তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের জন্য সংবিধানের যে সংশোধন বাতিল করতে হবে-
A
পঞ্চদশ
B
দ্বাদশ
C
একাদশ
D
ত্রয়োদশ
উত্তরের বিবরণ
সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ও রাষ্ট্রের মূলনীতি পুনঃপ্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এই সংশোধনী প্রবর্তনের মাধ্যমে দেশের রাজনৈতিক ও সংবিধানিক কাঠামোতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিলো, যা হাইকোর্ট আংশিকভাবে অবৈধ ঘোষণা করেছে।
-
সংবিধানের পঞ্চদশ সংশোধনী প্রেক্ষাপট:
• ২০১১ সালের ৩০ জুন প্রণীত, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রের মূলনীতি পুনঃপ্রতিষ্ঠা।
• রাষ্ট্রের মূলনীতির মধ্যে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা সংযোজন। -
পঞ্চদশ সংশোধনীর মূল বিষয়বস্তু:
• তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল।
• দলীয় সরকারের অধীনে মেয়াদ শেষ হবার আগে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান।
• সংরক্ষিত মহিলা আসন বৃদ্ধি করে ৪৫ থেকে ৫০ করা।
• ৪৭ এর ৩ অনুচ্ছেদে যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধের জন্য "অন্য কোন ব্যক্তি, ব্যক্তিসমষ্টি বা সংগঠন" এর বিচার করার বিধান সংযোজন।
• জরুরী অবস্থার মেয়াদ সর্বোচ্চ ১২০ দিন নির্ধারণ।
• সংবিধানে নতুন তিনটি তফসিল সংযোজন – পঞ্চম, ষষ্ঠ, ও সপ্তম। -
আদালতের কার্যক্রম ও রায়:
• হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আংশিকভাবে অবৈধ ঘোষণা।
• আওয়ামী লীগ সরকারের সময়ে প্রবর্তিত এই সংশোধনীতে মোট ৫৪টি পরিবর্তন আনা হয়েছিলো।
• আদালত পঞ্চদশ সংশোধনীর মোট ছয়টি বিধান বাতিল করেছে।

0
Updated: 1 day ago
খরা সহিষ্ণু ধানের জাত কোনটি?
Created: 1 week ago
A
ব্রি ধান ৫১
B
ব্রি ধান ৫২
C
ব্রি ধান ৫৫
D
ব্রি ধান ৭৯
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত জাত:
- জিংক সমৃদ্ধ ধানের জাত হলো: ব্রি ধান ৬২ , ব্রি ধান ৬৪, ব্রি ধান ৭২, ব্রি ধান ৭৪, ব্রি ধান ৮৪।
- খরা সহিষ্ণু ধানের জাত সমূহ হলো: ব্রি ধান ৪৩, ব্রি ধান ৫৫, ব্রি ধান ৫৬, ব্রি ধান ৫৭, ব্রি ধান ৬৬, ব্রি ধান ৭১ ও ব্রি ধান ৮৩।
- এন্টি অক্সিডেন্ট সমৃদ্ধ ধানের জাত: বিআর ৫।
- লো জিআই বা নিম্ন গ্লাইসেমিক ইনডেক্স গুণ সম্পন্ন ধানের জাত: বিআর ১৬, ব্রি ধান ৪৬, ব্রি ধান ৬৯।
- জলমগ্নতা সহিষ্ণু ধানের জাত: ব্রি ধান ৫১, ব্রি ধান ৫২, ব্রি ধান ৭৯।

0
Updated: 1 week ago
’বাংলাদেশের নামে মামলা’ কথাটি সংবিধানের কত নং অনুচ্ছেদে রয়েছে?
Created: 3 weeks ago
A
১৪৩ নং
B
১৪৬ নং
C
১৫০ নং
D
১৩৭ নং
বাংলাদেশ সংবিধান:
-
সংবিধানের ১৪৬ নং অনুচ্ছেদে ’বাংলাদেশের নামে মামলা’ বিষয়টি বর্ণিত রয়েছে।
-
“বাংলাদেশ” এই নামে বাংলাদেশ সরকার কর্তৃক বা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যাইতে পারিবে।
-
এটি একাদশ ভাগে বিবিধ বিষয়ে অন্তর্ভুক্ত।
অপরদিকে অন্যান্য অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ১৩৭: সরকারী কর্ম কমিশন-প্রতিষ্ঠা
-
অনুচ্ছেদ ১৪৩: প্রজাতন্ত্রের সম্পত্তি
-
অনুচ্ছেদ ১৪৪: সম্পত্তি ও কারবার প্রভৃতি- প্রসঙ্গে নির্বাহী কর্তৃত্ব
-
অনুচ্ছেদ ১৪৫: চুক্তি ও দলিল
-
অনুচ্ছেদ ১৪৫ক: আন্তর্জাতিক চুক্তি
-
অনুচ্ছেদ ১৪৬: বাংলাদেশের নামে মামলা
-
অনুচ্ছেদ ১৪৮: পদের শপথ
-
অনুচ্ছেদ ১৫০: ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
উৎস: বাংলাদেশ সংবিধান

0
Updated: 3 weeks ago
বাংলাদেশে প্রথম নারী শিক্ষা সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কে?
Created: 1 week ago
A
রেহানা পারভীন
B
ফারহানা হোসেন
C
আফরোজা রহমান
D
নাজমা আক্তার
নারী শিক্ষা সচিব:
- বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো নারী শিক্ষা সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন রেহানা পারভীন।
- তিনি ১৮ আগস্ট ২০২৫ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- এর আগে তিনি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- এছাড়া, তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ত্রয়োদশ ব্যাচের কর্মকর্তা।
- শিক্ষা মন্ত্রণালয় ২০১৬ সালে দুটি বিভাগে বিভক্ত হওয়ার পর থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সাতজন সচিব দায়িত্ব পালন করেছেন, কিন্তু তাদের কেউই নারী ছিলেন না।
- রেহানা পারভীনের নিয়োগের মাধ্যমে নারী নেতৃত্বের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক স্থাপিত হলো।

0
Updated: 1 week ago