অর্থ পাচারের কারণ নয় কোনটি?
A
অবৈধভাবে উপার্জিত অর্থ গোপন করা
B
কর ফাঁকি না দেয়া
C
কোম্পানির মুনাফা লুকানো
D
দেশে বিনিয়োগ পরিস্থিতি না থাকা
উত্তরের বিবরণ
অর্থ পাচার হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে অপরাধীরা তাদের বেআইনি উপার্জনের উৎস এবং মালিকানা লুকানোর চেষ্টা করে। এটি প্রত্যেক দেশের জন্য একটি জাতীয় ও অর্থনৈতিক সমস্যা হিসেবে বিবেচিত হয়। অর্থ পাচারের পেছনে প্রধান কারণগুলো হলো:
-
দেশে বিনিয়োগের জন্য উপযুক্ত পরিস্থিতি না থাকা।
-
ব্যবসায়ীরা প্রতিযোগিতার চাপের মধ্যে টিকে থাকতে না পারা।
-
বাংলাদেশের ভবিষ্যতের প্রতি আস্থা না থাকা।
-
অবৈধভাবে উপার্জিত অর্থ গোপন করার চেষ্টা।
উক্ত কারণে, এই অপশনগুলোর মধ্যে একমাত্র ‘কর ফাঁকি না দেওয়া’ সঠিক উত্তর হিসেবে গণ্য করা হয়েছে।
0
Updated: 1 month ago
‘সংশপ্তক’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
ঢাকা বিশ্ববিদ্যালয়ে
B
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
C
সোহরাওয়ার্দী উদ্যানে
D
সংশপ্তক:
- মহান মুক্তিযুদ্ধকে নিয়ে নির্মিত ভাস্কর্য ‘সংশপ্তক’।
- মুক্তিযুদ্ধে অকুতোভয় বাঙালির বীরত্বগাথার স্মারক এই ভাস্কর্য।।
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনের সামনে ভাস্কর্যটির অবস্থান।
- চার স্তরের লাল সিরামিক ইটের বেদির ওপর ব্রোঞ্জের তৈরি ভাস্কর্যের উচ্চতা ১৫ ফুট।
- ২৬ মার্চ, ১৯৯০ সালে ভাস্কর্য স্থাপিত হয়।
- এর ভাস্কর স্থপতি হামিদুজ্জামান খান।
- ভাস্কর্যটিতে মূর্ত হয়েছে যুদ্ধে শত্রুর আঘাতে এক হাত ও এক পা হারিয়েও বন্দুক হাতে লড়ে যাওয়া এক বীরের প্রতিকৃতি। যিনি পঙ্গুত্ববরণ করেও নির্ভীক এবং যুদ্ধে জয়লাভে দৃঢ়প্রতিজ্ঞ।
0
Updated: 1 month ago
বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ একক অবকাঠামো নির্মাণ প্রকল্প কোনটি? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
পদ্মা বহুমুখী সেতু
B
পায়রা সমুদ্র বন্দর
C
মাতারবাড়ি তাপ বিদ্যুৎকেন্দ্র
D
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
তথ্যগুলো হলো:
-
প্রকল্পের গুরুত্ব: দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক অবকাঠামো নির্মাণ প্রকল্প।
-
বাস্তবায়ন সংস্থা: বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন।
-
স্থান: পাবনার ঈশ্বরদী।
-
ক্ষমতা: ১,২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট।
-
অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা: রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায়, রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট প্রকল্পের প্রধান ঠিকাদার।
-
প্রকল্প খরচ: প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা।
-
মেয়াদ: জুলাই ২০১৬ থেকে ডিসেম্বর ২০২৫; পরে বাড়িয়ে ডিসেম্বর ২০২৭ পর্যন্ত করা হয়েছে।
0
Updated: 1 month ago
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে জনপ্রশাসন খাতে বরাদ্দের পরিমাণ -
Created: 1 month ago
A
১৭.৮%
B
১৯.৩%
C
২৩.৫%
D
২৭.২%
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট:
- ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া খাতসমূহ,
• প্রথম অবস্থানে জনপ্রশাসন - ২৩.৫%।
• দ্বিতীয় অবস্থানে শিক্ষা ও প্রযুক্তি - ১৪.০%।
• তৃতীয় অবস্থানে পরিবহন ও যোগাযোগ - ৯.০%।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অউন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: সুদ।
0
Updated: 1 month ago