টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি করেন-
A
সাকিব-আল-হাসান
B
মমিনুল হক
C
নাজমুল হোসেন শান্ত
D
মুশফিকুর রহিম
উত্তরের বিবরণ
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে যা দলের উন্নয়ন ও খেলোয়াড়দের কীর্তি তুলে ধরে।
-
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস পায় ২০০০ সালে।
-
দল সর্বপ্রথম টেস্ট ম্যাচ খেলে ২০০০ সালের ১০ নভেম্বর ভারতের বিপক্ষে, যার অধিনায়ক ছিলেন নাইমুর রহমান।
-
প্রথম টেস্ট জয় আসে ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে।
-
বাংলাদেশের পক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল।
-
প্রথম ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম।
-
প্রথম ব্যক্তিগত ১০০০ রান সংগ্রাহক হাবিবুল বাশার।
-
বাংলাদেশের শততম টেস্ট শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিত হয় ২০১৭ সালে কলম্বোতে।
-
শততম টেস্টে সেঞ্চুরি করেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
-
মোহাম্মদ আশরাফুল টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরি করার রেকর্ড করেন।
-
২০০১ সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার টেস্টের তৃতীয় দিনে আশরাফুল সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরির গৌরব অর্জন করেন।
0
Updated: 1 month ago
মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে?
Created: 2 months ago
A
১০ নং সেক্টর
B
১১ নং সেক্টর
C
৮ নং সেক্টর
D
৯ নং সেক্টর
মুক্তিযুদ্ধে ১০ নং সেক্টর
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যুদ্ধকে আরও সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ১৯৭১ সালের ১১ এপ্রিল মুজিবনগর সরকার সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করে।
এর মধ্যে ১০ নং সেক্টর ছিল বিশেষ নৌ সেক্টর।
-
এ সেক্টরটি দেশের সমুদ্র অঞ্চল ও নৌপথের দায়িত্বে ছিল।
-
এই সেক্টরে আলাদা কোনো স্থায়ী সেক্টর কমান্ডার নিয়োগ করা হয়নি।
-
যে এলাকায় নৌ-অভিযান পরিচালিত হতো, সেখানকার সেক্টর কমান্ডারই সাময়িকভাবে ১০ নং সেক্টরের দায়িত্ব পালন করতেন।
১০ নং সেক্টরের উদ্যোক্তারা
ফ্রান্সে প্রশিক্ষণরত পাকিস্তান নৌবাহিনীর আটজন বাঙালি কর্মকর্তা এই নৌবাহিনী গঠনের উদ্যোগ নেন। তাঁরা হলেন—
-
গাজী মোহাম্মদ রহমতউল্লাহ (চীফ পেটি অফিসার)
-
সৈয়দ মোশাররফ হোসেন (পেটি অফিসার)
-
আমিন উল্লাহ শেখ (পেটি অফিসার)
-
আহসান উল্লাহ (এম.ই-১)
-
এ.ডব্লিউ. চৌধুরী (আর.ও-১)
-
বদিউল আলম (এম.ই-১)
-
এ.আর. মিয়া (ই.এন-১)
-
আবেদুর রহমান (স্টুয়ার্ড-১)
তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
১৯৭১ সালে ‘The Concert for Bangladesh’ কোথায় অনুষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
চট্টগ্রাম
B
কলকাতা
C
লন্ডন
D
নিউইয়র্ক
মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পাকিস্তানের পরাজয়ের মুখে যুক্তরাষ্ট্র বিভিন্ন কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে মুক্তিযুদ্ধকে বাধাগ্রস্ত করার চেষ্টা করলেও, দেশটির কংগ্রেসের অনেক সদস্য, সংবাদপত্র, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও সাধারণ জনগণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পাশে দাঁড়ায়।
এই প্রেক্ষাপটেই ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজন করা হয়, যা আন্তর্জাতিক স্তরে মানুষের সহানুভূতি ও অর্থ সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
যুক্তরাষ্ট্রের শিল্পী জর্জ হ্যারিসন নিউইয়র্কে কনসার্ট আয়োজন করেন এবং এর মাধ্যমে সংগৃহীত অর্থ মুজিবনগর সরকারের কাছে প্রদান করেন।
-
ভারতের খ্যাতিমান শিল্পী রবি শঙ্কর কনসার্টের আয়োজকদের মধ্যে অন্যতম ছিলেন এবং মুক্তিযুদ্ধে মানুষকে উজ্জীবিত করেছিলেন।
-
কনসার্টটি ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয়।
-
কনসার্ট আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন ও সচেতনতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
0
Updated: 1 month ago
বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর-
Created: 2 months ago
A
পেট্রাপোল
B
কৃষ্ণনগর
C
ডাউকি
D
মোহাদিপুর
বেনাপোল স্থলবন্দর ও বাংলাদেশের অন্যান্য স্থলবন্দর
বেনাপোল স্থলবন্দর:
-
বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর।
-
অবস্থিত যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে।
-
বিস্তৃত এলাকা: ৮৬.৬৮ একর।
-
ভারতের পেট্রাপোল স্থলবন্দর এর সঙ্গে সংযুক্ত।
-
বাংলাদেশ-ভারতের মধ্যে মহত্বপূর্ণ পণ্য আমদানি ও রপ্তানি কেন্দ্র।
-
দেশের স্থল বাণিজ্যের প্রায় ৯০% এই বন্দরের মাধ্যমে হয়।
-
এছাড়া, তল্লাশী ও আন্তর্জাতিক স্থলবন্দর হিসেবে পরিচিত।
বাংলাদেশের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থলবন্দর ও সংলগ্ন ভারতের বন্দর:
| বাংলাদেশের বন্দর | অবস্থান | সংলগ্ন ভারতীয় বন্দর |
|---|---|---|
| দর্শনা | চুয়াডাঙ্গা | কৃষ্ণনগর (পশ্চিমবঙ্গ) |
| তামাবিল | সিলেট | ডাউকি (মেঘালয়) |
| সোনা মসজিদ | চাঁপাইনবাবগঞ্জ | মোহাদিপুর (পশ্চিমবঙ্গ) |
বিভিন্ন স্থলবন্দর ও তাদের অবস্থান:
-
বেনাপোল: শার্শা, যশোর
-
বুড়িমারী: পাটগ্রাম, লালমনিরহাট
-
আখাউড়া: আখাউড়া, বাহ্মনবাড়িয়া
-
নাকুগাঁও: নালিতাবাড়ী, শেরপুর
-
তামাবিল: গোয়াইনঘাট, সিলেট
-
সোনাহাট: ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম
-
দর্শনা: দামুরহুদা, চুয়াডাঙ্গা
-
বিলোনিয়া: বিলোনিয়া, ফেনী
উৎস: বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ
0
Updated: 2 months ago