The antonym of the word "Perspicacity" is -
A
Acumen
B
Insight
C
Stupidity
D
Wisdom
উত্তরের বিবরণ
Perspicacity হলো একটি নাম (Noun) যা বোঝায় দ্রুত ও সঠিকভাবে কোনো ব্যক্তি বা বিষয়কে বোঝার ক্ষমতা। এটি সাধারণত বুদ্ধিমত্তা ও তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি নির্দেশ করে।
-
English অর্থ: The ability to understand somebody/something very quickly and accurately।
-
Bangla অর্থ: প্রাঞ্জল, সুস্পষ্টভাবে বোঝার বা উপলব্ধি করার ক্ষমতা।
সমার্থক শব্দ (Synonyms):
-
Intellect – বুদ্ধি; ধীশক্তি।
-
Sensitivity – সংবেদনশীলতা; তীক্ষ্ণ ধারণ ক্ষমতা।
-
Intelligence – বুদ্ধিমত্তা; বোধশক্তি।
-
Power – ক্ষমতা; প্রজ্ঞা বা তীক্ষ্ণ ধারণ ক্ষমতা।
বিপরীত শব্দ (Antonyms):
-
Density – ধীরবুদ্ধি বা বোধশক্তিহীনতা।
-
Obtuseness – অস্পষ্টতা বা বোঝাপড়ার অভাব।
-
Dulness / Dullness – জ্ঞানহীনতা; মনোযোগের অভাব।
উল্লিখিত অপশনগুলো:
-
Acumen – তীক্ষ্ণ বিচারবুদ্ধি; ধীশক্তি; বুদ্ধিপ্রকর্ষ।
-
Insight – অন্তর্দৃষ্টি; অন্তজ্ঞান; পরিজ্ঞান।
-
Stupidity – মূঢ়তা; নির্বুদ্ধিতা; বোকামি; বুদ্ধিজড়তা।
-
Wisdom – জ্ঞানসম্পন্নতা; গভীর ও বিস্তৃত জ্ঞান; প্রাজ্ঞতা; বিজ্ঞতা; বিচক্ষণতা।
Example Sentences:
-
Her perspicacity in understanding human emotions is remarkable।
-
The lawyer’s perspicacity impressed the judge।

0
Updated: 1 day ago
Choose the antonym of 'controversy':
Created: 1 day ago
A
contention
B
bickering
C
unanimity
D
dispute
‘Controversy’ শব্দটির বিপরীতার্থক শব্দ হলো unanimity। Controversy সাধারণত কোনো বিষয় নিয়ে বিরোধ, তর্ক বা মতানৈক্য বোঝায়।
-
Controversy (noun)
-
English Meaning: a discussion marked especially by the expression of opposing views; dispute; a disagreement, quarrel, strife.
-
Bangla Meaning: বিতর্ক; বিরোধ; মতান্তর; কোনো সামাজিক, নৈতিক বা রাজনৈতিক প্রশ্ন নিয়ে দীর্ঘস্থায়ী বাদানুবাদ।
-
-
Given options:
• ক) Contention-
English Meaning: a point advanced or maintained in a debate or argument.
-
Bangla Meaning: তর্ক; যুক্তিপ্রদর্শন; কলহ।
• খ) Bickering
-
English Meaning: petty and petulant quarreling especially when prolonged or habitual.
-
Bangla Meaning: খুঁটিনাটি বা গুরুত্বহীন বিষয় নিয়ে ঝগড়া করা।
• গ) Unanimity
-
English Meaning: agreement by all people involved; consensus; the quality or state of being unanimous.
-
Bangla Meaning: ঐকমত্য; মতৈক্য।
• ঘ) Dispute
-
English Meaning: to engage in argument; debate.
-
Bangla Meaning: বিতর্ক; বিরোধ; যুক্তি।
-
-
Conclusion: অপশনগুলোর অর্থ বিবেচনা করলে দেখা যায়, ‘controversy’ শব্দটির বিপরীতার্থক শব্দ হলো unanimity।

0
Updated: 1 day ago
Antonym of Whimsical -
Created: 3 weeks ago
A
Mischievous
B
Eccentric
C
Hardheaded
D
Capricious
Whimsical (adjective)
English Meaning: Unusual and strange in a way that might be funny or annoying.
Bangla Meaning: বাতিকগ্রস্ত; খেয়ালি; অদ্ভুত।
Synonyms:
Mischievous (অনিষ্টকর)
Eccentric (অদ্ভুত; খামখেয়ালি)
Peculiar (বিচিত্র)
Capricious (খামখেয়ালি)
Impulsive (আবেগপ্রবন)
Antonyms:
Hardheaded (বাস্তববুদ্ধিসম্পন্ন)
Logical (যৌক্তিক)
Reasonable (যুক্তিপরায়ণ)
Sensible (সুবুদ্ধিসম্পন্ন; কাণ্ডজ্ঞানসম্পন্ন)
Respectful (সম্মানযোগ্য)
Example Sentences:
The question is whimsical, but perhaps it illustrates something.
She has a whimsical sense of humor.

0
Updated: 3 weeks ago
Identify the antonym of "telltale":
Created: 1 month ago
A
Cackle
B
Chatter
C
Quadrate
D
Unrevealing
Correct Answer: Unrevealing
Telltale (adjective)
English Meaning:
-
Disclosing unintentionally something that was concealed.
-
Showing that something exists or has happened.
Bangla Meaning:
গোপন কথা ফাঁসকারী।
Synonyms: Disclosing, Revealing (গোপন কথা ফাঁস করা/উন্মোচন করা), Blabber (অনর্থক কথা বলা), Chatter (আগড়ম বাগড়ম), Cackle (বোকার মতো বকবক করা)।
Antonyms: Uninformative (তথ্যবিহীন), Unrevealing (অপ্রকাশ্য), Uninstructive (অনির্দেশক), Unhelpful (অসহায়ক), Useless (অকেজো)।
Other Forms:
-
Telltale (noun): Someone who gossips indiscreetly (গোপন কথা ফাঁসকারী/অতিবাচাল ব্যক্তি)।
-
Telltalely (adverb)
Other Options:
-
Quadrate → বর্গাকার; চার কোণবিশিষ্ট; কোণাকৃতি।
Example Sentences:
-
The telltale smell of cigarettes told her that he had been in the room.
Bangla Meaning: সিগারেটের গন্ধ ফাঁস করে দিল যে সে ঘরে ছিল। -
His feet are swollen, and his skin cracked, both telltale signs of malnutrition.
Bangla Meaning: তার পা ফুলে গেছে এবং ত্বক ফেটে গেছে—দুটোই অপুষ্টির সুস্পষ্ট লক্ষণ।
Source: Live MCQ lecture

0
Updated: 1 month ago