1 day ago
বাংলাদেশ প্রথম কবে অলিম্পিকে অংশগ্রহণ করে?
Created: 2 weeks ago
A
১৯৯২ সালে
B
১৯৮৬ সালে
C
১৯৮৮ সালে
D
১৯৮৪ সালে
বাংলাদেশ ও অলিম্পিক গেমস:
-
বাংলাদেশ ১৯৮৪ সাল থেকে অলিম্পিকে অংশগ্রহণ করছে।
-
সর্বোচ্চ তিনবার অলিম্পিকে অংশগ্রহণ করেছেন সাঁতারু ডলি আক্তার।
১৯৮৪, লস অ্যাঞ্জেলেস অলিম্পিক:
-
বাংলাদেশের প্রতিযোগী: ১ জন, সাইদুর রহমান ডন (অ্যাথলেটিকস)।
-
১০০ মিটার: নিজের হিটে অষ্টম (১১.২৫ সেকেন্ড), মোট প্রতিযোগী ৮।
-
২০০ মিটার: নিজের হিটে সপ্তম (২২.৫৯ সেকেন্ড), মোট প্রতিযোগী ৮।
-
সাম্প্রতিক তথ্য:
-
সর্বশেষ অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছে ফ্রান্সে।
উৎস: প্রথম আলো

0
Updated: 2 weeks ago
সংবিধানের ১০০নং অনুচ্ছেদ অনুসারে, রাজধানী ছাড়া অন্য কোথাও হাইকোর্ট বিভাগের অধিবেশন আয়োজন করতে হলে কার অনুমতি প্রয়োজন?
Created: 5 days ago
A
প্রধানমন্ত্রীর
B
আইনমন্ত্রীর
C
রাষ্ট্রপতির
D
স্পিকারের
বাংলাদেশ সুপ্রীম কোর্ট
-
প্রতিষ্ঠা: ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর।
-
সংবিধান অনুযায়ী: ষষ্ঠ ভাগে সুপ্রীম কোর্টের এখতিয়ার বর্ণিত।
-
অনুচ্ছেদ ৯৪(১): সুপ্রীম কোর্ট গঠিত হবে দুই বিভাগে – আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ।
-
উভয় বিভাগের পৃথক এখতিয়ার রয়েছে।
-
-
স্থায়ী আসন: রাজধানী ঢাকা (অনুচ্ছেদ ১০০)।
-
প্রধান বিচারপতি রাষ্ট্রপতির অনুমোদন পেলে অন্য স্থানেও হাইকোর্ট বিভাগের অধিবেশন আয়োজন করতে পারেন।
-
-
উৎস: সংবিধান ও সংসদ কর্তৃক পাশকৃত সাধারণ আইন।
-
স্মরণ: ২০১৭ সাল থেকে ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালিত।

0
Updated: 5 days ago