পাকিস্তানের কোন গভর্নর যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রিসভা বাতিল করেন?
A
ইয়াহিয়া খান
B
চৌধুরী খালিকুজ্জমান
C
জুলফিকার আলী ভূট্টো
D
জেনারেল গোলাম মোহাম্মদ
উত্তরের বিবরণ
মন্ত্রিসভা গঠন:
- যুক্তফ্রন্ট ১৯৫৪ সালের নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে।
- শেরে বাংলা এ কে ফজলুল হক ৪ সদস্য বিশিষ্ট মন্ত্রীসভার মুখ্যমন্ত্রী হন।
- তিনি নিজে মুখ্যমন্ত্রির দায়িত্ব ছাড়াও অর্থ, রাজস্ব ও স্বরাষ্ট্র বিভাগের দায়িত্ব নেন।
- মে মাসে ১৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করা হয়।
- মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের আবু হোসেন সরকার বিচার, স্বাস্থ্য ও স্থানীয় সরকার, সৈয়দ আজিজুল হক শিক্ষা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন বিভাগের দায়িত্ব লাভ করেন।
- যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল করে পাকিস্তানের গভর্ণর জেনারেল গোলাম মুহাম্মদ।
- কেন্দ্রীয় সরকার ১৯৫৪ সালের ৩০ মে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল করে।
- ১৯৫৬ সাল পর্যন্ত পূর্ব বাংলায় কেন্দ্রের শাসন বলবৎ ছিল।

0
Updated: 1 day ago
বাংলাদেশে “বিশেষ ক্ষমতা আইন” কত সালে প্রণীত হয়?
Created: 4 days ago
A
১৯৭৫ সালে
B
১৯৭৪ সালে
C
১৯৭৩ সালে
D
১৯৭৯ সালে
বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪
-
জারি: ৯ ফেব্রুয়ারি ১৯৭৪
-
উদ্দেশ্য:
-
বিশেষ ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ প্রতিহত করা।
-
কিছু গুরুতর অপরাধের দ্রুত বিচার এবং কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা।
-
-
আইনের সূত্র:
-
নিরাপত্তা আইন, ১৯৫২
-
জননিরাপত্তা অর্ডিন্যান্স, ১৯৫৮
-
বাংলাদেশ তফসিলী অপরাধ (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশ, ১৯৭২ (রাষ্ট্রপতির আদেশ নং ৫০)
-
-
সংশোধনী (১৯৯১):
-
আইনটির ধারা ১৬, ১৭ ও ১৮ রদ করা হয়।
-
এর মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা পুনরুদ্ধার করা হয়।
-

0
Updated: 4 days ago
PRSP এর পূর্ণরূপ-
Created: 1 day ago
A
Poverty Strategic Revenue Plan
B
Poverty Elimination Strategic Paper
C
Poverty Reduction Strategy Paper
D
Poverty Strategic Document Paper
দারিদ্র বিমোচন কৌশল পত্র (PRSP):
- PRSP এর পূর্ণরূপ: Poverty Reduction Strategy Paper.
- দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বিশ্বে নিম্ন আয়ের দেশগুলির অভ্যন্তরীণভাবে গৃহীত নীতি,
- পরিকল্পনা ও উন্নয়ন সহযোগিতার জন্য প্রণীত দলিল বা রূপরেখা।
- ২০০৩ সালে বাংলাদেশ অন্তবর্তীকালীন পিআরএসপি (আইপিআরএসপি) প্রথম প্রণয়ন করে।
- বাংলাদেশ ২০০৫ সালে প্রথম
PRSP প্রণয়ন করে।
- ২০০৮ সালের অক্টোবরে ২০০৫ সালে প্রণীত দলিলটিকে হালনাগাদ করা হয়।

0
Updated: 1 day ago
দেশের নির্বাহী কার্যক্রম কার নেতৃত্বে পরিচালিত হয়?
Created: 1 week ago
A
রাষ্ট্রপতি
B
প্রধানমন্ত্রী
C
মন্ত্রীপরিষদ সচিব
D
স্পীকার
প্রধানমন্ত্রী বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রের নির্বাহী কার্যক্রমের প্রধান।
-
বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান, যেখানে সরকারের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী।
-
প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের নির্বাহী কার্যক্রম পরিচালিত হয়।
-
জাতীয় সংসদের যে সদস্যকে সংখ্যাগরিষ্ঠ সংসদ-সদস্যের আস্থাভাজন বলে রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান হয়, রাষ্ট্রপতি তাঁকেই প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
-
সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তাঁর পদে বহাল থাকবেন।
-
তবে সংসদের সংখ্যাগরিষ্ঠ সমর্থন হারালে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়, অথবা সংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে লিখিতভাবে পরামর্শ দিতে হয়।
-
প্রধানমন্ত্রী পদত্যাগ করলে তাঁর মন্ত্রিসভাও ভেঙে যায়।
-
এজন্য প্রধানমন্ত্রীকে সরকারের স্তম্ভ বলা হয়।
-
তিনি একই সাথে সংসদের নেতা এবং সরকারপ্রধান।
উৎস:

0
Updated: 1 week ago