Data bases sit on computer disks, humming away implies.
A
Data bases are singing instrumant
B
Data bases are useless and static
C
Data bases make soft-sound but are working away.
D
Data bases are things of the past.
উত্তরের বিবরণ
The correct answer is - option গ) Data bases make soft-sound but are working away.
• Humming away refers to continuous humming but we must know that data bases are not musical instrument as per the passage.
- Humming away অর্থ হলো - অনবরত গুণগুণ করে কাজ করে চলে।
• Options আলোচনা,
ক) - তে বলা হচ্ছে Data base হলো গানের যন্ত্র,
খ) তে বলা হচ্ছে এটি ব্যবহার অযোগ্য এবং স্থবির ।
গ) তে বলা হয়েছে এটি মৃদু আওয়াজ সৃষ্টি করে, কাজ করে চলে, যা মূল বাক্যের অর্থের সাথে সংগতিপূর্ণ ।
ঘ) তে বলা হচ্ছে এটি অতীতের বিষয়।
- So, the sentence from the passage "Telescopes sit on the top of mountains, and are pointed at the skies; data bases sit on computer hard disks, humming away and going no where" tells us the telescope continuously work and make soft sounds.
• সুতরাং, Options বিশ্লেষণ করলে দেখা যায় যে, Option (গ) সঠিক।

0
Updated: 2 months ago
Fill in the blank with correct preposition. He is devoid - commonsense.
Created: 1 month ago
A
of
B
from
C
introduction
D
at
শূন্যস্থানে সঠিক শব্দ হবে – of।
সম্পূর্ণ বাক্য:
He is devoid of commonsense.
(তার সাধারণ বোধ সম্পূর্ণ অনুপস্থিত।)
Devoid of (ইডিয়ম)
অর্থ: কিছু না থাকা; সম্পূর্ণরূপে বিহীন থাকা।
বাংলায় অর্থ: কোনো জিনিসের অভাব বা বঞ্চনা।
ব্যবহার:
‘Devoid’ শব্দের পর ‘of’ প্রিপোজিশন লাগে।
উদাহরণ বাক্য:
-
পরিত্যক্ত বাড়িটিতে জীবনের কোনো চিহ্ন ছিল না।
-
তার যুক্তি সম্পূর্ণরূপে তর্কসাপেক্ষ এবং অসংগঠিত ছিল।

0
Updated: 1 month ago
৫) Choose the incorrect sentence.
Created: 2 weeks ago
A
I have a little hope that he will recover.
B
He gave me many informations about the plan.
C
He found some mistakes in the calculation.
D
She has enough courage to face difficulties.
সঠিক উত্তর:
খ) He gave me many informations about the plan.
ভুল কারণ:
Information একটি uncountable noun, তাই এর plural হয় না।
সঠিক হবে: He gave me much information about the plan.
অন্য বাক্যগুলো সঠিক:
ক) I have a little hope that he will recover.
"hope" uncountable, তাই a little ব্যবহার সঠিক।
গ) He found some mistakes in the calculation.
"mistakes" countable noun, তাই some ব্যবহার সঠিক।
ঘ) She has enough courage to face difficulties.
"courage" uncountable, এবং এর আগে enough ব্যবহার একদম ঠিক।

0
Updated: 2 weeks ago
Choose the correct sentence-
Created: 4 months ago
A
He had been hunged for murder
B
He has been hunged for murder
C
He was hanged for murder
D
He was hunged of murder
• সঠিক বাক্যটি হচ্ছে - He was hanged for murder.
• Hang (verb) - ফাঁসি দেওয়া; ফাঁসি হওয়া; ফাঁসি নেওয়া।
- এই অর্থে এর past tense, past participle form hanged হবে।
- যেমন:
- He was hanged for murder - খুনের দায়ে ফাঁসি হয়েছে;
- He hanged himself - ফাঁস নিয়ে মরেছে।
• Hang (verb)- ঝোলা; ঝুলে থাকা; ঝুলানো; ঝুলিয়ে রাখা:
- এই অর্থে এর past tense, past participle form হবে Hung.
- hang something from the ceiling; a picture hanging on the wall; windows hung with curtains.

0
Updated: 4 months ago