বাংলাদেশ কোন্ দুটি দেশ হতে সিংহভাগ সয়াবিন তেল আমদানী করে?
A
মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া
B
ভারত ও চীন
C
জার্মানি ও ভিয়েতনাম
D
আর্জেন্টিনা ও ব্রাজিল
উত্তরের বিবরণ
বাংলাদেশ সয়াবিন তেল আমদানি ক্ষেত্রে বিশ্বের তৃতীয় প্রধান দেশ হিসেবে পরিচিত এবং দেশের সয়াবিন তেলের চাহিদার একটি বড় অংশই আমদানি দ্বারা পূরণ করা হয়।
-
বাংলাদেশ তার সয়াবিন তেলের অধিকাংশ আমদানি করে আর্জেন্টিনা, ব্রাজিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে।
-
এই তিনটি দেশ প্রধান সয়াবিন উৎপাদক এবং সরবরাহকারী, যা বাংলাদেশের বার্ষিক চাহিদার বড় অংশ পূরণ করে।
-
এছাড়া, জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত বাংলাদেশ সাত দেশের আট প্রতিষ্ঠান থেকে প্রায় ১৪ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে।

0
Updated: 1 day ago
OIC-এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?
Created: 2 weeks ago
A
২য় শীর্ষ সম্মেলনে
B
৫ম শীর্ষ সম্মেলনে
C
৪র্থ শীর্ষ সম্মেলনে
D
৭ম শীর্ষ সম্মেলনে
ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) ও বাংলাদেশ
-
বাংলাদেশ ১৯৭৪ সালের ২২–২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC–এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ লাভ করে।
-
এই সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে উপস্থিত ছিলেন।
ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC)
-
OIC (Organisation of Islamic Cooperation) মুসলিম রাষ্ট্রগুলোর একটি আন্তর্জাতিক সংগঠন।
-
এটি গঠিত হয় ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাবাত শহরে অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে।
-
মূল কারণ ছিল—ইসরাইল কর্তৃক জেরুজালেমের আল–আকসা মসজিদে অগ্নিসংযোগ।
সংগঠনের গুরুত্বপূর্ণ তথ্য
-
বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা ৫৭টি।
-
দক্ষিণ আমেরিকার গায়ানা ও সুরিনাম এই সংগঠনের সদস্য।
-
ইউরোপ মহাদেশ থেকে আলবেনিয়া একমাত্র সদস্য দেশ।
-
সদর দপ্তর অবস্থিত সৌদি আরবের জেদ্দায়।
-
বর্তমান মহাসচিব হলেন হিসেইন ইব্রাহিম তাহা (১২তম মহাসচিব)।
-
মহাসচিবের মেয়াদ ৫ বছর।
-
শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় প্রতি ৩ বছর পর পর।
-
প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল ১৯৬৯ সালে মরক্কোর রাবাতে।
-
OIC–এর অফিসিয়াল ভাষা তিনটি— আরবি, ইংরেজি ও ফরাসি।
উৎস: ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) এর অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
একনেক (ECNEC)-এর প্রধান কে?
Created: 1 week ago
A
প্রধানমন্ত্রী
B
অর্থমন্ত্রী
C
বাণিজ্যমন্ত্রী
D
পরিকল্পনা মন্ত্রী
একনেক (ECNEC) বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংস্থা। এটি দেশের অর্থনৈতিক পরিকল্পনা ও নীতি নির্ধারণে কেন্দ্রীয় ভূমিকা পালন করে।
-
প্রধান: একনেকের প্রধান হলেন প্রধানমন্ত্রী।
-
পূর্ণ নাম: একনেকের পূর্ণরূপ Executive Committee of the National Economic Council। এটি 1982 সালে গঠিত হয়।
-
বিকল্প সভাপতি: একনেকের বিকল্প সভাপতি হলেন অর্থমন্ত্রী।
-
সদস্য: এর একজন প্রধান সদস্য হলেন পরিকল্পনা মন্ত্রী।

0
Updated: 1 week ago
১৯৭১ সালে ‘The Concert for Bangladesh’ কোথায় অনুষ্ঠিত হয়?
Created: 1 week ago
A
চট্টগ্রাম
B
কলকাতা
C
লন্ডন
D
নিউইয়র্ক
মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পাকিস্তানের পরাজয়ের মুখে যুক্তরাষ্ট্র বিভিন্ন কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে মুক্তিযুদ্ধকে বাধাগ্রস্ত করার চেষ্টা করলেও, দেশটির কংগ্রেসের অনেক সদস্য, সংবাদপত্র, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও সাধারণ জনগণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পাশে দাঁড়ায়।
এই প্রেক্ষাপটেই ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজন করা হয়, যা আন্তর্জাতিক স্তরে মানুষের সহানুভূতি ও অর্থ সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
যুক্তরাষ্ট্রের শিল্পী জর্জ হ্যারিসন নিউইয়র্কে কনসার্ট আয়োজন করেন এবং এর মাধ্যমে সংগৃহীত অর্থ মুজিবনগর সরকারের কাছে প্রদান করেন।
-
ভারতের খ্যাতিমান শিল্পী রবি শঙ্কর কনসার্টের আয়োজকদের মধ্যে অন্যতম ছিলেন এবং মুক্তিযুদ্ধে মানুষকে উজ্জীবিত করেছিলেন।
-
কনসার্টটি ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয়।
-
কনসার্ট আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন ও সচেতনতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

0
Updated: 1 week ago