একুশে পদক ও স্বাধীনতা পদক দুটোই পেয়েছেন-
A
ভাস্কর শামীম শিকদার
B
ভাস্কর হামিদুর রহমান
C
ভাস্কর নিতুন কুণ্ডু
D
ভাস্কর নভেরা আহমেদ
উত্তরের বিবরণ
নোভেরা আহমেদ বাংলাদেশের একজন খ্যাতিমান ভাস্কর, যিনি আধুনিক শিল্পে অসাধারণ অবদানের জন্য জাতীয় ও আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি অর্জন করেছেন। তার শিল্পকর্ম ও অবদানের জন্য তিনি ১৯৯৭ সালে একুশে পদক এবং ২০২৫ সালে মরণোত্তর স্বাধীনতা পদক লাভ করেন।
-
নোভেরা আহমেদ ছিলেন বাংলাদেশের বিংশ শতাব্দীর প্রথম আধুনিক ভাস্কর।
-
১৯৯৫ সালে তিনি 'হিউমানিটি' শিরোনামে একটি প্রশংসিত শিল্পকর্ম তৈরি করেন।
-
তার উল্লেখযোগ্য সৃষ্টি 'নিঃসঙ্গ' (১৯৮৯) বাংলাদেশের প্রথম নগ্ন নারী অবয়ব ভাস্কর্য হিসেবে বিবেচিত।
-
২০১২ সালে আঁকা তার অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের মধ্যে রয়েছে 'আত্মা', 'স্নান' এবং 'কক্সবাজার'।
-
তার অসামান্য শিল্পকর্ম ও অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার তাকে ১৯৯৭ সালে একুশে পদক এবং ২০২৫ সালে স্বাধীনতা পদকে ভূষিত করে।
উল্লেখ্য:
-
ভাস্কর শামীম শিকদার একুশে পদক লাভ করেন ২০০০ সালে।
-
ভাস্কর নিতুন কুণ্ডু একুশে পদক লাভ করেন ১৯৯৭ সালে।

0
Updated: 1 day ago
আলাউদ্দিন হুসেন শাহ্ কখন বৃহত্তর বাংলা শাসন করেন?
Created: 2 weeks ago
A
১৪৯৮-১৫১৬ খ্রিস্টাব্দে
B
১৪৯৮-১৫১৭ খ্রিস্টাব্দে
C
১৪৯৮-১৫১৮ খ্রিস্টাব্দে
D
১৪৯৮-১৫১৯ খ্রিস্টাব্দে
সুলতান আলাউদ্দিন হুসেন শাহ
বাংলাদেশের ইতিহাসে হুসেন শাহি যুগের শ্রেষ্ঠ শাসক হিসেবে আলাউদ্দিন হুসেন শাহ বিশেষভাবে স্মরণীয়।
-
তিনি সৈয়দ হোসেন হাবসিকে ক্ষমতাচ্যুত করে সিংহাসনে আরোহণ করেন এবং ‘আলাউদ্দিন হুসেন শাহ’ উপাধি গ্রহণ করেন।
-
তাঁর পূর্বপুরুষ আরব দেশের সৈয়দ বংশের লোক ছিলেন।
-
শাসনকাল ছিল ১৪৯৮ থেকে ১৫১৯ খ্রিস্টাব্দ পর্যন্ত।
-
শাসনামলে ন্যায়নীতি, উন্নয়ন ও ধর্মীয় সহনশীলতার কারণে তাঁকে বাংলার “আকবর” বলা হয়।
-
এই সময়ে শ্রীচৈতন্যদেব তাঁর বৈষ্ণব ধর্ম প্রচার আন্দোলন পরিচালনা করেন।
-
সুলতানের সমাধি বর্তমান চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত এলাকায়, তাঁর প্রতিষ্ঠিত ছোট সোনা মসজিদের প্রাঙ্গণে অবস্থিত।
তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি

