You can join the team _______ you have completed the training.
A
as if
B
let alone
C
provided that
D
as wish
উত্তরের বিবরণ
Complete sentence: You can join the team provided that you have completed the training।
Provided / provided that / providing that – মানে “on the condition that” বা “only if”। এটি শর্ত নির্দেশ করতে ব্যবহৃত হয়।
Structure:
-
প্রথম Clause + provided / provided that / providing that + দ্বিতীয় Clause
-
N.B.: প্রথম Clause সাধারণত Future Indefinite, দ্বিতীয় Clause Present Indefinite এ থাকে।
More Examples:
-
The plane will take off on time, provided the weather is good।
Other Options:
-
as if – Unreal comparison বোঝায়; উদাহরণ: You can join the team as if you have completed the training – অযৌক্তিক।
-
let alone – Negation-এর জন্য ব্যবহৃত; উদাহরণ: You can join the team let alone you have completed the training – প্রাসঙ্গিক নয়।
-
as wish – ব্যাকরণগতভাবে ভুল; English-এ এমন কোনো phrase নেই।
0
Updated: 1 month ago
The _______ beauty of the sunset was marred by the industrial smokestacks that blotted out the sky.
toady
Created: 4 weeks ago
A
toady
B
candid
C
bucolic
D
squalid
Complete Sentence:
0
Updated: 4 weeks ago
His teacher had him ____ for the test.
Created: 2 days ago
A
sit
B
to sit
C
sat
D
Sitting
Causative verb হলো এমন ক্রিয়া, যার দ্বারা বোঝানো হয় কেউ অন্য কাউকে কোনো কাজ করাচ্ছে। এর গঠন সাধারণত হয়—
Subject + have/had + action doer (agent) + verb এর base form + extension।
এই নিয়ম অনুযায়ী, যদি বাক্য হয়: He had the servant ___ on the chair, তাহলে এখানে “___” স্থানে sit হবে, কারণ “have/had” এর পরে agent (the servant) আছে এবং তারপর মূল ক্রিয়ার base form বসে।
বিশ্লেষণ:
• “Have” বা “Had” নির্দেশ করে causative অর্থাৎ করানো বোঝায়।
• “Action doer” হলো যে ব্যক্তি কাজটি বাস্তবে করে।
• মূল ক্রিয়া সবসময় base form (মূল রূপ) হয়, অর্থাৎ sit, go, write ইত্যাদি।
• “Had” অতীতকাল বোঝায় এবং “have” বর্তমানকাল বোঝায়।
উদাহরণ:
• I had the mechanic repair my car. (আমি মেকানিক দিয়ে গাড়ি ঠিক করালাম)
• She will have the maid clean the room. (সে কাজের মেয়েকে দিয়ে ঘর পরিষ্কার করাবে)
• He had the servant sit on the chair. (সে দাসকে চেয়ারে বসতে বলল/বসাল)
অতএব, নিয়ম অনুসারে শূন্যস্থানে sit হবে, কারণ এটি মূল ক্রিয়ার base form।
0
Updated: 2 days ago
The roads of Rajshahi are wider than ________ Dhaka.
Created: 1 month ago
A
this
B
that
C
those
D
those of
Correct Sentence: The roads of Rajshahi are wider than those of Dhaka.
দুটি noun-এর মধ্যে তুলনা করার সময়, একই noun-এর পুনরাবৃত্তি এড়াতে Uncountable Noun-এর ক্ষেত্রে that of এবং Plural Countable Noun-এর ক্ষেত্রে those of ব্যবহৃত হয়। অর্থাৎ, যখন কোনো Comparative sentence-এর প্রথম অংশ The + Noun + of + Noun দ্বারা গঠিত হয়, তখন দ্বিতীয় অংশে than + that/ those of বসে।
Structure:
-
The + Uncountable Noun + of + Noun + is + Comparative Adjective + than + that of + (noun).
-
Example Sentences:
-
The climate of Nepal is colder than that of Bangladesh.
-
The beauty of this painting is greater than that of the one in the gallery.
-
-
-
The + Countable Noun + of + Noun + are + Comparative Adjective + than + those of + (noun).
-
Example Sentences:
-
The students of this school are taller than those of the neighboring school.
-
The books of this library are more interesting than those of the old library.
-
-
এভাবে that of এবং those of ব্যবহারের মাধ্যমে বাক্যের পুনরাবৃত্তি এড়িয়ে তুলনামূলক গঠনকে সংক্ষিপ্ত ও ব্যাকরণসম্মত রাখা হয়।
0
Updated: 1 month ago