অর্থ পাচারের কারণ নয় কোনটি?
A
অবৈধভাবে উপার্জিত অর্থ গোপন করা
B
কর ফাঁকি না দেয়া
C
কোম্পানির মুনাফা লুকানো
D
দেশে বিনিয়োগ পরিস্থিতি না থাকা
উত্তরের বিবরণ
অর্থ পাচার হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে অপরাধীরা তাদের বেআইনি উপার্জনের উৎস এবং মালিকানা লুকানোর চেষ্টা করে। এটি প্রত্যেক দেশের জন্য একটি জাতীয় ও অর্থনৈতিক সমস্যা হিসেবে বিবেচিত হয়। অর্থ পাচারের পেছনে প্রধান কারণগুলো হলো:
-
দেশে বিনিয়োগের জন্য উপযুক্ত পরিস্থিতি না থাকা।
-
ব্যবসায়ীরা প্রতিযোগিতার চাপের মধ্যে টিকে থাকতে না পারা।
-
বাংলাদেশের ভবিষ্যতের প্রতি আস্থা না থাকা।
-
অবৈধভাবে উপার্জিত অর্থ গোপন করার চেষ্টা।
উক্ত কারণে, এই অপশনগুলোর মধ্যে একমাত্র ‘কর ফাঁকি না দেওয়া’ সঠিক উত্তর হিসেবে গণ্য করা হয়েছে।
0
Updated: 1 month ago
আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
খাগড়াছড়ি জেলায়
B
রাঙ্গামাটি জেলায়
C
বান্দরবান জেলায়
D
কক্সবাজার জেলায়
আলুটিলা গুহা (খাগড়াছড়ি)
অবস্থান:
আলুটিলা গুহা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি জেলায় অবস্থিত একটি প্রাকৃতিক গুহা।
কিভাবে যাওয়া যায়:
-
খাগড়াছড়ি জেলা শহর থেকে পশ্চিমে মাত্র ৮ কিলোমিটার পথ অতিক্রম করলেই আলুটিলা পৌঁছানো যায়।
-
আবার মাটিরাঙ্গা থেকে জেলা শহরের পথে প্রায় ১১ কিলোমিটার দূরেই এর অবস্থান।
স্থানীয় নাম:
এলাকার মানুষ গুহাটিকে “মাতাই হাকড়” নামে চেনে, যার অর্থ দেবতার গুহা।
গুরুত্ব:
-
আলুটিলা খাগড়াছড়ি জেলার সবচেয়ে উঁচু পাহাড়।
-
গুহাটির দৈর্ঘ্য প্রায় ২৮২ ফুট।
তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় (নবম-দশম শ্রেণি পাঠ্যবই)
0
Updated: 1 month ago
বর্তমানে দেশে সরকারিভাবে মোট কয়টি স্থলবন্দর রয়েছে? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
১৬টি
B
২০টি
C
২২টি
D
২৪টি
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ (বিএসবিক)
-
লক্ষ্য:
স্থলপথে পণ্য আমদানি ও রপ্তানি সহজতর ও উন্নত করা। -
স্থলবন্দর সংখ্যা:
-
দেশে মোট ২৪টি স্থলবন্দর সরকারিভাবে বিদ্যমান।
-
চলমান স্থলবন্দর সংখ্যা: ১৬টি।
-
চলমান স্থলবন্দরসমূহ
-
বাস্থবক পরিচালিত (১১টি):
বেনাপোল, ভোমরা, আখাউড়া, বুড়িমারী, নাকুগাঁও, তামাবিল, সোনাহাট, গোবড়াকুড়া-কড়ইতলী, বিলোনিয়া, শেওলা, ধানুয়াকামালপুর। -
BOT ভিত্তিতে পরিচালিত (৫টি):
সোনামসজিদ, হিলি, টেকনাফ, বাংলাবান্ধা, বিবিরবাজার। -
চালুর অপেক্ষায় (২টি):
রামগড়, বাল্লা।
প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য
-
প্রতিষ্ঠা সাল: ২০০১
-
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান: হ্যাঁ, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে
উৎস: বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ওয়েবসাইট
0
Updated: 1 month ago
বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ একক অবকাঠামো নির্মাণ প্রকল্প কোনটি? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
পদ্মা বহুমুখী সেতু
B
পায়রা সমুদ্র বন্দর
C
মাতারবাড়ি তাপ বিদ্যুৎকেন্দ্র
D
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
তথ্যগুলো হলো:
-
প্রকল্পের গুরুত্ব: দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক অবকাঠামো নির্মাণ প্রকল্প।
-
বাস্তবায়ন সংস্থা: বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন।
-
স্থান: পাবনার ঈশ্বরদী।
-
ক্ষমতা: ১,২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট।
-
অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা: রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায়, রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট প্রকল্পের প্রধান ঠিকাদার।
-
প্রকল্প খরচ: প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা।
-
মেয়াদ: জুলাই ২০১৬ থেকে ডিসেম্বর ২০২৫; পরে বাড়িয়ে ডিসেম্বর ২০২৭ পর্যন্ত করা হয়েছে।
0
Updated: 1 month ago