0
Updated: 2 weeks ago
ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিঃ-এর উৎপাদিত সার-এর নাম কোনটি?
Created: 1 month ago
A
ইউরিয়া এবং এএসপি
B
ইউরিয়া
C
টিএসপি এবং এএসপি
D
ডিএপি
ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড (NGFFL)
-
উৎপাদিত সার: ইউরিয়া এবং এ্যামোনিয়াম সালফেট (ASP)।
-
প্রতিষ্ঠা: ১৯৬১ সালে ফেঞ্চুগঞ্জ, সিলেট জেলায় বাংলাদেশের প্রথম ইউরিয়া কারখানা হিসেবে স্থাপিত হয়।
-
পরবর্তীতে সম্প্রসারণ: ১৯৬৯ সালে এখানে এ্যামোনিয়াম সালফেট প্ল্যান্ট স্থাপন করা হয়।
-
বার্ষিক উৎপাদন ক্ষমতা: ১,০৬,০০০ মেট্রিক টন।
-
বর্তমান অবস্থা:
-
২০১৩ সালের ২৫ নভেম্বর কারখানাটি বন্ধ হয়ে যায়।
-
২০১৬ সালের ৩০ জুন আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়।
-
-
প্রতিস্থাপন: একই স্থানে নতুন প্রযুক্তিতে শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি চালু করা হয়েছে।
উৎসঃ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (BCIC) ওয়েবসাইট

0
Updated: 1 month ago
নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র?
Created: 1 week ago
A
ধীরে বহে মেঘনা
B
কলমিলতা
C
আবার তােরা মানুষ হ
D
হুলিয়া
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রগুলো বাংলা সিনেমায় যুদ্ধ ও তার প্রভাবকে জীবন্তভাবে তুলে ধরে। এই চলচ্চিত্রগুলোতে মুক্তিযুদ্ধের বাস্তবতা, সামাজিক অবক্ষয়, এবং মানুষের মানসিক যন্ত্রণার চিত্র ফুটে উঠেছে।
মুক্তিযুদ্ধের ভেতরের নানামাত্রিক ঘটনা ও চরিত্রের আবেগকে বিভিন্ন পরিচালক তাদের নিজস্ব ভঙ্গিতে উপস্থাপন করেছেন।
-
হুলিয়া: এটি নির্মাণ করেছেন তানভীর মোকাম্মেল। চলচ্চিত্রটি ষাটের দশকে প্রগতিশীল সংগঠনের কর্মীদের ওপর পশ্চিম পাকিস্তান সরকারের নিপীড়ন-নির্যাতনের প্রেক্ষাপটে লেখা নির্মলেন্দু গুণের কবিতা অনুযায়ী নির্মিত। গল্পে হুলিয়া বুকে নিয়ে ঘরছাড়া এক তরুণের জীবনকে ক্যামেরার ফ্রেমে তুলে ধরা হয়েছে।
-
ধীরে বহে মেঘনা (১৯৭৩): মুক্তিযুদ্ধভিত্তিক এই চলচ্চিত্রের পরিচালক আলমগীর কবির। গল্পে ভারতীয় মেয়ে অনিতার প্রেমিক মুক্তিযুদ্ধে শহীদ হয় এবং অনিতা ঢাকায় এসে যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করে গভীরভাবে মর্মাহত হয়। এতে অভিনয় করেছেন বুলবুল আহমেদ, ববিতা, গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন, খলিল উল্লাহ প্রমুখ। চলচ্চিত্রটিতে গান রয়েছে হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায় এর কণ্ঠে।
-
তোরা মানুষ হ (১৯৭৩): পরিচালক খান আতাউর রহমান। এই চলচ্চিত্রে যুদ্ধ-পরবর্তী সময়ের সামাজিক বিশৃঙ্খলা ও অবক্ষয়ের চিত্র ফুটে উঠেছে। চরিত্র হিসেবে অভিনয় করেছেন ফারুক, রাইসুল ইসলাম আসাদ, ববিতা, রোজী আফসারী, রওশন জামিল প্রমুখ। গল্পে উচ্ছৃঙ্খল ছাত্র ও তরুণদের কার্যকলাপ এবং একজন আদর্শবাদী অধ্যক্ষের দৃঢ়তা তুলে ধরা হয়েছে।
-
কলমীলতা: মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পরিচালক শহীদুল হক খান।

0
Updated: 1 week ago